রায়গঞ্জ, 30 জানুয়ারি: প্রশাসনিক সভার মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অভিযোগ করলেন, বিজেপি যেসব জায়গায় ক্ষমতায় রয়েছে, সেখানে মানুষের খাদ্যাভাসে প্রভাব তৈরি করছে ৷ মানুষকে মাছ-মাংস ডিম খেতে দেওয়া হচ্ছে না ৷
মঙ্গলবার উত্তর দিনাজপুরে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই সভার মঞ্চ থেকে তিনি কখনও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন ৷ আবার কখনও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান ৷ বিজেপির বিরুদ্ধে আক্রমণ করতে গিয়েই তিনি খাদ্যাভ্যাসে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি রাজ্যগুলিতে কী করছে ? ডিম খাওয়া বন্ধ ৷ সব দোকানগুলো ভেঙে দিয়েছে ৷ ক্ষমতায় এসেই ডিম খাওয়া বন্ধ ৷ মাছ খাওয়া বন্ধ ৷ মাংস খাওয়া বন্ধ ৷ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ-রাজস্থানে গুঁড়িয়ে দিয়েছে ৷ আমাদের এখানে দেখুন আপনি কী খাবেন, আপনার ব্যাপার... ৷ এটা আপনার অধিকার ৷’’
পাশাপশি তিনি পোশাকের প্রসঙ্গও তোলেন ৷ কে কী পোশাক পরবেন, তা তাঁদের নিজস্ব ব্যাপার বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর মুখে এ দিন গান্ধিজির কথাও শোনা গিয়েছে ৷ তাঁর কথায়, ‘‘গান্ধিজি বলেছিলেন আমরা সবাই যেন এক থাকি৷ বৈচিত্রের মধ্য়ে ঐক্য ৷ আমার পাঁচটা আঙুল আছে ৷ কড়ে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা ৷ বড় আঙুলটা মোটা ৷ তা বলে কি হাতটা কেটে ফেলব ?’’ উল্লেখ্য, আজই ছিল গান্ধিজির প্রয়াণবার্ষিকী ৷ সেই প্রসঙ্গ টেনেই এই কথা বলেন মুখ্যমন্ত্রী ৷
গত রবিবার উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার কোচবিহার ও দার্জিলিংয়ে তাঁর কর্মসূচি ছিল ৷ দুই জায়গা থেকেই তিনি সিএএ, এনআরসি নিয়ে সরব হয়েছিলেন ৷ মঙ্গলবার রায়গঞ্জ থেকেও তিনি একই ইস্যুতে সরব হয়েছেন ৷ বিএসএফ সীমান্তবর্তী এলাকায় আলাদা পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করছে বলে এ দিন তিনি ফের অভিযোগ করেছেন ৷
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবার বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্র এক সপ্তাহের মধ্য়ে বকেয়া না দিলে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা, বাংলাকে বঞ্চনা-লাঞ্ছনা করবে ৷ ভোটের সময় এসে ভোট চাইবে ৷ ভোটপাখিদের বিদায় করে দিতে হবে ৷
তাছাড়া বাজেটের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে ৷ তাঁর বক্তব্য, এবার লোকসভা নির্বাচন রয়েছে ৷ নির্বাচনের বছরে বাজেট হয় না ৷ তাই কেন্দ্রীয় সরকারকে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ভোট অন অ্যাকাউন্ট পাশ করাতে হবে ৷ তার পরও কেন্দ্রীয় সরকার বাজেটে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ৷
আরও পড়ুন: