ETV Bharat / politics

আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরও সিবিআই তদন্ত, কমিশনে মহুয়া - Mahua Appeals to ECI - MAHUA APPEALS TO ECI

Mahua Moitra Appeals to ECI: আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরেও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মহুয়া মৈত্র ৷ তদন্তের নামে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে সিবিআই অভিযোগ মহুয়ার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 5:16 PM IST

Updated : Mar 24, 2024, 6:09 PM IST

কলকাতা, 24 মার্চ: 'টাকার বিনিময়ে প্রশ্ন' কাণ্ডে ইতিমধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লোকসভা নির্বাচনের আগে এই তদন্ত নিয়েই এবার নির্বাচন কমিশনে চিঠি দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷

প্রসঙ্গত, শনিবার তৃণমূল প্রার্থীর কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুর-সহ চার আস্তানায় হানা দিয়েছিল সিবিআই। এবার তা নিয়ে মহুয়া মৈত্রের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, লোকসভা নির্বাচনের জন্য দেশে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে ৷ তারপরও তদন্তের নামে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে সিবিআই। এক্ষেত্রে কমিশনের কাছে মহুয়া মৈত্রের দাবি ভোট প্রচার চলাকালীন তদন্তের বিষয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিক নির্বাচন কমিশন। এদিন দেওয়া চিঠিতে মূলত সে কথাই জানিয়েছেন মহুয়া মৈত্র।

উল্লেখ্য, ভোটের আগেই মহুয়ার বিরুদ্ধে তৎপর হয়েছে সিবিআই। 'ঘুষের বিনিময়ে প্রশ্ন' কাণ্ডে লোকপালের নির্দেশের পরই শনিবার থেকে তাঁর সক্রিয় তারা। গতকাল তৃণমূল প্রার্থীর কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগর ও করিমপুরের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। মহুয়ার অভিযোগ, মাঝরাতে তল্লাশি সেরে খালি হাতেই ফেরেন সিবিআই আধিকারিকরা। এরপরই নিজের এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে পোস্ট করেন তিনি। লিখেছিলেন, "সিবিআই আমার বাড়ি ও নির্বাচনী দফতরে আসে। নম্রভাবেই তল্লাশি চালায় তারা। কিন্তু কিছুই পায়নি। ঠিক সেই সময় আমি আর সায়নী আমাদের বিরুদ্ধের বিজেপি প্রার্থীদের খুঁজছি।"

আর এই টুইটের পর এদের নতুন করে আরও একটি টুইট করেছেন মহুয়া। এখানেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গতকাল মহুয়া মৈত্রের চার ঠিকানায় সিবিআই তদন্ত নিয়ে বলতে গিয়ে তৃণমূল দাবি করেছিল প্রতিহিংসার রাজনীতির কথা‌। নির্বাচনে মহুয়া যাতে সময়ে দিতে না-পারে সেজন্য সিবিআইকে পাঠানো হয়েছে। এর পালটা বিজেপির তরফ থেকে বলা হয়েছিল এই সিবিআই তদন্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মহুয়া। কিন্তু রবিবার তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল মহুয়া মৈত্র নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন। এই অবস্থায় কমিশন মহুয়া নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. রাজ্যে তৃণমূল 30-35 আসন পাবে, বিজেপি'র দ্বিতীয় প্রার্থীতালিকার আগে ভবিষ্যদ্বাণী কুণালের
  2. বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া

কলকাতা, 24 মার্চ: 'টাকার বিনিময়ে প্রশ্ন' কাণ্ডে ইতিমধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লোকসভা নির্বাচনের আগে এই তদন্ত নিয়েই এবার নির্বাচন কমিশনে চিঠি দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷

প্রসঙ্গত, শনিবার তৃণমূল প্রার্থীর কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুর-সহ চার আস্তানায় হানা দিয়েছিল সিবিআই। এবার তা নিয়ে মহুয়া মৈত্রের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, লোকসভা নির্বাচনের জন্য দেশে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে ৷ তারপরও তদন্তের নামে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে সিবিআই। এক্ষেত্রে কমিশনের কাছে মহুয়া মৈত্রের দাবি ভোট প্রচার চলাকালীন তদন্তের বিষয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিক নির্বাচন কমিশন। এদিন দেওয়া চিঠিতে মূলত সে কথাই জানিয়েছেন মহুয়া মৈত্র।

উল্লেখ্য, ভোটের আগেই মহুয়ার বিরুদ্ধে তৎপর হয়েছে সিবিআই। 'ঘুষের বিনিময়ে প্রশ্ন' কাণ্ডে লোকপালের নির্দেশের পরই শনিবার থেকে তাঁর সক্রিয় তারা। গতকাল তৃণমূল প্রার্থীর কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগর ও করিমপুরের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। মহুয়ার অভিযোগ, মাঝরাতে তল্লাশি সেরে খালি হাতেই ফেরেন সিবিআই আধিকারিকরা। এরপরই নিজের এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে পোস্ট করেন তিনি। লিখেছিলেন, "সিবিআই আমার বাড়ি ও নির্বাচনী দফতরে আসে। নম্রভাবেই তল্লাশি চালায় তারা। কিন্তু কিছুই পায়নি। ঠিক সেই সময় আমি আর সায়নী আমাদের বিরুদ্ধের বিজেপি প্রার্থীদের খুঁজছি।"

আর এই টুইটের পর এদের নতুন করে আরও একটি টুইট করেছেন মহুয়া। এখানেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গতকাল মহুয়া মৈত্রের চার ঠিকানায় সিবিআই তদন্ত নিয়ে বলতে গিয়ে তৃণমূল দাবি করেছিল প্রতিহিংসার রাজনীতির কথা‌। নির্বাচনে মহুয়া যাতে সময়ে দিতে না-পারে সেজন্য সিবিআইকে পাঠানো হয়েছে। এর পালটা বিজেপির তরফ থেকে বলা হয়েছিল এই সিবিআই তদন্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মহুয়া। কিন্তু রবিবার তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল মহুয়া মৈত্র নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন। এই অবস্থায় কমিশন মহুয়া নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. রাজ্যে তৃণমূল 30-35 আসন পাবে, বিজেপি'র দ্বিতীয় প্রার্থীতালিকার আগে ভবিষ্যদ্বাণী কুণালের
  2. বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া
Last Updated : Mar 24, 2024, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.