ETV Bharat / politics

‘কুইজ মাস্টার’ ডেরেকের বাড়িতে বিদ্রোহী কুণাল, বরফ গলাতে কি পারলেন মধ্যস্থতাকারী ব্রাত্য ! - Kunal Ghosh - KUNAL GHOSH

Kunal Ghosh: দিন দুয়েক বিদ্রোহ করেছিলেন কুণাল ঘোষ ৷ তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তার পর শনিবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে যান কুণাল ঘোষ ৷ তাঁর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এখন সবচেয়ে বড় প্রশ্ন বরফ কি গলল ?

Kunal Ghosh
কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 3:08 PM IST

Updated : May 4, 2024, 3:56 PM IST

কলকাতা, 4 মে: ‘বিদ্রোহী’ কুণাল ঘোষ কি আবার তৃণমূল কংগ্রেসের ‘মূলস্রোতে’ ফিরতে চলেছেন ! শনিবার দুপুরে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে তাঁর যাওয়া নিয়েই সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ দু’দিন আগে যাঁকে ‘কুইজ মাস্টার’ বলে কটাক্ষ করেছিলেন, সেই ডেরেকের বাড়িতে এ দিন হাজির হলেন ৷ পুরো ঘটনায় মধ্যস্থতাকারী ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ব্রাত্য বসু ৷

উল্লেখ্য, গত বুধবার যাবতীয় বিতর্কের সূত্রপাত হয় ৷ উত্তর কলকাতার এক রক্তদান শিবির কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ ৷ উত্তর কলকাতায় ছাপ্পা ভোটবন্ধ করার ডাকও দেন ৷ এর কয়েকঘণ্টা পর কুণালকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে পালটা তোপ দাগেন কুণাল ৷

কুণালকে অপসারিত করার চিঠিতে সই ছিল ডেরেক ও’ব্রায়েনের ৷ তাই ডেরেকের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে ‘কুইজ মাস্টার’ বলে কটাক্ষ করেন ৷ তার পর একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক সব দাবি করেন ৷ তার মধ্যে অন্যতম ছিল যে 2021 সালের বিধানসভা ভোটের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে সব তথ্য তৃণমূল কংগ্রেসের কাছে ছিল ৷ সেই কারণেই একুশের ভোটের পর আর পার্থ চট্টোপাধ্য়ায়কে শিক্ষামন্ত্রী করা হয়নি ৷

এর পর কুণালকে তৃণমূলের তরফে পালটা কোনও জবাব দেওয়া হয়নি ৷ তবে তাঁর নাম তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয় ৷ সেই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছিলেন যে সমস্যা সমাধান করে বোঝাপড়া সম্ভব । সেই মতো কুণাল ঘোষকে মূলস্রোতে ফেরানোর একটা ইঙ্গিত পাওয়া গেল । এ দিন রাজ্যের শিক্ষামন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে কুণাল ঘোষকে ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে নিয়ে যান ।

সূত্রের খবর, এ দিন সকালে কুণাল ঘোষকে নিজের গাড়িতে করে ডেরেকের বাড়িতে নিয়ে যান ব্রাত্য বসু । তিন নেতার বৈঠক চলে সেখানে । জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জরুরি বৈঠক চলছে । তবে সেখানে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

রাজনৈতিক মহলের মতে, কুণাল যা বলছিলেন, তা আদতে ক্ষতি তৃণমূল কংগ্রেসের হচ্ছিল ৷ ভোটেও এর প্রভাব পড়তে পারে ৷ সেই কারণেই তড়িঘড়ি বরফ গলানোর চেষ্টা করা হল ৷ কিন্তু এই ড্যামেজ কন্ট্রোলে কি কুণালকে কোনও শর্ত দেওয়া হল ! নাকি পুরনো পদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হল, যাতে তিনি পুরোদমে তৃণমূলের হয়ে সরব হতে পারেন ৷ সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷

আরও পড়ুন:

