ETV Bharat / politics

প্রচারের শেষলগ্নে রানাঘাটে বিজেপির বড় চমক, গেরুয়া শিবিরে যোগ তৃণমূল প্রার্থী স্ত্রীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: আগামী সোমবার ভোট রানাঘাট লোকসভা আসনে ৷ শনিবার প্রচারের শেষদিন ছিল ৷ প্রচার শেষ হওয়ার মুহূর্তে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী ৷ তাহেরপুরের সভায় মিঠুন চক্রবর্তীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন ৷

Lok Sabha Election 2024
মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্বস্তিকা ভুবনেশ্বরী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 8:15 PM IST

Updated : May 11, 2024, 10:26 PM IST

বিজেপিতে যোগ দিলেন মুকুটমণি অধিকারীর আইনত স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী (ইটিভি ভারত)

তাহেরপুর, 11 মে: রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারের একেবারে শেষলগ্নে বড় চমক দিল বিজেপি ৷ শনিবার প্রচার শেষের মুখে বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা ভুবনেশ্বরী ৷ বিজেপির দাবি, স্বস্তিকা এখনও রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর আইনত স্ত্রী ৷ এ দিন মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে স্বস্তিকে গেরুয়া পরিবারে সামিল হন ৷ তার পর দাবি করেন, তাঁকে ঠকিয়েছেন মুকুটমণি ৷ তাই মুকুটমণিকে ভোট দিলে ঠকতে হবে রানাঘাটের মানুষকেও ৷ তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

2021 সালের বিধানসভা নির্বাচনের মুখে আচমকাই বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ তিনিও সৌমিত্রর বিরুদ্ধের ঠকানোর অভিযোগ তুলেছিলেন ৷ চলতি লোকসভা নির্বাচনে তিনি সৌমিত্রর বিরুদ্ধেই প্রার্থী হয়েছেন বিষ্ণুপুরে ৷ যদিও মাঝের তিন বছরে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ হয়েছে ৷

শনিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরের নেতাজি মাঠে বিজেপির নির্বাচনী সভামঞ্চে অনেকটা সৌমিত্র-সুজতার ঘটনার উলটপুরাণ হল ৷ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী মঞ্চে দাঁড়িয়ে দাবি করলেন যে মুকুটমণি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন ৷

এ দিন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভার মূল আকর্ষণ ছিলেন মিঠুন চক্রবর্তী ৷ কিন্তু তাঁর ভাষণের আগেই চমক দেয় বিজেপি ৷ স্বয়ং মিঠুন মঞ্চে ডেকে নেন স্বস্তিকাকে ৷ পরিচয় করিয়েদেন সকলের সঙ্গে ৷ স্বস্তিকা যে মুকুটমণির ‘আইনত’ স্ত্রী, সেটাও বারবার বলতে শোনা যায় মিঠুনকে ৷ পরে স্বস্তিকা জানান, তাঁকে বিয়ে করার জন্য মুকুটমণিই জোর করেছিলেন ৷ গত বছর রেজিস্ট্রি ম্যারেজ হয় ৷ তার পর থেকেই তাঁর সঙ্গে প্রতারণা করছেন মুকুট ৷ তাঁকে ঠকিয়েছেন ৷ তাই রানাঘাটের ভোটারদের প্রতি তাঁর সতর্কবার্তা, মুকুটমণিকে জেতালে সাধারণ মানুষকেও ঠকতে হবে ৷

আগামী সোমবার রানাঘাট লোকসভা আসনে ভোট নেওয়া হবে ৷ শনিবার ছিল প্রচারের শেষদিন ৷ সেই প্রচার শেষ হওয়ার কিছুক্ষণ আগেই এই চমক দেয় বিজেপি ৷ ফলে এই নিয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ মুকুটমণি অধিকারীও কিছু বলেননি ৷ তবে রাজনৈতিক মহলের মতে, এই চমক বড় প্রভাব ফেলতে পারে রানাঘাটের ভোটে ৷

