কলকাতা, 24 জানুয়ারি: বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনায় কার্যত ইতি টানলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার তিনি জানালেন, বাংলায় ইন্ডিয়া জোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের । একাই লড়াই করবে তৃণমূল ৷
উল্লেখ্য, 2023 সালের মাঝামাঝি চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে জোট ‘ইন্ডিয়া’ তৈরি হয়, সেই জোটে শরিক দলগুলির মধ্য়ে আসন সমঝোতা নিয়ে বারবার রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে ৷ সেই আলোচনায় বারবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম৷ কারণ, জোটের দুই শরিক কংগ্রেস ও তৃণমূল এখানে যুযুধান দুইপক্ষ ৷ কোনও কোনও মহল থেকে আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে আলোচনা চলছে বলেও দাবি করা হচ্ছিল ৷
কিন্তু বুধবার মমতা বন্দ্যোপাধ্য়ায় যা বললেন, তা থেকে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস জাতীয়স্তরে ‘ইন্ডিয়া’য় কংগ্রেসের সঙ্গে থাকলেও বাংলায় কোনও আসন সমঝোতায় রাস্তায় হাঁটবে না ৷ এ দিন পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই কারণে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হাজির হন তিনি ৷
সেখানে হেলিকপ্টারে ওঠার আগে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা নিয়ে মমতা বলেন, ‘‘আমার কোনও কথা হয়নি৷ কারও সঙ্গে আমার কোনও কথা হয়নি ৷ এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ৷ ওরা প্রথমদিনই প্রত্যাখান করেছে ৷ তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে বাংলায় একা লড়ব ৷’’ ফলে এটাও স্পষ্ট যে বাংলায় জোট ভেস্তে যাওয়ার বিষয়টি তিনি কংগ্রেসের ঘাড়েই চাপালেন ৷
অন্যদিকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও ক্ষোভের সুর শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে ৷ তিনি বলেন, ‘‘ওরা যে ব়্যালি করছে, আমি ইন্ডিয়ার শরিক, সৌজন্যবশতও কি আমাকে একবার জানিয়েছে যে দিদি আপনার রাজ্যে যাচ্ছি ৷ না জানায়নি ৷ সুতরাং আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই বাংলার রাজনীতিতে ৷ সারা ভারতে কী করব না করব, নির্বাচনের পর ভাবব ৷ আমরা ধর্মনিরপেক্ষ দল আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব ৷’’
একই সঙ্গে তাঁর দাবি, কংগ্রেসের জোট নিয়ে যা বলা হচ্ছে, সমস্তটাই মিথ্যে কথা ৷ এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি । তিনি আরও বলেন, ‘‘আমি বলেছিলাম আঞ্চলিক দলগুলিকে বাকি আসন ছেড়ে দিয়ে আপনারা 300 আসনে লড়াই করুন । এবার বাকিরা ঠিক করুন, তাঁরা কী করবেন ।’’
আরও পড়ুন: