ETV Bharat / politics

বাতিল জনসংযোগ বার্তা, রাহুলের কথা শুনতে না পেয়ে ক্ষুব্ধ হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস কর্মীরা

Bharat Jodo Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস কর্মীরা ৷ তবে রাহুল গান্ধি তাঁদের উদ্দেশে কোনও বার্তা না দেওয়ায় হতাশা ধরা পড়েছে তাঁদের মধ্যে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 1:31 PM IST

মালদা, 31 জানুয়ারি: অবশেষে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করল ৷ কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এখানে রাহুল গান্ধি জনসংযোগ বার্তা না দেওয়ায় হতাশ স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ এমনকি বাস থেকেও নামেননি রাহুল ৷ তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী-সহ আরও অনেকে ৷

এ দিন হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে বাসের মাথা থেকে দলীয় পতাকার হাতবদল করেন বিহার ও বাংলার কংগ্রেস নেতৃত্ব ৷ জানা যাচ্ছে, নিরাপত্তাজনিত কারণেই তেলজন্নায় রাহুল গান্ধিকে মঞ্চে যেতে দেওয়া হয়নি ৷ পুলিশও রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ শেষ মুহূর্তে জনসংযোগ কর্মসূচি বাতিল হওয়ায় কিছুটা ক্ষুব্ধও কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ তবে প্রিয় নেতাকে দেখতে বাংলা-বিহার সীমান্তে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ ভিড়ের চাপে বাঁশের ব্যারিকেড ভেঙে যেতেও দেখা যায় ৷ সম্ভবত এ সব কারণেই দলের সর্বভারতীয় নেতাকে সেখানে আর বাস থেকে নামানোর সাহস দেখাতে পারেনি কংগ্রেস নেতৃত্ব কিংবা পুলিশ ৷

স্থানীয় কর্মীদের হতাশ করে রাহুল বাসে চেপেই এগিয়ে যান রতুয়া 1 নম্বর ব্লকের উদ্দেশে ৷ মনওয়ার হোসেন নামে এক কংগ্রেস কর্মীর আক্ষেপ, “রাহুলজির কথা শুনব বলে অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছিলাম ৷ কিন্তু তিনি এখানে কোনও বক্তব্য রাখলেন না ৷ তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হল না ৷ আমি সত্যিই খুব হতাশ ৷”

এ দিকে, রাস্তার দু’ধারে রাহুলকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ ৷ এই মুহূর্তে তাঁর যাত্রা এগিয়ে চলেছে রতুয়ার দেবীপুরের উদ্দেশে ৷ সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন বহু মানুষ ৷

আরও পড়ুন:

  1. হ্যাটট্রিকের উপহার ! রাজীব-তনয়ের জন্য 10 কেজির ছানাবড়া মিষ্টি ব্যবসায়ীর
  2. সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় প্রিয় নেতাকে অনুসরণ সত্তরোর্ধ্ব 'যুবকের'
  3. রাহুলকে কদর্য ভাষায় আক্রমণ, প্রতিবাদে জুতোর মালা শুভেন্দুর পোস্টারে

মালদা, 31 জানুয়ারি: অবশেষে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করল ৷ কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এখানে রাহুল গান্ধি জনসংযোগ বার্তা না দেওয়ায় হতাশ স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ এমনকি বাস থেকেও নামেননি রাহুল ৷ তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী-সহ আরও অনেকে ৷

এ দিন হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে বাসের মাথা থেকে দলীয় পতাকার হাতবদল করেন বিহার ও বাংলার কংগ্রেস নেতৃত্ব ৷ জানা যাচ্ছে, নিরাপত্তাজনিত কারণেই তেলজন্নায় রাহুল গান্ধিকে মঞ্চে যেতে দেওয়া হয়নি ৷ পুলিশও রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ শেষ মুহূর্তে জনসংযোগ কর্মসূচি বাতিল হওয়ায় কিছুটা ক্ষুব্ধও কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ তবে প্রিয় নেতাকে দেখতে বাংলা-বিহার সীমান্তে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ ভিড়ের চাপে বাঁশের ব্যারিকেড ভেঙে যেতেও দেখা যায় ৷ সম্ভবত এ সব কারণেই দলের সর্বভারতীয় নেতাকে সেখানে আর বাস থেকে নামানোর সাহস দেখাতে পারেনি কংগ্রেস নেতৃত্ব কিংবা পুলিশ ৷

স্থানীয় কর্মীদের হতাশ করে রাহুল বাসে চেপেই এগিয়ে যান রতুয়া 1 নম্বর ব্লকের উদ্দেশে ৷ মনওয়ার হোসেন নামে এক কংগ্রেস কর্মীর আক্ষেপ, “রাহুলজির কথা শুনব বলে অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছিলাম ৷ কিন্তু তিনি এখানে কোনও বক্তব্য রাখলেন না ৷ তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হল না ৷ আমি সত্যিই খুব হতাশ ৷”

এ দিকে, রাস্তার দু’ধারে রাহুলকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ ৷ এই মুহূর্তে তাঁর যাত্রা এগিয়ে চলেছে রতুয়ার দেবীপুরের উদ্দেশে ৷ সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন বহু মানুষ ৷

আরও পড়ুন:

  1. হ্যাটট্রিকের উপহার ! রাজীব-তনয়ের জন্য 10 কেজির ছানাবড়া মিষ্টি ব্যবসায়ীর
  2. সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় প্রিয় নেতাকে অনুসরণ সত্তরোর্ধ্ব 'যুবকের'
  3. রাহুলকে কদর্য ভাষায় আক্রমণ, প্রতিবাদে জুতোর মালা শুভেন্দুর পোস্টারে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.