ETV Bharat / politics

পাগলের প্রলাপ বকছেন মোদি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়ার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে বুথ পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের ৷ নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন বলে কটাক্ষ করলেন তিনি ৷

ETV BHARAT
কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে বুথ পরিদর্শনে মহুয়া মৈত্র ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 12:36 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের (ইটিভি ভারত)

কৃষ্ণনগর, 13 মে: শান্তিপূর্ণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন ৷ বুথ-বুথে পরিদর্শনে বেরিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ তবে, কৃষ্ণনগরের ঘাসফুল শিবিরের প্রার্থীর মুখে ফের একবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষের সুর ৷ তাঁর মতে, রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন ৷ পাশাপাশি মোদির বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজ্যে প্রচারে এসে ধর্মীয় বিভাজনমূলক ভাষণের অভিযোগও করেছেন তিনি ৷ যা নিয়ে মহুয়া নির্বাচন কমিশনকেও একহাত নেন ৷

চতুর্থ দফার নির্বাচনের প্রায় 6 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ রাজ্যে আট কেন্দ্রের নির্বাচনে এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ কৃষ্ণনগর লোকসভা ৷ তবে, বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যা পত্রপাঠ খারিজ করলেন মহুয়া ৷ তাঁর পালটা দাবি, যে সব জায়গায় বিজেপি অভিযোগ করেছে সেখানে গিয়ে সংবাদ মাধ্যম খোঁজ করে আসুক ৷

এদিন বিভিন্ন বুথে পরিদর্শনের সময় তৃণমূলের জয়ের সম্ভাবনা নিয়ে জবাব দিতে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মহুয়া ৷ কটাক্ষের সুরে তৃণমূল প্রার্থী বলেন, "নরেন্দ্র মোদি পাগলের প্রলাপ বকছেন ৷ উনি এক এক সময় যা বক্তব্য রাখছেন ৷ তা রাজ্য বিজেপির নেতৃত্বের দিনভর সামাল দিতে দিতে কেটে যাচ্ছে ৷ উনি এ রাজ্যে প্রচারে এসে আমাদের সুবিধা করে দিচ্ছেন ৷ আমাদের আর আলাদা করে প্রচারের প্রয়োজন হচ্ছে না ৷"

তবে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহ নির্বাচনী প্রচারে এসে বিভিন্ন সময়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন মহুয়া ৷ তাঁর অভিযোগ এনিয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এমনকি প্রথম দু’দফা নির্বাচনে মোদি একাধিকবার ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করা সত্ত্বেও কমিশন চুপ থেকে বলে অভিযোগ করলেন কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী ৷

আরও পড়ুন:

  1. রণভূমিতে হেভিওয়েটরা, চতুর্থ দফায় বঙ্গে সেয়ানে সেয়ানে 'কোলাকুলি'
  2. ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে
  3. ইভিএম খারাপ, চারবার মেশিন বদলেও বগটুইয়ে শুরু হয়নি ভোট; ক্ষুব্ধ ভোটাররা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের (ইটিভি ভারত)

কৃষ্ণনগর, 13 মে: শান্তিপূর্ণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন ৷ বুথ-বুথে পরিদর্শনে বেরিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ তবে, কৃষ্ণনগরের ঘাসফুল শিবিরের প্রার্থীর মুখে ফের একবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষের সুর ৷ তাঁর মতে, রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন ৷ পাশাপাশি মোদির বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজ্যে প্রচারে এসে ধর্মীয় বিভাজনমূলক ভাষণের অভিযোগও করেছেন তিনি ৷ যা নিয়ে মহুয়া নির্বাচন কমিশনকেও একহাত নেন ৷

চতুর্থ দফার নির্বাচনের প্রায় 6 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ রাজ্যে আট কেন্দ্রের নির্বাচনে এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ কৃষ্ণনগর লোকসভা ৷ তবে, বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যা পত্রপাঠ খারিজ করলেন মহুয়া ৷ তাঁর পালটা দাবি, যে সব জায়গায় বিজেপি অভিযোগ করেছে সেখানে গিয়ে সংবাদ মাধ্যম খোঁজ করে আসুক ৷

এদিন বিভিন্ন বুথে পরিদর্শনের সময় তৃণমূলের জয়ের সম্ভাবনা নিয়ে জবাব দিতে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মহুয়া ৷ কটাক্ষের সুরে তৃণমূল প্রার্থী বলেন, "নরেন্দ্র মোদি পাগলের প্রলাপ বকছেন ৷ উনি এক এক সময় যা বক্তব্য রাখছেন ৷ তা রাজ্য বিজেপির নেতৃত্বের দিনভর সামাল দিতে দিতে কেটে যাচ্ছে ৷ উনি এ রাজ্যে প্রচারে এসে আমাদের সুবিধা করে দিচ্ছেন ৷ আমাদের আর আলাদা করে প্রচারের প্রয়োজন হচ্ছে না ৷"

তবে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহ নির্বাচনী প্রচারে এসে বিভিন্ন সময়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন মহুয়া ৷ তাঁর অভিযোগ এনিয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এমনকি প্রথম দু’দফা নির্বাচনে মোদি একাধিকবার ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করা সত্ত্বেও কমিশন চুপ থেকে বলে অভিযোগ করলেন কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী ৷

আরও পড়ুন:

  1. রণভূমিতে হেভিওয়েটরা, চতুর্থ দফায় বঙ্গে সেয়ানে সেয়ানে 'কোলাকুলি'
  2. ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে
  3. ইভিএম খারাপ, চারবার মেশিন বদলেও বগটুইয়ে শুরু হয়নি ভোট; ক্ষুব্ধ ভোটাররা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.