ETV Bharat / politics

স্মৃতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য নয়, আবেদন রাহুল গান্ধির - Rahul Gandhi

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 7:47 PM IST

Rahul Gandhi: উত্তর প্রদেশের আমেঠি লোকসভা আসনে এবার জিততে পারেননি বিজেপির স্মৃতি ইরানি ৷ তাই শুক্রবার তিনি নয়াদিল্লিতে তাঁর সরকারি বাসভবন ছেড়ে দেন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় অনেকেই তাঁকে কটাক্ষ করেন ৷ সেই বিষয়টি নজরে আসে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ৷ তিনি এই বিষয়ে কটাক্ষ করা থেকে বিরত থাকার জন্য সোশাল মিডিয়া মারফত আবেদন জানান সকলের কাছে ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি (এপি)

নয়াদিল্লি, 12 জুলাই: বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ স্মৃতি ইরানি বা অন্য কোনও নেতা-নেত্রী সম্বন্ধে অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে আবেদন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শুক্রবার দুপুরে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই আবেদন করেন ৷

সোশাল মিডিয়ায় রাহুল গান্ধি লিখেছেন, "জীবনে জয়-পরাজয় ঘটেই । আমি সকলকে এই বিষয়ে স্মৃতি ইরানি বা অন্য কোনও নেতা-নেত্রীর প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি । মানুষকে অপমান করা দুর্বলতার লক্ষণ, শক্তির নয় ।"

উল্লেখ্য, 2004 সালে প্রথমবার আমেঠির সাংসদ হন রাহুর গান্ধি ৷ 2009 ও 2014 সালে তিনিই ওই কেন্দ্র জেতেন ৷ তাঁর জয়ের হ্যাটট্রিকের বছরে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির স্মৃতি ইরানি ৷ স্মৃতি হেরে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পান ৷ পরে রাজ্যসভা থেকে জিতে আসেন ৷

2019 সালে ফের স্মৃতিকেই আমেঠির টিকিট দেয় বিজেপি ৷ এবার রাহুল গান্ধিকে হারিয়ে আমেঠির সাংসদ হন স্মৃতি ইরানি৷ ওই কেন্দ্র, যা গান্ধি পরিবারের গড় হিসেবে পরিচিত ছিল, সেখানে টানা চার জিততে পারেননি রাহুল ৷ ফলে এই নিয়ে বিজেপি গত পাঁচ বছরে বহুবার কটাক্ষ করেছে রাহুল গান্ধিকে ৷ আমেঠি থেকে না জিতলেও রাহুল কেরালার ওয়েনাড় থেকে জিতে আসেন ৷ ফলে লোকসভার অধিবেশনে তিনি উপস্থিত হলে আমেঠিতে হারের কটাক্ষ শুনতে হতো তাঁকে ৷

অন্যদিকে, প্রথমে কেন্দ্রীয় এবং পরে রাজ্যসভা ও লোকসভার সাংসদ হওয়ার সুবাদে নয়াদিল্লিতে সরকারি বাসভবন পেয়েছিলেন স্মৃতি ইরানি ৷ নয়াদিল্লিতে 28, তুঘলর ক্রিসেন্টে ছিল তাঁর সরকারি বাসভবন ৷ গত 10 বছর তিনি সেখানেই ছিলেন ৷ শুক্রবার সেই বাসভবন তিনি ছেড়ে দেন ৷ কারণ, এবার তিনি ভোটে জিততে পারেননি ৷

আমেঠিতে 2019 সালে রাহুল গান্ধিকে হারিয়ে ‘জায়েন্ট কিলার’ আখ্যা পেলেও এবার কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হেরে গিয়েছেন তিনি ৷ এই নিয়ে কংগ্রেসের অনেকেই আগে তাঁকে কটাক্ষ করেছিলেন ৷ শুক্রবার তাঁর বাসভবন ছাড়ার খবর আসতেই সোশাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করতে শুরু করেন ৷ সেই তালিকায় কংগ্রেসের অনেকেই ছিলেন ৷

কিন্তু তাঁর বিরুদ্ধে এই ধরনের কোনও কটাক্ষ না করার জন্য সকলকে অনুরোধ করেন রাহুল গান্ধি ৷ যদিও তার পরও অনেককেই তাঁকে কটাক্ষ করতে দেখা যায় ৷

নয়াদিল্লি, 12 জুলাই: বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ স্মৃতি ইরানি বা অন্য কোনও নেতা-নেত্রী সম্বন্ধে অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে আবেদন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শুক্রবার দুপুরে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই আবেদন করেন ৷

সোশাল মিডিয়ায় রাহুল গান্ধি লিখেছেন, "জীবনে জয়-পরাজয় ঘটেই । আমি সকলকে এই বিষয়ে স্মৃতি ইরানি বা অন্য কোনও নেতা-নেত্রীর প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি । মানুষকে অপমান করা দুর্বলতার লক্ষণ, শক্তির নয় ।"

উল্লেখ্য, 2004 সালে প্রথমবার আমেঠির সাংসদ হন রাহুর গান্ধি ৷ 2009 ও 2014 সালে তিনিই ওই কেন্দ্র জেতেন ৷ তাঁর জয়ের হ্যাটট্রিকের বছরে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির স্মৃতি ইরানি ৷ স্মৃতি হেরে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পান ৷ পরে রাজ্যসভা থেকে জিতে আসেন ৷

2019 সালে ফের স্মৃতিকেই আমেঠির টিকিট দেয় বিজেপি ৷ এবার রাহুল গান্ধিকে হারিয়ে আমেঠির সাংসদ হন স্মৃতি ইরানি৷ ওই কেন্দ্র, যা গান্ধি পরিবারের গড় হিসেবে পরিচিত ছিল, সেখানে টানা চার জিততে পারেননি রাহুল ৷ ফলে এই নিয়ে বিজেপি গত পাঁচ বছরে বহুবার কটাক্ষ করেছে রাহুল গান্ধিকে ৷ আমেঠি থেকে না জিতলেও রাহুল কেরালার ওয়েনাড় থেকে জিতে আসেন ৷ ফলে লোকসভার অধিবেশনে তিনি উপস্থিত হলে আমেঠিতে হারের কটাক্ষ শুনতে হতো তাঁকে ৷

অন্যদিকে, প্রথমে কেন্দ্রীয় এবং পরে রাজ্যসভা ও লোকসভার সাংসদ হওয়ার সুবাদে নয়াদিল্লিতে সরকারি বাসভবন পেয়েছিলেন স্মৃতি ইরানি ৷ নয়াদিল্লিতে 28, তুঘলর ক্রিসেন্টে ছিল তাঁর সরকারি বাসভবন ৷ গত 10 বছর তিনি সেখানেই ছিলেন ৷ শুক্রবার সেই বাসভবন তিনি ছেড়ে দেন ৷ কারণ, এবার তিনি ভোটে জিততে পারেননি ৷

আমেঠিতে 2019 সালে রাহুল গান্ধিকে হারিয়ে ‘জায়েন্ট কিলার’ আখ্যা পেলেও এবার কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হেরে গিয়েছেন তিনি ৷ এই নিয়ে কংগ্রেসের অনেকেই আগে তাঁকে কটাক্ষ করেছিলেন ৷ শুক্রবার তাঁর বাসভবন ছাড়ার খবর আসতেই সোশাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করতে শুরু করেন ৷ সেই তালিকায় কংগ্রেসের অনেকেই ছিলেন ৷

কিন্তু তাঁর বিরুদ্ধে এই ধরনের কোনও কটাক্ষ না করার জন্য সকলকে অনুরোধ করেন রাহুল গান্ধি ৷ যদিও তার পরও অনেককেই তাঁকে কটাক্ষ করতে দেখা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.