উল্লেখ্য, মুকুটমণি অধিকারী কয়েকমাস আগেও বিজেপিতেই ছিলেন ৷ তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে পদ্ম-প্রতীকে জিতে বিধায়ক হন তিনি ৷ সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন ৷ তার পর তাঁর নাম রানাঘাটের প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. বিবাহবিচ্ছেদের জন্য চাপ ও অত্যাচার ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের স্ত্রীর
  2. চাকরির নামে প্রতারণা ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ 'ভুক্তভোগী'র
  3. ফের ফুলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুটমণি; সঙ্গী শুভেন্দুর 'নির্যাতন তির'

বিজেপিতে যোগ দিলেন মুকুটমণি অধিকারীর আইনত স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী (ইটিভি ভারত)

তাহেরপুর, 11 মে: রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারের একেবারে শেষলগ্নে বড় চমক দিল বিজেপি ৷ শনিবার প্রচার শেষের মুখে বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা ভুবনেশ্বরী ৷ বিজেপির দাবি, স্বস্তিকা এখনও রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর আইনত স্ত্রী ৷ এ দিন মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে স্বস্তিকে গেরুয়া পরিবারে সামিল হন ৷ তার পর দাবি করেন, তাঁকে ঠকিয়েছেন মুকুটমণি ৷ তাই মুকুটমণিকে ভোট দিলে ঠকতে হবে রানাঘাটের মানুষকেও ৷ তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

2021 সালের বিধানসভা নির্বাচনের মুখে আচমকাই বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ তিনিও সৌমিত্রর বিরুদ্ধের ঠকানোর অভিযোগ তুলেছিলেন ৷ চলতি লোকসভা নির্বাচনে তিনি সৌমিত্রর বিরুদ্ধেই প্রার্থী হয়েছেন বিষ্ণুপুরে ৷ যদিও মাঝের তিন বছরে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ হয়েছে ৷

শনিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরের নেতাজি মাঠে বিজেপির নির্বাচনী সভামঞ্চে অনেকটা সৌমিত্র-সুজতার ঘটনার উলটপুরাণ হল ৷ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী মঞ্চে দাঁড়িয়ে দাবি করলেন যে মুকুটমণি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন ৷

এ দিন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভার মূল আকর্ষণ ছিলেন মিঠুন চক্রবর্তী ৷ কিন্তু তাঁর ভাষণের আগেই চমক দেয় বিজেপি ৷ স্বয়ং মিঠুন মঞ্চে ডেকে নেন স্বস্তিকাকে ৷ পরিচয় করিয়েদেন সকলের সঙ্গে ৷ স্বস্তিকা যে মুকুটমণির ‘আইনত’ স্ত্রী, সেটাও বারবার বলতে শোনা যায় মিঠুনকে ৷ পরে স্বস্তিকা জানান, তাঁকে বিয়ে করার জন্য মুকুটমণিই জোর করেছিলেন ৷ গত বছর রেজিস্ট্রি ম্যারেজ হয় ৷ তার পর থেকেই তাঁর সঙ্গে প্রতারণা করছেন মুকুট ৷ তাঁকে ঠকিয়েছেন ৷ তাই রানাঘাটের ভোটারদের প্রতি তাঁর সতর্কবার্তা, মুকুটমণিকে জেতালে সাধারণ মানুষকেও ঠকতে হবে ৷

আগামী সোমবার রানাঘাট লোকসভা আসনে ভোট নেওয়া হবে ৷ শনিবার ছিল প্রচারের শেষদিন ৷ সেই প্রচার শেষ হওয়ার কিছুক্ষণ আগেই এই চমক দেয় বিজেপি ৷ ফলে এই নিয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ মুকুটমণি অধিকারীও কিছু বলেননি ৷ তবে রাজনৈতিক মহলের মতে, এই চমক বড় প্রভাব ফেলতে পারে রানাঘাটের ভোটে ৷

উল্লেখ্য, মুকুটমণি অধিকারী কয়েকমাস আগেও বিজেপিতেই ছিলেন ৷ তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে পদ্ম-প্রতীকে জিতে বিধায়ক হন তিনি ৷ সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন ৷ তার পর তাঁর নাম রানাঘাটের প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. বিবাহবিচ্ছেদের জন্য চাপ ও অত্যাচার ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের স্ত্রীর
  2. চাকরির নামে প্রতারণা ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ 'ভুক্তভোগী'র
  3. ফের ফুলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুটমণি; সঙ্গী শুভেন্দুর 'নির্যাতন তির'
Last Updated : May 11, 2024, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.