ETV Bharat / politics

ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার

Mamata Banerjee: সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ ফের সরব হন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ নিয়ে ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 2:25 PM IST

Updated : Mar 4, 2024, 3:58 PM IST

তমলুক, 4 মার্চ: বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্য়বহারের অভিযোগ ফের শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ সোমবার পূর্ব মেদিনীপুরে তিনি প্রশাসনিক সভা করেন ৷ সেই সভার মঞ্চ থেকেই এই নিয়ে আবার সরব হন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বিজেপিতে যোগদান করানোর জন্য ইডির হানার ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ৷

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কোথাও ইডি পাঠাচ্ছে, কোথাও সিবিআই পাঠাচ্ছে ৷ কোথাও টাকা বন্ধ করে দিচ্ছে ৷ আর ফোন করে করে বলছে, ‘শোন তুই যদি বিজেপিতে যোগ না দিস, তাহলে তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেব’ ৷’’ তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই এই কথা বলছেন ৷ এই নিয়ে তিনি এক সাক্ষাৎকারের উল্লেখ করেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এজেন্সি বলছে ইন্টারভিউতে, ‘আমরা কী করব, আমাদের তো ভালো লাগে ৷ আমাদের বিজেপি বলছে যে তৃণমূলের ঘরে গিয়ে হামলা করো৷ আর সবাইকে গ্রেফতার করে আনো’ ৷’’

এই প্রসঙ্গেই তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন৷ মমতার কথায়, ‘‘এমনই যদি জিততে পারেন, তাহলে এসব করার দরকার কী ? আসুন না, লড়াইটা সামনাসামনি জনগণের হোক ৷ জনগণকে ভোট দিতে দিন ৷ জনগণ যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রের ৷ এত ভয় কিসের ?’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো ৷ তুমি ইডি পাঠাচ্ছো ৷ আর আগামিকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না ৷ তোমায় এ টু জেড পাঠাবে ৷ সব মানুষ মিলে পাঠাবে ৷ মানুষ ছাড়বে না ৷ মানুষ ছেড়ে কথা বলবে না ৷’’

এ দিন বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিজেপি বাংলার মানুষের জন্য কোনও উপকার করে না ৷ বরং ভোট এলেই হাজির হয়৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় সভা করতে এসে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন ৷ কেন্দ্রের বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ রাজ্য সরকারের জন্য বাস্তাবায়িত হচ্ছে না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী ৷ সেই নিয়ে এ দিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ওই প্রকল্পে 70 শতাংশ টাকা রাজ্য সরকার দেয় ৷ আর কেন্দ্র দেয় 30 শতাংশ টাকা ৷ যে টাকা কেন্দ্র দেয়, সেটাও রাজ্য় থেকে আদায় করা করের অংশ ৷

মমতা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও সরব হন ৷ বন্যা নিয়ন্ত্রণে বহু প্রতীক্ষিত ওই মাস্টার প্ল্যান কেন্দ্রের জন্যই বাস্তবায়িত হয়নি বলে তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রাজ্য সরকার এই মাস্টার প্ল্য়ানের বাস্তবায়ন করবে ৷ তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান ৷ কোনওদিন টাকা দিল না ৷ সৌমেন মহাপাত্র মন্ত্রী থাকার সময় অনেক চেষ্টা করেছিল ৷ ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করে দেব ৷ কেন্দ্রের কাছে হাত পাতব না ৷’’

প্রধানমন্ত্রী যে দুর্নীতির অভিযোগ করেছিলেন, সেই নিয়ে মোদির নাম করে সরাসরি সরব হন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে কেন্দ্র নাকি বাংলাকে 47 হাজার কোটি টাকা দিয়েছেন ৷ সেই টাকা রাজ্য সরকার নিয়ে নিয়েছে ৷ তাই তিনি এই নিয়ে হিসেব দিতে চান ৷ 2014-15 থেকে 2021-22 আর্থিক বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় 29 হাজার 834 কোটি টাকা বাংলাকে দিয়েছে ৷ রাজ্য সরকার দিয়েছিল 20 হাজার কোটি টাকা ৷ 2021-22 ও 2023-24 আর্থিক বছরে এই প্রকল্পে কোনও অর্থ কেন্দ্র বরাদ্দ করেনি ৷

আরও পড়ুন:

  1. 'নির্বাচন এলেই ক্যা ক্যা', আধার থেকে নাগরিকত্ব - আবার সরব মমতা
  2. 'তৃণমূলে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না', সন্দেশখালি উত্তাপের মধ্যেই স্পষ্ট বার্তা মমতার
  3. বাংলা ভিক্ষা নয় হকের টাকা চায়, কেন্দ্রকে নিশানা মমতার

