ETV Bharat / politics

সুদীপকে আবারও আক্রমণ করে কলকাতা উত্তরে শশীকে প্রার্থী দেখতে চান কুণাল - TMC

Kunal Ghosh slams Sudip: কুণালের এই গুরুতর অভিযোগ নিয়ে হইচই পরে যায়। আর দুপুরেই 10 মার্চের তৃণমূল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল করলেন। রাজাবাজার থেকে মিছিল শুরু হয়, শেষ হয় শ্রদ্ধানন্দ পার্কের কাছে। শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কুণাল। দলীয় দুটি পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 4:35 PM IST

Updated : Mar 2, 2024, 4:52 PM IST

কলকাতা, 2 মার্চ: এখনও নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ। উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শুক্রবারের পর শনিবারও আক্রমণ করলেন কুণাল। এদিন সকালেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে টুইট করেন। আর দুপুরে 10 মার্চের ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল করলেন কুণাল। পরে সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানান, উত্তর কলকাতা লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে প্রার্থী করা হোক।

এর আগে শনিবার সকালেই দলের সাংসদ তথা লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন কুণাল। অভিযোগ করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ভুবনেশ্বর এইমসে ভর্তি ছিলেন, সেই সময় চিকিৎসার বিল কে মিটিয়েছিল, তা নিয়েও ৷ একই সঙ্গে, কয়লা দুর্নীতির টাকায় সুদীপের হাসপাতালে বিল মেটানো হয়েছে কি না, তার তদন্ত হোক বলেও দাবি করেন কুণাল ৷ পরে সাংবাদিক বৈঠক থেকে উত্তর কলকাতা কেন্দ্রের মহিলা সাংসদ প্রসঙ্গে তিনি বলেন, "শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী এবং সুচিকিৎসক ৷ তাঁর মতো যদি কাউকে সাংসদ করা হয় তাহলে আমি একজন কর্মী হিসেবে খুশি হব।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "নয়না বন্দ্যোপাধ্যায় যদি বিউটি পার্লার সামলে সময় দিতে পারেন তাহলে তাঁকে নিয়ে আমার কোনও অসুবিধা নেই।"

সুদীপকে নিয়ে কুণালের এই গুরুতর অভিযোগ নিয়ে হইচই পরে যায়। আর দুপুরেই 10 মার্চের তৃণমূল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল করলেন। রাজাবাজার থেকে মিছিল শুরু হয়। শেষ হয় শ্রদ্ধানন্দ পার্কের কাছে। শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কুণাল। দলীয় দুটি পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। শনিবার কিন্তু এই বিষয় নিয়ে সরাসরি তিনি কিছু বলেননি সাংবাদিকদের কাছে। তাঁর বিস্ফোরক অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, "তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর পরিবার। এই বৃহত্তর পরিবারের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ থাকতেই পারে।আমাদের লক্ষ্য দশই মার্চ দিঐতিহাসিক ব্রিগেডে ঐতিহাসিক সভা করা।"

আরও পড়ুন:

  1. 'ইডি-সিবিআই তদন্ত করুক', সুদীপকে গ্রেফতারির দাবি জানিয়ে ফের বিস্ফোরক কুণাল
  2. কাজ চালানো সম্ভব নয়, পদ ছাড়লেন তৃণমূলে 'মিসফিট' কুণাল; সুদীপকে তুলনা শাহজাহানের সঙ্গে

কলকাতা, 2 মার্চ: এখনও নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ। উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শুক্রবারের পর শনিবারও আক্রমণ করলেন কুণাল। এদিন সকালেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে টুইট করেন। আর দুপুরে 10 মার্চের ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল করলেন কুণাল। পরে সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানান, উত্তর কলকাতা লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে প্রার্থী করা হোক।

এর আগে শনিবার সকালেই দলের সাংসদ তথা লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন কুণাল। অভিযোগ করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ভুবনেশ্বর এইমসে ভর্তি ছিলেন, সেই সময় চিকিৎসার বিল কে মিটিয়েছিল, তা নিয়েও ৷ একই সঙ্গে, কয়লা দুর্নীতির টাকায় সুদীপের হাসপাতালে বিল মেটানো হয়েছে কি না, তার তদন্ত হোক বলেও দাবি করেন কুণাল ৷ পরে সাংবাদিক বৈঠক থেকে উত্তর কলকাতা কেন্দ্রের মহিলা সাংসদ প্রসঙ্গে তিনি বলেন, "শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী এবং সুচিকিৎসক ৷ তাঁর মতো যদি কাউকে সাংসদ করা হয় তাহলে আমি একজন কর্মী হিসেবে খুশি হব।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "নয়না বন্দ্যোপাধ্যায় যদি বিউটি পার্লার সামলে সময় দিতে পারেন তাহলে তাঁকে নিয়ে আমার কোনও অসুবিধা নেই।"

সুদীপকে নিয়ে কুণালের এই গুরুতর অভিযোগ নিয়ে হইচই পরে যায়। আর দুপুরেই 10 মার্চের তৃণমূল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল করলেন। রাজাবাজার থেকে মিছিল শুরু হয়। শেষ হয় শ্রদ্ধানন্দ পার্কের কাছে। শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কুণাল। দলীয় দুটি পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। শনিবার কিন্তু এই বিষয় নিয়ে সরাসরি তিনি কিছু বলেননি সাংবাদিকদের কাছে। তাঁর বিস্ফোরক অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, "তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর পরিবার। এই বৃহত্তর পরিবারের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ থাকতেই পারে।আমাদের লক্ষ্য দশই মার্চ দিঐতিহাসিক ব্রিগেডে ঐতিহাসিক সভা করা।"

আরও পড়ুন:

  1. 'ইডি-সিবিআই তদন্ত করুক', সুদীপকে গ্রেফতারির দাবি জানিয়ে ফের বিস্ফোরক কুণাল
  2. কাজ চালানো সম্ভব নয়, পদ ছাড়লেন তৃণমূলে 'মিসফিট' কুণাল; সুদীপকে তুলনা শাহজাহানের সঙ্গে
Last Updated : Mar 2, 2024, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.