মালদা, 31 জানুয়ারি: অবশেষে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করল ৷ কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এখানে রাহুল গান্ধি জনসংযোগ বার্তা না দেওয়ায় হতাশ স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ এমনকি বাস থেকেও নামেননি রাহুল ৷ তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী-সহ আরও অনেকে ৷
এ দিন হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে বাসের মাথা থেকে দলীয় পতাকার হাতবদল করেন বিহার ও বাংলার কংগ্রেস নেতৃত্ব ৷ জানা যাচ্ছে, নিরাপত্তাজনিত কারণেই তেলজন্নায় রাহুল গান্ধিকে মঞ্চে যেতে দেওয়া হয়নি ৷ পুলিশও রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ শেষ মুহূর্তে জনসংযোগ কর্মসূচি বাতিল হওয়ায় কিছুটা ক্ষুব্ধও কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ তবে প্রিয় নেতাকে দেখতে বাংলা-বিহার সীমান্তে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ ভিড়ের চাপে বাঁশের ব্যারিকেড ভেঙে যেতেও দেখা যায় ৷ সম্ভবত এ সব কারণেই দলের সর্বভারতীয় নেতাকে সেখানে আর বাস থেকে নামানোর সাহস দেখাতে পারেনি কংগ্রেস নেতৃত্ব কিংবা পুলিশ ৷
স্থানীয় কর্মীদের হতাশ করে রাহুল বাসে চেপেই এগিয়ে যান রতুয়া 1 নম্বর ব্লকের উদ্দেশে ৷ মনওয়ার হোসেন নামে এক কংগ্রেস কর্মীর আক্ষেপ, “রাহুলজির কথা শুনব বলে অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছিলাম ৷ কিন্তু তিনি এখানে কোনও বক্তব্য রাখলেন না ৷ তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হল না ৷ আমি সত্যিই খুব হতাশ ৷”
এ দিকে, রাস্তার দু’ধারে রাহুলকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ ৷ এই মুহূর্তে তাঁর যাত্রা এগিয়ে চলেছে রতুয়ার দেবীপুরের উদ্দেশে ৷ সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন বহু মানুষ ৷
আরও পড়ুন: