ETV Bharat / politics

নির্দল এজেন্টদের কিনে নিয়েছে বিজেপি, অভিযোগ শতাব্দীর; পালটা তোপ দেবতনুরও - Lok Sabha Election Results 2024

Lok Sabha Election Results 2024: মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগণনা ৷ একেবারে শুরুতেই বীরভূম লোকসভা আসনে দুই প্রার্থী, তৃণমূলের শতাব্দী রায় ও বিজেপির দেবতনু ভট্টাচার্য একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷

Lok Sabha Election Results 2024
শতাব্দী রায়-দেবতনু ভট্টাচার্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 9:57 AM IST

Updated : Jun 4, 2024, 10:18 AM IST

বীরভূম, 4 জুন: গণনা চলাকালীন দুই প্রার্থীর অভিযোগ, পালটা অভিযোগকে কেন্দ্র করে সরগরম বীরভূম লোকসভা কেন্দ্র ৷ ওই আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের অভিযোগ, নির্দল প্রার্থীদের কাউন্টিং এজেন্টরা বিজেপির হয়ে কাজ করছে ৷ অন্যদিকে পালটা বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য তোপ দেগেছেন শতাব্দী রায়ের বিরুদ্ধে ৷ তাঁর প্রশ্ন, গণনাকেন্দ্রে কিভাবে সশস্ত্র দেহরক্ষী নিয়ে প্রবেশ করলেন শতাব্দী ?

নির্দল এজেন্টদের কিনে নিয়েছে বিজেপি, অভিযোগ শতাব্দীর; পালটা তোপ দেবতনুরও (ইটিভি ভারত)

চতুর্থ দফায় গত 13 মে বীরভূম লোকসভা আসনে ভোটগ্রহণ হয় ৷ প্রায় 20 দিন পর আজ মঙ্গলবার (4 জুন) সকাল 8টা থেকে শুরু হয় ভোটগণনা ৷ গণনাকেন্দ্রের পরিস্থিতি ঘুরে দেখার পর ওই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় অভিযোগ করেন, ‘‘নির্দলের সব কাউন্টিং এজেন্টগুলিকে কিনে নিয়েছে ৷ হাতে হাতে ব্যান্ড পরে সব বসে আছে ৷ একটা সারিতে চার জন বসে আছেন, তার মধ্যে তিনজনের হাতে গেরুয়া ব্যান্ড ৷ এমনও এজেন্ট আছেন, তাঁরা প্রার্থীর নামই বলতে পারছেন না ৷’’

তবে এই নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন বলেই দাবি করেছেন শতাব্দী রায় ৷ বরং সকাল-সকাল তাঁর পূর্বাভাস, বীরভূমে ফের তিনিই জিততে চলেছেন ৷ জয়ের ব্যবধানও আগের তুলনায় বৃদ্ধি পাবে ৷

এদিকে এই নিয়ে বীরভূমের বিজেপি প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি পালটা শতাব্দী রায়ের বিরুদ্ধেই তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘শতাব্দী রায় সশস্ত্র ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে কিভাবে ভিতরে ঘুরছেন, তার জবাব আগে দিন ৷ তার পর বাকি অভিযোগের জবাব দেব ৷ এই নিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানাব ৷’’

তাঁর আরও দাবি, ‘‘ব্যান্ড পরা নিয়ে কোনও বিধিনিষেধ নেই নির্বাচন কমিশনের ৷ কারা কী পরেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার ৷’’

বীরভূম, 4 জুন: গণনা চলাকালীন দুই প্রার্থীর অভিযোগ, পালটা অভিযোগকে কেন্দ্র করে সরগরম বীরভূম লোকসভা কেন্দ্র ৷ ওই আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের অভিযোগ, নির্দল প্রার্থীদের কাউন্টিং এজেন্টরা বিজেপির হয়ে কাজ করছে ৷ অন্যদিকে পালটা বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য তোপ দেগেছেন শতাব্দী রায়ের বিরুদ্ধে ৷ তাঁর প্রশ্ন, গণনাকেন্দ্রে কিভাবে সশস্ত্র দেহরক্ষী নিয়ে প্রবেশ করলেন শতাব্দী ?

নির্দল এজেন্টদের কিনে নিয়েছে বিজেপি, অভিযোগ শতাব্দীর; পালটা তোপ দেবতনুরও (ইটিভি ভারত)

চতুর্থ দফায় গত 13 মে বীরভূম লোকসভা আসনে ভোটগ্রহণ হয় ৷ প্রায় 20 দিন পর আজ মঙ্গলবার (4 জুন) সকাল 8টা থেকে শুরু হয় ভোটগণনা ৷ গণনাকেন্দ্রের পরিস্থিতি ঘুরে দেখার পর ওই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় অভিযোগ করেন, ‘‘নির্দলের সব কাউন্টিং এজেন্টগুলিকে কিনে নিয়েছে ৷ হাতে হাতে ব্যান্ড পরে সব বসে আছে ৷ একটা সারিতে চার জন বসে আছেন, তার মধ্যে তিনজনের হাতে গেরুয়া ব্যান্ড ৷ এমনও এজেন্ট আছেন, তাঁরা প্রার্থীর নামই বলতে পারছেন না ৷’’

তবে এই নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন বলেই দাবি করেছেন শতাব্দী রায় ৷ বরং সকাল-সকাল তাঁর পূর্বাভাস, বীরভূমে ফের তিনিই জিততে চলেছেন ৷ জয়ের ব্যবধানও আগের তুলনায় বৃদ্ধি পাবে ৷

এদিকে এই নিয়ে বীরভূমের বিজেপি প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি পালটা শতাব্দী রায়ের বিরুদ্ধেই তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘শতাব্দী রায় সশস্ত্র ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে কিভাবে ভিতরে ঘুরছেন, তার জবাব আগে দিন ৷ তার পর বাকি অভিযোগের জবাব দেব ৷ এই নিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানাব ৷’’

তাঁর আরও দাবি, ‘‘ব্যান্ড পরা নিয়ে কোনও বিধিনিষেধ নেই নির্বাচন কমিশনের ৷ কারা কী পরেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার ৷’’

Last Updated : Jun 4, 2024, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.