ETV Bharat / politics

সুরাত লোকসভায় ফুটল পদ্ম, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির মুকেশ দালাল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে 4 জুন ৷ কিন্তু, তার আগেই একগোল দিয়ে দিল মোদির বিজেপি ৷ সুরাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ৷

Image Courtesy:  MUKESH DALAL
সুরাত লোকসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির মুকেশ দালাল
author img

By PTI

Published : Apr 22, 2024, 8:02 PM IST

সুরাত, 22 এপ্রিল: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংসদ-পদে নির্বাচিত হয়ে গেলেন সুরাতের বিজেপি প্রার্থী মুকেশ দালাল ৷ আজই তাঁর হাতে জয়ীর শংসাপত্র তুলে দিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সৌরভ পারধি ৷ আর এটি এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রথম জয় ৷ নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছে, সুরাত লোকসভায় বিরোধী শিবিরের সব প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ৷ নির্বাচন প্রত্যাহারের শেষদিন ছিল আজ ৷ তারপরেই বিজেপির মুকেশ কুমার চন্দ্রকান্ত দালালকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে ৷

জেলা নির্বাচন আধিকারিক সৌরভ পারধি বলেন, "আমি ঘোষণা করছি যে মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল, বিজেপির পৃষ্ঠপোষকতায়, সুরাত সংসদীয় আসন থেকে সংসদের আসন পূরণের জন্য যথাযথভাবে নির্বাচিত হয়েছেন ৷" এরপর তিনি মুকেশ দালালের হাতে জয়ীর শংসাপত্র তুলে দেন ৷ আগামী 7 মে তৃতীয় দফায় গুজরাতের 26টি লোকসভা আসনে নির্বাচন হবে ৷ তবে, সুরাত লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হওয়ায়, সে রাজ্যে 25টি কেন্দ্রে নির্বাচন হবে ৷

মনোয়ন প্রত্যাহারের শেষদিন ছিল আজ ৷ আর শেষদিনে মুকেশ দালাল বাদে বাকি 8 জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ 4 জন নির্দল প্রার্থী, 3 জন ছোট রাজনৈতিক দল এবং বিএসপি-র পেয়ারেলাল ভারতী মনোনয়ন প্রত্যাহার করেছেন আজ ৷ তবে, সুরাত লোকসভার আপ সমর্থিত কংগ্রেসের জোটপ্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন রবিবার খারিজ হয়েছে ৷ কারণ হিসেবে জানা গিয়েছে, জেলা রিটার্নিং অফিসার প্রাথমিক স্ক্রুটিনির সময় প্রার্থীর প্রস্তাবকারীদের স্বাক্ষরে অসঙ্গতি খুঁজে পান ৷ এরপর কংগ্রেসের বিকল্প প্রার্থী সুরেশ পদসালার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে ৷

কংগ্রেসের তরফে রবিবার অভিযোগ করা হয়েছে, "বিজেপির নির্দেশেই কুম্ভনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ৷" তারা হাইকোর্টে এই মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করবে ৷ অন্যদিকে, মুকেশ দালাল জয়ী ঘোষণা হতেই গুজরাত বিজেপির সভাপতি সিআর পাতিল তাঁকে অভিনন্দন জানান সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুরাত প্রথম পদ্ম উপহার দিয়েছে ৷ আমি আমাদের সুরাত লোকসভার প্রার্থী মুকেশ দালালকে অভিনন্দন জানাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের জন্য ৷"

আরও পড়ুন:

  1. দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন মোদি, অভিযোগ রাহুল গান্ধির
  2. বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ

সুরাত, 22 এপ্রিল: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংসদ-পদে নির্বাচিত হয়ে গেলেন সুরাতের বিজেপি প্রার্থী মুকেশ দালাল ৷ আজই তাঁর হাতে জয়ীর শংসাপত্র তুলে দিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সৌরভ পারধি ৷ আর এটি এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রথম জয় ৷ নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছে, সুরাত লোকসভায় বিরোধী শিবিরের সব প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ৷ নির্বাচন প্রত্যাহারের শেষদিন ছিল আজ ৷ তারপরেই বিজেপির মুকেশ কুমার চন্দ্রকান্ত দালালকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে ৷

জেলা নির্বাচন আধিকারিক সৌরভ পারধি বলেন, "আমি ঘোষণা করছি যে মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল, বিজেপির পৃষ্ঠপোষকতায়, সুরাত সংসদীয় আসন থেকে সংসদের আসন পূরণের জন্য যথাযথভাবে নির্বাচিত হয়েছেন ৷" এরপর তিনি মুকেশ দালালের হাতে জয়ীর শংসাপত্র তুলে দেন ৷ আগামী 7 মে তৃতীয় দফায় গুজরাতের 26টি লোকসভা আসনে নির্বাচন হবে ৷ তবে, সুরাত লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হওয়ায়, সে রাজ্যে 25টি কেন্দ্রে নির্বাচন হবে ৷

মনোয়ন প্রত্যাহারের শেষদিন ছিল আজ ৷ আর শেষদিনে মুকেশ দালাল বাদে বাকি 8 জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ 4 জন নির্দল প্রার্থী, 3 জন ছোট রাজনৈতিক দল এবং বিএসপি-র পেয়ারেলাল ভারতী মনোনয়ন প্রত্যাহার করেছেন আজ ৷ তবে, সুরাত লোকসভার আপ সমর্থিত কংগ্রেসের জোটপ্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন রবিবার খারিজ হয়েছে ৷ কারণ হিসেবে জানা গিয়েছে, জেলা রিটার্নিং অফিসার প্রাথমিক স্ক্রুটিনির সময় প্রার্থীর প্রস্তাবকারীদের স্বাক্ষরে অসঙ্গতি খুঁজে পান ৷ এরপর কংগ্রেসের বিকল্প প্রার্থী সুরেশ পদসালার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে ৷

কংগ্রেসের তরফে রবিবার অভিযোগ করা হয়েছে, "বিজেপির নির্দেশেই কুম্ভনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ৷" তারা হাইকোর্টে এই মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করবে ৷ অন্যদিকে, মুকেশ দালাল জয়ী ঘোষণা হতেই গুজরাত বিজেপির সভাপতি সিআর পাতিল তাঁকে অভিনন্দন জানান সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুরাত প্রথম পদ্ম উপহার দিয়েছে ৷ আমি আমাদের সুরাত লোকসভার প্রার্থী মুকেশ দালালকে অভিনন্দন জানাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের জন্য ৷"

আরও পড়ুন:

  1. দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন মোদি, অভিযোগ রাহুল গান্ধির
  2. বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.