ETV Bharat / politics

কাঁথির কুর্সি দখলে 'অস্তিত্বরক্ষার' দ্বিমুখী লড়াই - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Kanthi Constituency West Bengal Lok Sabha election 2024 party wise candidates: কাঁথি, পূর্ব মেদিনীপুর জেলার একটি লোকসভা কেন্দ্র ৷ যে কেন্দ্রে নির্বাচনী ইস্যু মানুষের অধিকারের থেকে, অনেক বেশি রাজনৈতিক ৷ আর তার থেকেও বেশি ব্যক্তি কেন্দ্রিক ৷ যার একদিকে বর্তমান বিজেপির শুভেন্দু অধিকারীর 'অধিকারী পরিবার' ৷ ঠিক উলটোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৷ যে লড়াইটা উন্নয়ন বা মানুষের সমস্যার থেকেও বেশি 'অস্তিত্বরক্ষার' ৷ তাই কাঁথির 'কুর্সি-রক্ষা'র লড়াইয়ে কে এগিয়ে ? কেই বা পিছিয়ে ? সেই খোঁজ নিল ইটিভি ভারত ৷

Kanthi Constituency West Bengal
কাঁথি লোকসভা কেন্দ্র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 5:12 PM IST

কাঁথি, 23 মে: পূর্ব মেদিনীপুরের রাজনীতির কথা বললেই 'অধিকারী' পরিবারের কথা সবার আগে আসবে ৷ এই পূর্ব মেদিনীপুরকে বাংলার রাজনীতিতে 'অধিকারী গড়' বলা হয় ৷ তা গত বিধানসভায় বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচনে আরও একবার 'অস্তিত্বরক্ষার' লড়াই ৷ যেখানে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতার ছোট ভাই সৌমেন্দু অধিকারী ৷ বিদায়ী সাংসদ তথা বাবা শিশির অধিকারীর জায়গায় লড়াই করছেন তিনি ৷

কাঁথির কুর্সিতে বসবে কে? (ইটিভি ভারত)

তবে, 2019 লোকসভায় এই কাঁথি লোকসভা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ তাই রাজ্যের শাসকদলের লক্ষ্য জেতা আসনে 'অস্তিত্বরক্ষা' করা ৷ যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের উপর ৷ এই দুইয়ের দ্বৈরথের মাঝে টিমটিম করে জ্বলছেন, বাম সমর্থিত কংগ্রেসের জোটপ্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য ৷ তবে, জোটপ্রার্থী উর্বশী কতটা সুবিধা করতে পারবেন, তা নিয়ে সংশয় আছে ৷ কিন্তু, 'অস্তিত্বরক্ষার' লড়াইয়ে কাঁথির কুর্সিতে কে বসতে পারেন ? তারই খোঁজ নিল ইটিভি ভারত ৷

আরও পড়ুন: ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?

কাঁথি লোকসভার সাতটি বিধানসভা হল, রামনগর, কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, খেজুরি, পটাশপুর, ভগবানপুর ও চণ্ডীপুর ৷ 2009 সাল থেকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিন বারের সাংসদ শিশির অধিকারী ৷ বড় ছেলে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই, শিশিরও রং-বদলান ৷ সরকারিভাবে দলবদল না-করলেও, বিজেপির মঞ্চে তাঁকে একাধিকবার দেখা গিয়েছে ৷ বিশেষত, শুভেন্দুর দলবদলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে ছিলেন ৷ তবে, বিজেপির পতাকা হাতে নেননি ৷ কিন্তু, এবার শিশির অধিকারীর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তাঁর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী ৷

Kanthi Constituency West Bengal
2024 লোকসভা ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

অধিকারী 'গড়' হিসেবে বিখ্যাত কাঁথিতে তাই নয়া চ্যালেঞ্জ বিজেপি তথা শুভেন্দুর ৷ বিধানসভার বিরোধী দলনেতা এবং তাঁর ভাইয়ের কাছে চ্যালেঞ্জটা হল, তাঁদের প্রমাণ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রার্থী হওয়ায় নয় ৷ আগে শিশির অধিকারী এবং এখন শুভেন্দু অধিকারীকে দেখে সেখানকার মানুষ ভোট দেয় ৷ সেখানেই পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের চ্যালেঞ্জটা ঠিক উলটো ৷ তাঁকে জিতে প্রমাণ করতে হবে, কাঁথিতে অধিকারী পরিবারের জনপ্রিয়তা শুধুমাত্র তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছিল ৷

আরও পড়ন: বিজেপি যদি কোনোদিন জেতে শুভেন্দুই হয়তো মুখ্যমন্ত্রী, কেন এমন মন্তব্য দেবের?

প্রচারে নেমে বিজেপি প্রার্থী সৌমেন্দুর হাতিয়া নরেন্দ্র মোদি এবং তাঁক বিকশিত ভারতের স্লোগান ৷ কেন্দ্রে নরেন্দ্র মোদিকে তৃতীয়বার ক্ষমতায় আনার কথা বলে নির্বাচনের ময়দানে প্রচার চালাচ্ছেন ৷ সঙ্গে তাঁর বার্তা, কেন্দ্রে মোদি এলেই কাঁথি তথা বাংলার উন্নয়ন ও উন্নতি সম্ভব ৷ সেই সঙ্গে রাজ্যের শাসকদলের দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে মানুষকে ভোটদানের অনুরোধ করছেন সৌমেন্দু ৷

Kanthi Constituency West Bengal
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

ঠিক সেই জায়গা থেকে বিজেপি তথা নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া ও রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে ভোটপ্রচারে নেমেছেন উত্তর বারিক ৷ সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে হাতিয়ার করেছেন তৃণমূল প্রার্থী ৷

সেখানেই বাম সমর্থিত কংগ্রেসেরে জোট প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে অপশাসনের অভিযোগ ভোট ময়দানে নেমেছেন ৷ সাধারণ মানুষের প্রতি অত্যাচার ৷ জনগণের অতি আবশ্যক শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের দাবিকে উপেক্ষা করা ৷ সেই সঙ্গে বেকারত্ব ও দুই দলের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে জনগণের কাছে ভোট চাইছেন তিনি ৷ অভিযোগের সুরে তিনি জানান, তাঁর বিশ্বাস মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির স্বৈরতান্ত্রিক দুই সরকারের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে ৷

আরও পড়ুন: ঝাড়গ্রামের কুর্সিতে আবার বিজেপি, নাকি ফের পালাবদল ? বড় ফ্যাক্টর কুড়মিরা

কাঁথি, 23 মে: পূর্ব মেদিনীপুরের রাজনীতির কথা বললেই 'অধিকারী' পরিবারের কথা সবার আগে আসবে ৷ এই পূর্ব মেদিনীপুরকে বাংলার রাজনীতিতে 'অধিকারী গড়' বলা হয় ৷ তা গত বিধানসভায় বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচনে আরও একবার 'অস্তিত্বরক্ষার' লড়াই ৷ যেখানে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতার ছোট ভাই সৌমেন্দু অধিকারী ৷ বিদায়ী সাংসদ তথা বাবা শিশির অধিকারীর জায়গায় লড়াই করছেন তিনি ৷

কাঁথির কুর্সিতে বসবে কে? (ইটিভি ভারত)

তবে, 2019 লোকসভায় এই কাঁথি লোকসভা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ তাই রাজ্যের শাসকদলের লক্ষ্য জেতা আসনে 'অস্তিত্বরক্ষা' করা ৷ যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের উপর ৷ এই দুইয়ের দ্বৈরথের মাঝে টিমটিম করে জ্বলছেন, বাম সমর্থিত কংগ্রেসের জোটপ্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য ৷ তবে, জোটপ্রার্থী উর্বশী কতটা সুবিধা করতে পারবেন, তা নিয়ে সংশয় আছে ৷ কিন্তু, 'অস্তিত্বরক্ষার' লড়াইয়ে কাঁথির কুর্সিতে কে বসতে পারেন ? তারই খোঁজ নিল ইটিভি ভারত ৷

আরও পড়ুন: ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?

কাঁথি লোকসভার সাতটি বিধানসভা হল, রামনগর, কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, খেজুরি, পটাশপুর, ভগবানপুর ও চণ্ডীপুর ৷ 2009 সাল থেকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিন বারের সাংসদ শিশির অধিকারী ৷ বড় ছেলে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই, শিশিরও রং-বদলান ৷ সরকারিভাবে দলবদল না-করলেও, বিজেপির মঞ্চে তাঁকে একাধিকবার দেখা গিয়েছে ৷ বিশেষত, শুভেন্দুর দলবদলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে ছিলেন ৷ তবে, বিজেপির পতাকা হাতে নেননি ৷ কিন্তু, এবার শিশির অধিকারীর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তাঁর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী ৷

Kanthi Constituency West Bengal
2024 লোকসভা ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

অধিকারী 'গড়' হিসেবে বিখ্যাত কাঁথিতে তাই নয়া চ্যালেঞ্জ বিজেপি তথা শুভেন্দুর ৷ বিধানসভার বিরোধী দলনেতা এবং তাঁর ভাইয়ের কাছে চ্যালেঞ্জটা হল, তাঁদের প্রমাণ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রার্থী হওয়ায় নয় ৷ আগে শিশির অধিকারী এবং এখন শুভেন্দু অধিকারীকে দেখে সেখানকার মানুষ ভোট দেয় ৷ সেখানেই পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের চ্যালেঞ্জটা ঠিক উলটো ৷ তাঁকে জিতে প্রমাণ করতে হবে, কাঁথিতে অধিকারী পরিবারের জনপ্রিয়তা শুধুমাত্র তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছিল ৷

আরও পড়ন: বিজেপি যদি কোনোদিন জেতে শুভেন্দুই হয়তো মুখ্যমন্ত্রী, কেন এমন মন্তব্য দেবের?

প্রচারে নেমে বিজেপি প্রার্থী সৌমেন্দুর হাতিয়া নরেন্দ্র মোদি এবং তাঁক বিকশিত ভারতের স্লোগান ৷ কেন্দ্রে নরেন্দ্র মোদিকে তৃতীয়বার ক্ষমতায় আনার কথা বলে নির্বাচনের ময়দানে প্রচার চালাচ্ছেন ৷ সঙ্গে তাঁর বার্তা, কেন্দ্রে মোদি এলেই কাঁথি তথা বাংলার উন্নয়ন ও উন্নতি সম্ভব ৷ সেই সঙ্গে রাজ্যের শাসকদলের দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে মানুষকে ভোটদানের অনুরোধ করছেন সৌমেন্দু ৷

Kanthi Constituency West Bengal
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

ঠিক সেই জায়গা থেকে বিজেপি তথা নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া ও রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে ভোটপ্রচারে নেমেছেন উত্তর বারিক ৷ সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে হাতিয়ার করেছেন তৃণমূল প্রার্থী ৷

সেখানেই বাম সমর্থিত কংগ্রেসেরে জোট প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে অপশাসনের অভিযোগ ভোট ময়দানে নেমেছেন ৷ সাধারণ মানুষের প্রতি অত্যাচার ৷ জনগণের অতি আবশ্যক শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের দাবিকে উপেক্ষা করা ৷ সেই সঙ্গে বেকারত্ব ও দুই দলের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে জনগণের কাছে ভোট চাইছেন তিনি ৷ অভিযোগের সুরে তিনি জানান, তাঁর বিশ্বাস মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির স্বৈরতান্ত্রিক দুই সরকারের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে ৷

আরও পড়ুন: ঝাড়গ্রামের কুর্সিতে আবার বিজেপি, নাকি ফের পালাবদল ? বড় ফ্যাক্টর কুড়মিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.