ধুবুলিয়া, 31 মার্চ: "সিরাজ-ঊদ-দৌল্লা বিরুদ্ধে লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাকে শেষ করার জন্য ৷ সেই নামটাকে নিয়ে আসছেন । মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন ?" প্রথমবার প্রচারে নেমেই রবিবার বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে রবিবার প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নদিয়ার ধুবুলিয়ায় স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে। 'ঘুষের বিনিময়ে প্রশ্ন' কাণ্ডে কিছুদিন আগেই তাঁর কার্যালয় এবং বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাঁকে সমন পাঠিয়ে দিল্লিতে হাজিরা দেওয়ারও নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু হাজিরা দেননি মহুয়া।
এই বিষয়ে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অহেতুক আমাদের প্রার্থী মহুয়া মৈত্রকে হারানোর জন্য বিজেপি সুপরিকল্পিতভাবে ইডি-সিবিআইকে কাজে লাগাচ্ছে । বিজেপি প্রার্থী করেছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের বধূ অমৃতা রায়কে। এখানে যিনি বিজেপিতে দাঁড়িয়েছেন ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন সিরাজ-ঊদ-দৌল্লাকে বাংলার লোক সমর্থন করে, মীরজাফরকে করে না। সিরাজ-ঊদ-দৌল্লা ভালো কী খারাপ, আমি সেসব নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা খতম করার জন্য। সেই নামটাকে নিয়ে এসে প্রচার করছেন। আপনি কী ইতিহাস ভুলে গেলেন মোদিবাবু ? আবার বলছেন রাজমাতা। কোত্থেকে মাতা রাজ হল? সবাই রাজমাতা, আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে। যারা রাজা আছেন রাজ প্রাসাদে গিয়ে থাকুন। রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তবে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না । তাহলে কিন্তু ইতিহাসের পাতা ওলটাবো । আর ইতিহাসের পাতা উল্টালে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ।"
পাশাপাশি তিনি বলেন, "আগে ইতিহাস জানতে হবে । বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটা এত বড় রাজনৈতিক দল শুধু ইডি আর সিবিআই করে, গরিব লোকের টাকা মারে, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে টাকা দেয় না ৷"
আরও পড়ুন :