  1. চাকরি বিক্রির সব তথ্য একুশের ভোটের আগেই তৃণমূলের কাছে ছিল, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের
  2. বিজেপির তাপস রায়ের প্রশংসার পরই কুণাল ঘোষকে ‘শাস্তি’ তৃণমূল কংগ্রেসের
  3. আমার মুখে লাগাম পরানোয় আনন্দিত বিরোধীরা, ক্ষুব্ধ কুণাল; কুইজমাস্টার তকমা ডেরেককে

কলকাতা, 4 মে: ‘বিদ্রোহী’ কুণাল ঘোষ কি আবার তৃণমূল কংগ্রেসের ‘মূলস্রোতে’ ফিরতে চলেছেন ! শনিবার দুপুরে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে তাঁর যাওয়া নিয়েই সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ দু’দিন আগে যাঁকে ‘কুইজ মাস্টার’ বলে কটাক্ষ করেছিলেন, সেই ডেরেকের বাড়িতে এ দিন হাজির হলেন ৷ পুরো ঘটনায় মধ্যস্থতাকারী ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ব্রাত্য বসু ৷

উল্লেখ্য, গত বুধবার যাবতীয় বিতর্কের সূত্রপাত হয় ৷ উত্তর কলকাতার এক রক্তদান শিবির কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ ৷ উত্তর কলকাতায় ছাপ্পা ভোটবন্ধ করার ডাকও দেন ৷ এর কয়েকঘণ্টা পর কুণালকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে পালটা তোপ দাগেন কুণাল ৷

কুণালকে অপসারিত করার চিঠিতে সই ছিল ডেরেক ও’ব্রায়েনের ৷ তাই ডেরেকের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে ‘কুইজ মাস্টার’ বলে কটাক্ষ করেন ৷ তার পর একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক সব দাবি করেন ৷ তার মধ্যে অন্যতম ছিল যে 2021 সালের বিধানসভা ভোটের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে সব তথ্য তৃণমূল কংগ্রেসের কাছে ছিল ৷ সেই কারণেই একুশের ভোটের পর আর পার্থ চট্টোপাধ্য়ায়কে শিক্ষামন্ত্রী করা হয়নি ৷

এর পর কুণালকে তৃণমূলের তরফে পালটা কোনও জবাব দেওয়া হয়নি ৷ তবে তাঁর নাম তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয় ৷ সেই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছিলেন যে সমস্যা সমাধান করে বোঝাপড়া সম্ভব । সেই মতো কুণাল ঘোষকে মূলস্রোতে ফেরানোর একটা ইঙ্গিত পাওয়া গেল । এ দিন রাজ্যের শিক্ষামন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে কুণাল ঘোষকে ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে নিয়ে যান ।

সূত্রের খবর, এ দিন সকালে কুণাল ঘোষকে নিজের গাড়িতে করে ডেরেকের বাড়িতে নিয়ে যান ব্রাত্য বসু । তিন নেতার বৈঠক চলে সেখানে । জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জরুরি বৈঠক চলছে । তবে সেখানে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

রাজনৈতিক মহলের মতে, কুণাল যা বলছিলেন, তা আদতে ক্ষতি তৃণমূল কংগ্রেসের হচ্ছিল ৷ ভোটেও এর প্রভাব পড়তে পারে ৷ সেই কারণেই তড়িঘড়ি বরফ গলানোর চেষ্টা করা হল ৷ কিন্তু এই ড্যামেজ কন্ট্রোলে কি কুণালকে কোনও শর্ত দেওয়া হল ! নাকি পুরনো পদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হল, যাতে তিনি পুরোদমে তৃণমূলের হয়ে সরব হতে পারেন ৷ সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷

আরও পড়ুন:

  1. চাকরি বিক্রির সব তথ্য একুশের ভোটের আগেই তৃণমূলের কাছে ছিল, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের
  2. বিজেপির তাপস রায়ের প্রশংসার পরই কুণাল ঘোষকে ‘শাস্তি’ তৃণমূল কংগ্রেসের
  3. আমার মুখে লাগাম পরানোয় আনন্দিত বিরোধীরা, ক্ষুব্ধ কুণাল; কুইজমাস্টার তকমা ডেরেককে
Last Updated : May 4, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.