ETV Bharat / politics

‘বিজেপির লোক’ অধীরের ঔদ্ধত্য মেনে নেয়নি বহরমপুর, কটাক্ষ মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে বিজেপির লোক বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অধীর বহরমপুরে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরেছেন ৷ সেই নিয়ে মমতার কটাক্ষ, ঔদ্ধত্য সব সময় মানুষ মেনে নেন না ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায়-অধীররঞ্জন চৌধুরী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 7:48 PM IST

কলকাতা, 4 জুন: বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীর সিকি শতকের বিজয়রথ থামিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ৷ এই নিয়ে বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া, ‘‘বহরমপুরে হারের কারণ, ঔদ্ধত্য সব সময় মেনে নেওয়া হয় না ৷’’

তবে অধীরের নাম তিনি মুখে আনেননি ৷ নাম না হলেও অধীরকে আক্রমণে তিনি বিরত হননি ৷ বরং মমতা বলেছেন, ‘‘তিনি কংগ্রেসের (অধীর) লোক ছিলেন না ৷ তিনি বিজেপির লোক ছিলেন ৷’’ এমনকী, কংগ্রেস ও সিপিএমের জন্য বাংলায় তৃণমূলকে চার-পাঁচটা আসনে হারতে হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এর জন্য তিনি জাতীয়স্তরের কংগ্রেস নেতাদের কোনোভাবেই দোষারোপ করতে চান না ৷

উল্লেখ্য, 1999 সালে প্রথমবার বহরমপুর লোকসভা আসনে জেতেন কংগ্রেসের অধীর চৌধুরী ৷ 2019 সাল পর্যন্ত তিনিই ওই আসনে জিতেছেন ৷ সব মিলিয়ে পাঁচবার জিতেছেন তিনি ৷ 1999 থেকে 2024 সাল পর্যন্ত টানা 25 বছর তিনি ওই আসনের সাংসদ ছিলেন ৷ গত পাঁচ বছর লোকসভায় কংগ্রেসের দলনেতাও ছিলেন তিনি ৷

কিন্তু এবার আর জিততে পারলেন না ৷ বহরমপুরে জয়ের ছক্কা হাঁকালেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ৷ প্রাক্তন এই ক্রিকেটার রাজনীতিতে নবাগত ৷ রাজনীতির ময়দানে ‘অভিষেক ম্যাচেই’ তিনি নিজেকে জায়েন্ট কিলার হিসেবে প্রতিষ্ঠিত করলেন ৷ প্রায় 85 হাজার ভোটে জিতেছেন তিনি ৷ জয়ের পর ইউসুফ পাঠান বলেন, "বহরমপুরের মানুষকে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷ বহরমপুরের তরুণ প্রজন্মের জন্য ভালো স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করব ৷ সেই সঙ্গে শিল্প নিয়ে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷"

কলকাতা, 4 জুন: বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীর সিকি শতকের বিজয়রথ থামিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ৷ এই নিয়ে বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া, ‘‘বহরমপুরে হারের কারণ, ঔদ্ধত্য সব সময় মেনে নেওয়া হয় না ৷’’

তবে অধীরের নাম তিনি মুখে আনেননি ৷ নাম না হলেও অধীরকে আক্রমণে তিনি বিরত হননি ৷ বরং মমতা বলেছেন, ‘‘তিনি কংগ্রেসের (অধীর) লোক ছিলেন না ৷ তিনি বিজেপির লোক ছিলেন ৷’’ এমনকী, কংগ্রেস ও সিপিএমের জন্য বাংলায় তৃণমূলকে চার-পাঁচটা আসনে হারতে হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এর জন্য তিনি জাতীয়স্তরের কংগ্রেস নেতাদের কোনোভাবেই দোষারোপ করতে চান না ৷

উল্লেখ্য, 1999 সালে প্রথমবার বহরমপুর লোকসভা আসনে জেতেন কংগ্রেসের অধীর চৌধুরী ৷ 2019 সাল পর্যন্ত তিনিই ওই আসনে জিতেছেন ৷ সব মিলিয়ে পাঁচবার জিতেছেন তিনি ৷ 1999 থেকে 2024 সাল পর্যন্ত টানা 25 বছর তিনি ওই আসনের সাংসদ ছিলেন ৷ গত পাঁচ বছর লোকসভায় কংগ্রেসের দলনেতাও ছিলেন তিনি ৷

কিন্তু এবার আর জিততে পারলেন না ৷ বহরমপুরে জয়ের ছক্কা হাঁকালেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ৷ প্রাক্তন এই ক্রিকেটার রাজনীতিতে নবাগত ৷ রাজনীতির ময়দানে ‘অভিষেক ম্যাচেই’ তিনি নিজেকে জায়েন্ট কিলার হিসেবে প্রতিষ্ঠিত করলেন ৷ প্রায় 85 হাজার ভোটে জিতেছেন তিনি ৷ জয়ের পর ইউসুফ পাঠান বলেন, "বহরমপুরের মানুষকে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷ বহরমপুরের তরুণ প্রজন্মের জন্য ভালো স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করব ৷ সেই সঙ্গে শিল্প নিয়ে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.