তমলুক, 4 মার্চ: বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্য়বহারের অভিযোগ ফের শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ সোমবার পূর্ব মেদিনীপুরে তিনি প্রশাসনিক সভা করেন ৷ সেই সভার মঞ্চ থেকেই এই নিয়ে আবার সরব হন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বিজেপিতে যোগদান করানোর জন্য ইডির হানার ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ৷

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কোথাও ইডি পাঠাচ্ছে, কোথাও সিবিআই পাঠাচ্ছে ৷ কোথাও টাকা বন্ধ করে দিচ্ছে ৷ আর ফোন করে করে বলছে, ‘শোন তুই যদি বিজেপিতে যোগ না দিস, তাহলে তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেব’ ৷’’ তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই এই কথা বলছেন ৷ এই নিয়ে তিনি এক সাক্ষাৎকারের উল্লেখ করেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এজেন্সি বলছে ইন্টারভিউতে, ‘আমরা কী করব, আমাদের তো ভালো লাগে ৷ আমাদের বিজেপি বলছে যে তৃণমূলের ঘরে গিয়ে হামলা করো৷ আর সবাইকে গ্রেফতার করে আনো’ ৷’’

এই প্রসঙ্গেই তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন৷ মমতার কথায়, ‘‘এমনই যদি জিততে পারেন, তাহলে এসব করার দরকার কী ? আসুন না, লড়াইটা সামনাসামনি জনগণের হোক ৷ জনগণকে ভোট দিতে দিন ৷ জনগণ যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রের ৷ এত ভয় কিসের ?’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো ৷ তুমি ইডি পাঠাচ্ছো ৷ আর আগামিকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না ৷ তোমায় এ টু জেড পাঠাবে ৷ সব মানুষ মিলে পাঠাবে ৷ মানুষ ছাড়বে না ৷ মানুষ ছেড়ে কথা বলবে না ৷’’

এ দিন বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিজেপি বাংলার মানুষের জন্য কোনও উপকার করে না ৷ বরং ভোট এলেই হাজির হয়৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় সভা করতে এসে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন ৷ কেন্দ্রের বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ রাজ্য সরকারের জন্য বাস্তাবায়িত হচ্ছে না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী ৷ সেই নিয়ে এ দিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ওই প্রকল্পে 70 শতাংশ টাকা রাজ্য সরকার দেয় ৷ আর কেন্দ্র দেয় 30 শতাংশ টাকা ৷ যে টাকা কেন্দ্র দেয়, সেটাও রাজ্য় থেকে আদায় করা করের অংশ ৷

মমতা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও সরব হন ৷ বন্যা নিয়ন্ত্রণে বহু প্রতীক্ষিত ওই মাস্টার প্ল্যান কেন্দ্রের জন্যই বাস্তবায়িত হয়নি বলে তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রাজ্য সরকার এই মাস্টার প্ল্য়ানের বাস্তবায়ন করবে ৷ তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান ৷ কোনওদিন টাকা দিল না ৷ সৌমেন মহাপাত্র মন্ত্রী থাকার সময় অনেক চেষ্টা করেছিল ৷ ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করে দেব ৷ কেন্দ্রের কাছে হাত পাতব না ৷’’

প্রধানমন্ত্রী যে দুর্নীতির অভিযোগ করেছিলেন, সেই নিয়ে মোদির নাম করে সরাসরি সরব হন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে কেন্দ্র নাকি বাংলাকে 47 হাজার কোটি টাকা দিয়েছেন ৷ সেই টাকা রাজ্য সরকার নিয়ে নিয়েছে ৷ তাই তিনি এই নিয়ে হিসেব দিতে চান ৷ 2014-15 থেকে 2021-22 আর্থিক বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় 29 হাজার 834 কোটি টাকা বাংলাকে দিয়েছে ৷ রাজ্য সরকার দিয়েছিল 20 হাজার কোটি টাকা ৷ 2021-22 ও 2023-24 আর্থিক বছরে এই প্রকল্পে কোনও অর্থ কেন্দ্র বরাদ্দ করেনি ৷

আরও পড়ুন:

  1. 'নির্বাচন এলেই ক্যা ক্যা', আধার থেকে নাগরিকত্ব - আবার সরব মমতা
  2. 'তৃণমূলে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না', সন্দেশখালি উত্তাপের মধ্যেই স্পষ্ট বার্তা মমতার
  3. বাংলা ভিক্ষা নয় হকের টাকা চায়, কেন্দ্রকে নিশানা মমতার
Last Updated : Mar 4, 2024, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.