ETV Bharat / politics

বিজেপি নেতাদের হাত-পা ভাঙার নিদান দিয়ে বিতর্কে মালদার তৃণমূল সভাপতি - বিজেপি

Trinamool Congress: বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ৷ বিজেপিকে নরখাদকের দল বলে কটাক্ষ করলেন তিনি ৷ বিজেপি নেতাদের হাত-পা ভাঙা ভেঙে দেওয়ার কথাও বলেছেন ৷ এই নিয়ে তৃণমূলের ওই নেতাকে পালটা জবাব দিয়েছেন মালদা উত্তরের সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷

Trinamool Congress
Trinamool Congress
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 8:14 PM IST

মালদা, 27 জানুয়ারি: ফের বেলাগাম মালদা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ৷ বিজেপিকে নরখাদকের দল আখ্যা দেওয়ার পাশাপাশি পদ্ম শিবিরের নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি ৷ একই সঙ্গে তিনি বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে না দেওয়া এবং গলায় জুতোর মালা পরানোরও নিদান দিয়েছেন ৷ লোকসভা নির্বাচনের আগে তাঁর এমন হুমকি জেলার রাজনৈতিক ময়দানে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও তাঁর এমন হুমকিকে উড়িয়ে দিয়েছেন উত্তর মালদার সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷

মালদা জেলা তৃণমূল কমিটির উদ্যোগে শনিবার হরিশ্চন্দ্রপুর-2 ব্লকের ভালুকা বাজারে শাসকদলের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ৷ সভায় আবদুর রহিম বকসি ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সহ-সভাপতি শুভময় বসু, বিধায়ক তজমুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা খাতুন-সহ আরও অনেকে ৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম সাহেব বলেন, “বিজেপি নরখাদকের দল ৷ ওরা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে ৷ এরা পশ্চিমবঙ্গে কিছু দালাল পুষেছে ৷ যারা টিভিতে বিরোধীদের সঙ্গে মুখ দেখায় ৷ তৃণমূলের কর্মীরা এদের হাত-পা ভেঙে চুরমার করে দেবে ৷ আমরা এই নরখাদকদের দাঁত ভেঙে দেব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামিদিনে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে পথ দেখাবে ৷”

রহিম সাহেব আরও বলেন, “ভোটের আগে এখানকার এমপি নতুন করে গ্রামের রাস্তায় নেমেছেন ৷ গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পরছেন ৷ আগেই টাকা দিয়ে তিনি সেই ফুলের মালা তৈরি করে রাখছেন ৷ তাঁর মনে রাখা উচিত, 100 দিনের প্রকল্পে খাটতে খাটতে গরিব মানুষের জুতো ক্ষয়ে গিয়েছে ৷ সেই গরিব মানুষদের জুতোর মালা তাঁর গলায় পরানো হবে ৷ এই বিজেপির এমপি কিংবা তাঁদের নেতা আমাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেয়নি ৷ বিজেপির যে এমপি কিংবা নেতা দু’কোটি চাকরির প্রতিশ্রুতি পালন করেননি, আমরা তাঁদের গ্রামে ঢুকতে দেব না ৷ ব্যারিকেড তৈরি করে তাঁদের আটকে দেব ৷”

রহিম সাহেবের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “গ্রাম কিংবা রাস্তাঘাট কি তৃণমূলের সম্পত্তি নাকি ! আমি তো সব জায়গায় যাচ্ছি ৷ গতকাল রতুয়া থেকে রহিম বকসির এলাকা মালতিপুর দিয়েই চাঁচল গিয়েছি ৷ আসলে তৃণমূলই এখন মানুষের ব্যারিকেডের মুখে পড়ছে ৷ আসলে তাঁকেই মানুষ আটকাচ্ছে ৷ মানুষ তাঁর কাছে হিসেব চেয়ে নেবে ৷ সেটা শুধু সময়ের অপেক্ষা ৷ আর তৃণমূল শুধু নরখাদক নয়, এরা সর্বভূক৷ বিজেপি মানুষের সেবা করে ৷ আমরা মানুষের সেবক৷ আমাদের নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি এখন সারা বিশ্বে পরিচিত মুখ ৷ তিনিই একমাত্র ঘোষণা করেছেন, তিনি 140 কোটি মানুষের সেবক৷ সেই কাজই তিনি করে যাচ্ছেন ৷ এটাই বিজেপির পরম্পরা৷ আর তৃণমূল গরিব মানুষের শৌচালয় তৈরির টাকাটাও খায় ৷”

আরও পড়ুন:

  1. কেন্দ্রীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রীর জামা খুলে পশ্চিমবঙ্গের সংস্কৃতি শেখানোর হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির
  2. কালিয়াচকে পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ
  3. পাকুয়াহাট নিয়ে দিল্লিতে নাটক করছেন খগেন মুর্মু, কটাক্ষ মালদা তৃণমূলের

মালদা, 27 জানুয়ারি: ফের বেলাগাম মালদা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ৷ বিজেপিকে নরখাদকের দল আখ্যা দেওয়ার পাশাপাশি পদ্ম শিবিরের নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি ৷ একই সঙ্গে তিনি বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে না দেওয়া এবং গলায় জুতোর মালা পরানোরও নিদান দিয়েছেন ৷ লোকসভা নির্বাচনের আগে তাঁর এমন হুমকি জেলার রাজনৈতিক ময়দানে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও তাঁর এমন হুমকিকে উড়িয়ে দিয়েছেন উত্তর মালদার সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷

মালদা জেলা তৃণমূল কমিটির উদ্যোগে শনিবার হরিশ্চন্দ্রপুর-2 ব্লকের ভালুকা বাজারে শাসকদলের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ৷ সভায় আবদুর রহিম বকসি ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সহ-সভাপতি শুভময় বসু, বিধায়ক তজমুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা খাতুন-সহ আরও অনেকে ৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম সাহেব বলেন, “বিজেপি নরখাদকের দল ৷ ওরা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে ৷ এরা পশ্চিমবঙ্গে কিছু দালাল পুষেছে ৷ যারা টিভিতে বিরোধীদের সঙ্গে মুখ দেখায় ৷ তৃণমূলের কর্মীরা এদের হাত-পা ভেঙে চুরমার করে দেবে ৷ আমরা এই নরখাদকদের দাঁত ভেঙে দেব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামিদিনে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে পথ দেখাবে ৷”

রহিম সাহেব আরও বলেন, “ভোটের আগে এখানকার এমপি নতুন করে গ্রামের রাস্তায় নেমেছেন ৷ গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পরছেন ৷ আগেই টাকা দিয়ে তিনি সেই ফুলের মালা তৈরি করে রাখছেন ৷ তাঁর মনে রাখা উচিত, 100 দিনের প্রকল্পে খাটতে খাটতে গরিব মানুষের জুতো ক্ষয়ে গিয়েছে ৷ সেই গরিব মানুষদের জুতোর মালা তাঁর গলায় পরানো হবে ৷ এই বিজেপির এমপি কিংবা তাঁদের নেতা আমাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেয়নি ৷ বিজেপির যে এমপি কিংবা নেতা দু’কোটি চাকরির প্রতিশ্রুতি পালন করেননি, আমরা তাঁদের গ্রামে ঢুকতে দেব না ৷ ব্যারিকেড তৈরি করে তাঁদের আটকে দেব ৷”

রহিম সাহেবের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “গ্রাম কিংবা রাস্তাঘাট কি তৃণমূলের সম্পত্তি নাকি ! আমি তো সব জায়গায় যাচ্ছি ৷ গতকাল রতুয়া থেকে রহিম বকসির এলাকা মালতিপুর দিয়েই চাঁচল গিয়েছি ৷ আসলে তৃণমূলই এখন মানুষের ব্যারিকেডের মুখে পড়ছে ৷ আসলে তাঁকেই মানুষ আটকাচ্ছে ৷ মানুষ তাঁর কাছে হিসেব চেয়ে নেবে ৷ সেটা শুধু সময়ের অপেক্ষা ৷ আর তৃণমূল শুধু নরখাদক নয়, এরা সর্বভূক৷ বিজেপি মানুষের সেবা করে ৷ আমরা মানুষের সেবক৷ আমাদের নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি এখন সারা বিশ্বে পরিচিত মুখ ৷ তিনিই একমাত্র ঘোষণা করেছেন, তিনি 140 কোটি মানুষের সেবক৷ সেই কাজই তিনি করে যাচ্ছেন ৷ এটাই বিজেপির পরম্পরা৷ আর তৃণমূল গরিব মানুষের শৌচালয় তৈরির টাকাটাও খায় ৷”

আরও পড়ুন:

  1. কেন্দ্রীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রীর জামা খুলে পশ্চিমবঙ্গের সংস্কৃতি শেখানোর হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির
  2. কালিয়াচকে পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ
  3. পাকুয়াহাট নিয়ে দিল্লিতে নাটক করছেন খগেন মুর্মু, কটাক্ষ মালদা তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.