ETV Bharat / politics

মুখরক্ষার চেষ্টা! নীতীশের দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা কেসি ত্যাগির - KC Tyagi

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 6:08 PM IST

JDU Leader resigns: দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন জেডি(ইউ) নেতা কেসি ত্যাগি ৷ জানালেন ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত ৷ ত্যাগির জায়গায় রাজীব রঞ্জন প্রসাদকে নিয়োগ করেছেন দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

JDU Leader resigns
জেডি(ইউ)র মুখপাত্রের পদ থেকে ইস্তফা কেসি ত্যাগি (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: জনতা দল(ইউনাইটেড)-এর মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন কেসি ত্যাগি ৷ জানালেন, 'ব্য়ক্তিগত কারণে' এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ উল্লেখ্য, রবিবার তাঁর এই সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্য়ে জেডি(ইউ) তরফে এই বিষয়ে বিবৃতি পেশ করা হয় ৷ সেখানে জানানো হয়, ত্যাগীর ছেড়ে যাওয়া পদে রাজীব রঞ্জন প্রসাদকে নিয়োগ করেছেন দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

এদিন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দলের সুপ্রিমোকে চিঠি লেখেন জেডি(ইউ)-এর এই প্রবীণ নেতা ৷ চিঠিতে তিনি সাফ জানান, শেষ কয়েকমাস ধরে দলের মুখপাত্রের পদ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন সুপ্রিমোর কাছে ৷ এবার সিদ্ধান্ত নিলেন। তিনি লেখেন, "অন্য কাজ থাকায় মুখপাত্রের পদের সঙ্গে সুবিচার করতে পারছি না ৷ দয়া করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আমি আপনার এবং বিহার সরকারের হয়ে যে কোনও প্রকার প্রচারে উপস্থিত থাকব ৷"

উল্লেখ্য, তাঁর অভিজ্ঞতা ও ভাষণ দেওয়ার দক্ষতার কারণে আঞ্চলিক দলের নেতা হয়েও দিল্লির রাজনীতিতে সহজেই নিজের জায়গা তৈরি করেছেন কেসি ত্যাগি ৷ তবে কখনও কখনও বিতর্কিত মন্তব্য করে সমালোচিতও হয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁর বেশকিছু মন্তব্য এনডিও-র বড় শরিক বিজেপির কাছে নীতীশের দলকে অস্বস্তির মধ্যে ফেলেছে ৷ এমতাবস্থায় ত্যাগীর মুখপত্রের পদ ছাড়া তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের ।

2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল পর তৃতীয় মোদি সরকার গঠনে শরিকি দলের মধ্য়ে নীতীশ কুমারের জেডি(ইউ) অন্যতম ৷ সূত্রের খবর, এই আবহে এনডিএ জোটের মধ্যে ভারসাম্য় বজায় রাখতে মরিয়া ভারতীয় জনতা পার্টি ৷ অথচ ইউনিফর্ম সিভিল কোড কিংবা ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ প্রসঙ্গে কেসি ত্যাগির মন্তব্যের কারণে বেশ কয়েকবার অশ্বস্তিতে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে ৷ রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি, এই পরিস্থিতিতে ত্যাগির পদত্যাগ জেডিইউ-র দিক থেকে ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয় ৷

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: জনতা দল(ইউনাইটেড)-এর মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন কেসি ত্যাগি ৷ জানালেন, 'ব্য়ক্তিগত কারণে' এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ উল্লেখ্য, রবিবার তাঁর এই সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্য়ে জেডি(ইউ) তরফে এই বিষয়ে বিবৃতি পেশ করা হয় ৷ সেখানে জানানো হয়, ত্যাগীর ছেড়ে যাওয়া পদে রাজীব রঞ্জন প্রসাদকে নিয়োগ করেছেন দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

এদিন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দলের সুপ্রিমোকে চিঠি লেখেন জেডি(ইউ)-এর এই প্রবীণ নেতা ৷ চিঠিতে তিনি সাফ জানান, শেষ কয়েকমাস ধরে দলের মুখপাত্রের পদ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন সুপ্রিমোর কাছে ৷ এবার সিদ্ধান্ত নিলেন। তিনি লেখেন, "অন্য কাজ থাকায় মুখপাত্রের পদের সঙ্গে সুবিচার করতে পারছি না ৷ দয়া করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আমি আপনার এবং বিহার সরকারের হয়ে যে কোনও প্রকার প্রচারে উপস্থিত থাকব ৷"

উল্লেখ্য, তাঁর অভিজ্ঞতা ও ভাষণ দেওয়ার দক্ষতার কারণে আঞ্চলিক দলের নেতা হয়েও দিল্লির রাজনীতিতে সহজেই নিজের জায়গা তৈরি করেছেন কেসি ত্যাগি ৷ তবে কখনও কখনও বিতর্কিত মন্তব্য করে সমালোচিতও হয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁর বেশকিছু মন্তব্য এনডিও-র বড় শরিক বিজেপির কাছে নীতীশের দলকে অস্বস্তির মধ্যে ফেলেছে ৷ এমতাবস্থায় ত্যাগীর মুখপত্রের পদ ছাড়া তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের ।

2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল পর তৃতীয় মোদি সরকার গঠনে শরিকি দলের মধ্য়ে নীতীশ কুমারের জেডি(ইউ) অন্যতম ৷ সূত্রের খবর, এই আবহে এনডিএ জোটের মধ্যে ভারসাম্য় বজায় রাখতে মরিয়া ভারতীয় জনতা পার্টি ৷ অথচ ইউনিফর্ম সিভিল কোড কিংবা ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ প্রসঙ্গে কেসি ত্যাগির মন্তব্যের কারণে বেশ কয়েকবার অশ্বস্তিতে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে ৷ রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি, এই পরিস্থিতিতে ত্যাগির পদত্যাগ জেডিইউ-র দিক থেকে ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.