ETV Bharat / politics

গোটা দেশে নিরপেক্ষ নির্বাচন একমাত্র বাংলাতেই হয়, কমিশনকে বার্তা মমতার - fair election

Mamata Banerjee on fair election: গোটা দেশে নিরপেক্ষ নির্বাচন একমাত্র হয় বাংলাতেই ৷ নির্বাচন কমিশন রাজ্যে এসে ভোটের হিংসা নিয়ে সরব হওয়ার পর এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 8:06 PM IST

কলকাতা, 5 মার্চ: রাজ্যে এসে নির্বাচন কমিশনার রাজীব কুমার হিংসামুক্ত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন । ঠিক সেইদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন নিরপেক্ষ ও অবাধ নির্বাচন যদি কোথাও হয়, তবে সেটা পশ্চিমবঙ্গ ।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা বাংলায় এসে বড় বড় কথা বলছেন তাঁদের আমি বলব, একবার উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসুন । গত পরশুদিন সেখানে নাবালিকাকে হাত বেঁধে নির্যাতন করে খুন করা হয়েছে । যাঁরা নারী নির্যাতনের কথা বলছেন, একবার বিলকিসের বাড়ি যান, হাথরস যান, সাক্ষী মালিকের সঙ্গে গিয়ে কথা বলুন । অনেক সুস্থ বাংলা, অনেক শান্ত ।"

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, বিজেপির মনগড়া কিছু দাঙ্গার ছক, দাঙ্গার আন্দোলন দিয়ে বাংলার মা-বোনেদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে, এতে তাঁরা খুশি নন । তিনি বলেন, বাংলার মা-বোনেদের সম্মান করতে শিখতে হবে ।

মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেছেন, "বাংলা মাথা নত করবে না । বাংলা এগিয়ে যাবে । পরিকল্পনা করে বাংলাকে ছোট দেখানোর চেষ্টা হচ্ছে ।" নির্বাচনে এত টাকা আসছে কোথা থেকে তা নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আমরা চাই রাষ্ট্রের অর্থেই পরিচালিত হোক ভোট । এই বিষয়টি নিয়ে আমি 30 বছর ধরে লড়াই করছি । বিশ্বের 60-70টি দেশে যদি এটা হয়ে থাকে, আমাদের এখানে হবে না কেন । নির্বাচনের নামে ইডি এবং সিবিআই ভয় দেখিয়ে যে টাকা নিচ্ছে সেটাও একটা খেলা । এটা কেমন আইন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও সিজার লিস্ট দেবে না ! বছরের পর বছর ধরে অ্যারেস্ট করে রাখা হবে । যে ব্যক্তি অ্যারেস্ট হচ্ছেন, তিনি জানছেন না তার কী অপরাধ ৷" মমতার কথায়, বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদছে ।

আরও পড়ুন:

  1. ভোটে হিংসা হলে দায় রাজ্য প্রশাসনের, কড়া ব্যবস্থারও হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের
  2. 'আমি বিশ্বের দিদি, ইউনিভার্সাল দিদি'; বাম-বিজেপিকে বিঁধে উন্নয়নের গ্যারান্টি মমতার
  3. ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার

কলকাতা, 5 মার্চ: রাজ্যে এসে নির্বাচন কমিশনার রাজীব কুমার হিংসামুক্ত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন । ঠিক সেইদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন নিরপেক্ষ ও অবাধ নির্বাচন যদি কোথাও হয়, তবে সেটা পশ্চিমবঙ্গ ।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা বাংলায় এসে বড় বড় কথা বলছেন তাঁদের আমি বলব, একবার উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসুন । গত পরশুদিন সেখানে নাবালিকাকে হাত বেঁধে নির্যাতন করে খুন করা হয়েছে । যাঁরা নারী নির্যাতনের কথা বলছেন, একবার বিলকিসের বাড়ি যান, হাথরস যান, সাক্ষী মালিকের সঙ্গে গিয়ে কথা বলুন । অনেক সুস্থ বাংলা, অনেক শান্ত ।"

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, বিজেপির মনগড়া কিছু দাঙ্গার ছক, দাঙ্গার আন্দোলন দিয়ে বাংলার মা-বোনেদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে, এতে তাঁরা খুশি নন । তিনি বলেন, বাংলার মা-বোনেদের সম্মান করতে শিখতে হবে ।

মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেছেন, "বাংলা মাথা নত করবে না । বাংলা এগিয়ে যাবে । পরিকল্পনা করে বাংলাকে ছোট দেখানোর চেষ্টা হচ্ছে ।" নির্বাচনে এত টাকা আসছে কোথা থেকে তা নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আমরা চাই রাষ্ট্রের অর্থেই পরিচালিত হোক ভোট । এই বিষয়টি নিয়ে আমি 30 বছর ধরে লড়াই করছি । বিশ্বের 60-70টি দেশে যদি এটা হয়ে থাকে, আমাদের এখানে হবে না কেন । নির্বাচনের নামে ইডি এবং সিবিআই ভয় দেখিয়ে যে টাকা নিচ্ছে সেটাও একটা খেলা । এটা কেমন আইন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও সিজার লিস্ট দেবে না ! বছরের পর বছর ধরে অ্যারেস্ট করে রাখা হবে । যে ব্যক্তি অ্যারেস্ট হচ্ছেন, তিনি জানছেন না তার কী অপরাধ ৷" মমতার কথায়, বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদছে ।

আরও পড়ুন:

  1. ভোটে হিংসা হলে দায় রাজ্য প্রশাসনের, কড়া ব্যবস্থারও হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের
  2. 'আমি বিশ্বের দিদি, ইউনিভার্সাল দিদি'; বাম-বিজেপিকে বিঁধে উন্নয়নের গ্যারান্টি মমতার
  3. ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.