কলকাতা, 14 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য বাংলার 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট ৷ 16 জনের মধ্যে 14 জনই নতুন প্রার্থী বলে বৃহস্পতিবার জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷
এ দিন সিপিএমের রাজ্য দফতর মুজ্জফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানে রাজ্যের 42 আসনের মধ্যে 16টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন বিমান বসু ৷ তিনি যে তালিকা প্রকাশ করেছেন, তার মধ্যে উত্তরবঙ্গের মাত্র তিনটি আসন রয়েছে ৷ বাকি 13টি দক্ষিণবঙ্গের ৷ তিনটি আসন শরিকদের হাতে ছেড়ে সিপিএম 13টি আসনে প্রার্থী দিচ্ছে ৷ ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই, একটি করে আসন পেয়েছে ৷
একনজরে দেখে নেওয়া যাক কোন আসনে কে প্রার্থী হচ্ছেন -
- কোচবিহার: নীতীশচন্দ্র রায়, ফরওয়ার্ড ব্লক
- জলপাইগুড়ি: দেবরাজ বর্মন, সিপিএম
- বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত, আরএসপি
- কৃষ্ণনগর: এসএম সাদি, সিপিএম
- দমদম: সুজন চক্রবর্তী, সিপিএম
- যাদবপুর: সৃজন ভট্টাচার্য, সিপিএম
- কলকাতা দক্ষিণ: সায়রা শাহ হালিম, সিপিএম
- হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্য়ায়, সিপিএম
- শ্রীরামপুর: দীপ্সিতা ধর, সিপিএম
- হুগলি: মনোদীপ ঘোষ, সিপিএম
- তমলুক: সায়ন বন্দ্যোপাধ্য়ায়, সিপিএম
- মেদিনীপুর: বিপ্লব ভট্ট, সিপিআই
- বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত, সিপিএম
- বিষ্ণুপুর: শীতল কৈর্বত্য, সিপিএম
- বর্ধমান পূর্ব: নীরব খান, সিপিএম
- আসানসোল: জাহানারা খান, সিপিএম
এই তালিকায় যে প্রার্থীদের নাম রয়েছে, তাঁদের মধ্য়ে সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট আগে ভোটে লড়েছেন ৷ সুজন চক্রবর্তী তো সাংসদ হয়েছিলেন ৷ বাকিরা সকলেই নতুন ৷
2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফে-র সঙ্গে জোট গড়ে লড়াই করেছিল বামফ্রন্ট ৷ দিনকয়েক আগে লোকসভা ভোটেও জোট নিয়ে সিপিএম ও আইএসএফের মধ্যে আলোচনা হয় ৷ যদিও এ দিন বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই আইএসএফ জানিয়ে আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে ৷ ফলে এটা স্পষ্ট যে আইএসএফের সঙ্গে বামেদের আসন সমঝোতার আলোচনা ফলপ্রসূ হয়নি ৷
কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে কি ? সেই রাস্তা এখনও খোলা রয়েছে বলেই জানিয়েছেন বিমান বসু ৷ ফলে বাকি 26টি আসনের মধ্যে কংগ্রেসের জন্য বামেরা ক’টি আসন ছাড়ে কিংবা আদৌ এই আসন সমঝোতা হয় কি না, সেটাই এখন দেখার !
আরও পড়ুন: