ETV Bharat / politics

বাম তকমা গায়ে মেখে সংখ্যালঘু মহল্লায় প্রচার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর

Lok Sabha Elections 2024: সিপিএমে রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ৷ বাম দলের হয়েই বিধায়ক হয়েছিলেন ৷ পরে বিজেপিতে যোগ দিয়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ হন খগেন মুর্মু ৷ এবারও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী আদিবাসী সাংসদ ৷

ETV Bharat
মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 11:50 AM IST

মালদা উত্তরে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী সাংসদ খগেন মুর্মু

মালদা, 13 মার্চ: দুঁদে রাজনীতিবিদ খগেন মুর্মু চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন ৷ এবারের লোকসভা নির্বাচনেও তিনিই মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ৷ পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী নেতার ভোট ময়দানে প্রবেশ ৷ 2001 সাল থেকে বাম দলের হয়ে বিধানসভা নির্বাচনে লড়ছেন ৷ একটানা চার দফায় হবিবপুরের বিধায়ক ছিলেন ৷ তবে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে বাম ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ উত্তর মালদা কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েই সাংসদ হন বিজেপির খগেন মুর্মু ৷ মালদার রাজনৈতিক মহলে প্রবাদ, খগেন মুর্মু ভোটটা হাতের তালুর মতো চেনেন ৷ তিনি ভোটে হারেন না ৷

64 বছর বয়সি এই রাজনীতিবিদ চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তর মালদা কেন্দ্রেই প্রার্থী হয়েছেন ৷ এদিকে তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ ভোট-যুদ্ধে এবারই তাঁর হাতেখড়ি ৷ এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছেন সাংসদ তথা প্রার্থী খগেন মুর্মু ৷ বিজেপি সাংসদ হলেও খগেন মুর্মু এখনও বামপন্থী তকমাটা হারাননি ৷ প্রচারপর্বে তার ফলও যেন কিছুটা দেখা যাচ্ছে ৷

মঙ্গলবার ভোট প্রচারে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রামপঞ্চায়েতের জগন্নাথপুরে পৌঁছন উত্তর মালদার বিজেপি সাংসদ ৷ সাংসদ তহবিলের প্রায় চার লক্ষ টাকায় তৈরি ওই গ্রামের হাই মাদ্রাসার মেইন গেটের উদ্বোধন করেন ৷ এই উদ্বোধন দিয়েই শুরু হয় নির্বাচনী প্রচার ৷ শুরুতেই হাসেন আলি নামে স্থানীয় এক প্রৌঢ়কে প্রণাম করেন ৷ প্রৌঢ় বলে ওঠেন, "তিনি আজ আমায় যে সম্মান দিয়েছেন, তাতে আমি জাতিভেদের কোনও বিষয় দেখতে পাইনি ৷ খুব ভালো লাগল ৷ আমরা এমন সাংসদকেই চাই ৷" শুধু হাসেন আলিই নন, বিজেপি প্রার্থীর ব্যবহারে মুগ্ধ এলাকার সংখ্যালঘুরা ৷

এমনই একজন আশরাফুল আলম বলেন, "আজ সাংসদ আমাদের হাই মাদ্রাসার মেইন গেট উদ্বোধনে এসেছিলেন ৷ এই এক সাংসদ, যিনি ছোট কাজেও সাড়া দেন ৷ ডাকলেই তাঁকে পাওয়া যায় ৷" তবে খগেন মুর্মুর বাম পরিচয়ের কথা এখনও ভোলেননি মহম্মদ ইলিয়াস ৷ তাঁর কথায়, "উনি বামফ্রন্টের একনিষ্ঠ কর্মী ছিলেন ৷ তাঁর মতো কিছু লোক ছিল বলেই বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে ৷ সাধারণত সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না ৷ কিন্তু তাঁকে অনেকেই ভোট দেবেন ৷" এদিকে রাজ্যের বিরুদ্ধে খগেন মুর্মুর ক্ষোভ, "গঙ্গা ভাঙন রোধের জন্য একাধিকবার রাজ্যকে আবেদন জানিয়েছি, কেন্দ্রের কাছে অর্থ বরাদ্দের আবেদন করা হোক ৷ কিন্তু রাজ্য সরকারের ঘুম ভাঙেনি ৷ তারা কেন্দ্রের কাছে কোনও আবেদন জানায়নি ৷ অথচ নিয়ম এটাই ৷"

আরও পড়ুন:

  1. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
  2. 'মারের বদলা মার', বিতর্কিত মন্তব্য মামলার শুনানিতে এসেও বেলাগাম অগ্নিমিত্রা
  3. 14 মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাক কংগ্রেস, জোট নিয়ে সময় বেঁধে দিল বামফ্রন্ট

মালদা উত্তরে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী সাংসদ খগেন মুর্মু

মালদা, 13 মার্চ: দুঁদে রাজনীতিবিদ খগেন মুর্মু চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন ৷ এবারের লোকসভা নির্বাচনেও তিনিই মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ৷ পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী নেতার ভোট ময়দানে প্রবেশ ৷ 2001 সাল থেকে বাম দলের হয়ে বিধানসভা নির্বাচনে লড়ছেন ৷ একটানা চার দফায় হবিবপুরের বিধায়ক ছিলেন ৷ তবে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে বাম ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ উত্তর মালদা কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েই সাংসদ হন বিজেপির খগেন মুর্মু ৷ মালদার রাজনৈতিক মহলে প্রবাদ, খগেন মুর্মু ভোটটা হাতের তালুর মতো চেনেন ৷ তিনি ভোটে হারেন না ৷

64 বছর বয়সি এই রাজনীতিবিদ চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তর মালদা কেন্দ্রেই প্রার্থী হয়েছেন ৷ এদিকে তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ ভোট-যুদ্ধে এবারই তাঁর হাতেখড়ি ৷ এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছেন সাংসদ তথা প্রার্থী খগেন মুর্মু ৷ বিজেপি সাংসদ হলেও খগেন মুর্মু এখনও বামপন্থী তকমাটা হারাননি ৷ প্রচারপর্বে তার ফলও যেন কিছুটা দেখা যাচ্ছে ৷

মঙ্গলবার ভোট প্রচারে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রামপঞ্চায়েতের জগন্নাথপুরে পৌঁছন উত্তর মালদার বিজেপি সাংসদ ৷ সাংসদ তহবিলের প্রায় চার লক্ষ টাকায় তৈরি ওই গ্রামের হাই মাদ্রাসার মেইন গেটের উদ্বোধন করেন ৷ এই উদ্বোধন দিয়েই শুরু হয় নির্বাচনী প্রচার ৷ শুরুতেই হাসেন আলি নামে স্থানীয় এক প্রৌঢ়কে প্রণাম করেন ৷ প্রৌঢ় বলে ওঠেন, "তিনি আজ আমায় যে সম্মান দিয়েছেন, তাতে আমি জাতিভেদের কোনও বিষয় দেখতে পাইনি ৷ খুব ভালো লাগল ৷ আমরা এমন সাংসদকেই চাই ৷" শুধু হাসেন আলিই নন, বিজেপি প্রার্থীর ব্যবহারে মুগ্ধ এলাকার সংখ্যালঘুরা ৷

এমনই একজন আশরাফুল আলম বলেন, "আজ সাংসদ আমাদের হাই মাদ্রাসার মেইন গেট উদ্বোধনে এসেছিলেন ৷ এই এক সাংসদ, যিনি ছোট কাজেও সাড়া দেন ৷ ডাকলেই তাঁকে পাওয়া যায় ৷" তবে খগেন মুর্মুর বাম পরিচয়ের কথা এখনও ভোলেননি মহম্মদ ইলিয়াস ৷ তাঁর কথায়, "উনি বামফ্রন্টের একনিষ্ঠ কর্মী ছিলেন ৷ তাঁর মতো কিছু লোক ছিল বলেই বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে ৷ সাধারণত সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না ৷ কিন্তু তাঁকে অনেকেই ভোট দেবেন ৷" এদিকে রাজ্যের বিরুদ্ধে খগেন মুর্মুর ক্ষোভ, "গঙ্গা ভাঙন রোধের জন্য একাধিকবার রাজ্যকে আবেদন জানিয়েছি, কেন্দ্রের কাছে অর্থ বরাদ্দের আবেদন করা হোক ৷ কিন্তু রাজ্য সরকারের ঘুম ভাঙেনি ৷ তারা কেন্দ্রের কাছে কোনও আবেদন জানায়নি ৷ অথচ নিয়ম এটাই ৷"

আরও পড়ুন:

  1. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
  2. 'মারের বদলা মার', বিতর্কিত মন্তব্য মামলার শুনানিতে এসেও বেলাগাম অগ্নিমিত্রা
  3. 14 মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাক কংগ্রেস, জোট নিয়ে সময় বেঁধে দিল বামফ্রন্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.