মালদা, 27 জানুয়ারি: ফের বেলাগাম মালদা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ৷ বিজেপিকে নরখাদকের দল আখ্যা দেওয়ার পাশাপাশি পদ্ম শিবিরের নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি ৷ একই সঙ্গে তিনি বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে না দেওয়া এবং গলায় জুতোর মালা পরানোরও নিদান দিয়েছেন ৷ লোকসভা নির্বাচনের আগে তাঁর এমন হুমকি জেলার রাজনৈতিক ময়দানে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও তাঁর এমন হুমকিকে উড়িয়ে দিয়েছেন উত্তর মালদার সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷
মালদা জেলা তৃণমূল কমিটির উদ্যোগে শনিবার হরিশ্চন্দ্রপুর-2 ব্লকের ভালুকা বাজারে শাসকদলের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ৷ সভায় আবদুর রহিম বকসি ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সহ-সভাপতি শুভময় বসু, বিধায়ক তজমুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা খাতুন-সহ আরও অনেকে ৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম সাহেব বলেন, “বিজেপি নরখাদকের দল ৷ ওরা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে ৷ এরা পশ্চিমবঙ্গে কিছু দালাল পুষেছে ৷ যারা টিভিতে বিরোধীদের সঙ্গে মুখ দেখায় ৷ তৃণমূলের কর্মীরা এদের হাত-পা ভেঙে চুরমার করে দেবে ৷ আমরা এই নরখাদকদের দাঁত ভেঙে দেব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামিদিনে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে পথ দেখাবে ৷”
রহিম সাহেব আরও বলেন, “ভোটের আগে এখানকার এমপি নতুন করে গ্রামের রাস্তায় নেমেছেন ৷ গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পরছেন ৷ আগেই টাকা দিয়ে তিনি সেই ফুলের মালা তৈরি করে রাখছেন ৷ তাঁর মনে রাখা উচিত, 100 দিনের প্রকল্পে খাটতে খাটতে গরিব মানুষের জুতো ক্ষয়ে গিয়েছে ৷ সেই গরিব মানুষদের জুতোর মালা তাঁর গলায় পরানো হবে ৷ এই বিজেপির এমপি কিংবা তাঁদের নেতা আমাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেয়নি ৷ বিজেপির যে এমপি কিংবা নেতা দু’কোটি চাকরির প্রতিশ্রুতি পালন করেননি, আমরা তাঁদের গ্রামে ঢুকতে দেব না ৷ ব্যারিকেড তৈরি করে তাঁদের আটকে দেব ৷”
রহিম সাহেবের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “গ্রাম কিংবা রাস্তাঘাট কি তৃণমূলের সম্পত্তি নাকি ! আমি তো সব জায়গায় যাচ্ছি ৷ গতকাল রতুয়া থেকে রহিম বকসির এলাকা মালতিপুর দিয়েই চাঁচল গিয়েছি ৷ আসলে তৃণমূলই এখন মানুষের ব্যারিকেডের মুখে পড়ছে ৷ আসলে তাঁকেই মানুষ আটকাচ্ছে ৷ মানুষ তাঁর কাছে হিসেব চেয়ে নেবে ৷ সেটা শুধু সময়ের অপেক্ষা ৷ আর তৃণমূল শুধু নরখাদক নয়, এরা সর্বভূক৷ বিজেপি মানুষের সেবা করে ৷ আমরা মানুষের সেবক৷ আমাদের নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি এখন সারা বিশ্বে পরিচিত মুখ ৷ তিনিই একমাত্র ঘোষণা করেছেন, তিনি 140 কোটি মানুষের সেবক৷ সেই কাজই তিনি করে যাচ্ছেন ৷ এটাই বিজেপির পরম্পরা৷ আর তৃণমূল গরিব মানুষের শৌচালয় তৈরির টাকাটাও খায় ৷”
আরও পড়ুন: