মালদা, 29 মার্চ: ভোটে জিততে মহিলা মন পাওয়া যে বড্ড জরুরি, তা আগেভাগেই বুঝেছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ লোকসভা ভোটের মুখেই তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছেন ৷ এবার তাঁর সেই কৌশল হাইজ্যাক করার চেষ্টায় গেরুয়া শিবির ৷ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ ভোটের প্রচারেও যা ফলাও করে প্রচার করছে বিজেপি ৷ এই প্রচারের সমর্থনে দেওয়াল লিখন হয়েছে গোটা উত্তর মালদাজুড়ে ৷ আর তাতেই তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা জমজমাট ৷
এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গোটা পৃথিবীতে প্রশংসিত ৷ প্রায় 2 কোটি 14 লাখ মহিলা এই প্রকল্পের উপভোক্তা ৷ বাজেটটা একবার ভাবুন ৷ আর মোদি সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মোট বাজেট মাত্র 100 কোটি টাকা ৷ তাহলে একেকটি রাজ্যের ভাগে কত পড়বে ? একজন মানুষও বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুবিধে পাননি ৷ এরা মানুষকে কখনওই কোনও সুবিধে দেবে না ৷ আগেও এরা মিথ্যে কথা বলে ভোটে উতরেছে ৷ এবারও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে ৷ মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, কেউ ভাবতেও পারবে না ৷ বিজেপির উদ্দেশ্য হল মানুষকে বিভ্রান্ত করে ভোট বৈতরণী পার করা ৷"
এদিকে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তের বক্তব্য, "বিজেপি যা বলে, সেটাই করে ৷ যারা বলছে বিজেপি কথা দিয়ে কথা রাখে না, তাদের মনে করিয়ে দিই, মধ্যপ্রদেশের পড়ুয়াদের কিন্তু সাইকেল দেওয়া হয় না ৷ সেখানে স্কুটি দেওয়া হয় ৷ বিজেপি যখন ঘোষণা করেছে, রাজ্যের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিন হাজার করা হবে, তখন অবশ্যই তা করা হবে ৷ এনিয়ে কোনও দ্বিমত নেই ৷"
আরও পড়ুন :