মেদিনীপুর 6 মে: প্রচার হোক বা মনোনয়ন, লোকসভা নির্বাচনের প্রার্থীদের আগে ধর্মস্থানে যেতে দেখা যাচ্ছে ৷ যা দেখে প্রশ্ন উঠছে, প্রার্থীরা কি তাহলে গণদেবতার উপর ভরসা হারাচ্ছেন ? সোমবার এই প্রশ্নই করা হয়েছিল মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়াকে ৷ উত্তরে তিনি বললেন, ‘‘গণদেবতার উপরই আমাদের ভরসা আছে । কারণ, ঈশ্বর তো মানুষের হৃদয়ে রয়েছেন । আই এম নট হিপোক্রেট৷ বরং আমি একজন রিলিজিয়াস গড ফিয়ারিং পার্সন ।’’
এ দিন মনোনয়ন জমা দেন জুন মালিয়া ৷ সেই উপলক্ষ্যে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় ৷ সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ৷ টোটো ও অটো সাজিয়েও মিছিলে হাজির করানো হয়েছিল ৷ মনোনয়নে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও জেলাস্তরের নেতারা উপস্থিত ছিলেন ৷ এছাড়া ছিলেন তৃণমূলের শীর্ষস্তরের দুই নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা ৷
মনোনয়ন জমা দেওয়ার পর জুন মালিয়া জানালেন, এই আসনে তৃণমূল কংগ্রেসই জিতবে ৷ এ দিন মনোনয়নের মিছিলে তৃণমূল কর্মীদের উৎসাহ-উদ্দীপনার মধ্যেই জয়ের বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আবেদন করেছেন ৷ ভোটারদের উদ্দেশ্য়ে তাঁর পরামর্শ, সকালেই এসে যেন সকলে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন ৷ তাছাড়া তাঁর আরও আবেদন, ভোটের কোথাওয় যেন কোনও হিংসার পরিস্থিতি তৈরি না হয় ৷
মেদিনীপুর লোকসভা আসনে 2019 সালে জিতেছিলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ তাঁকে এবার আর এখানে প্রার্থী করেনি বিজেপি ৷ দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ৷ তাঁর বদলে এবার মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ তৃণমূল কংগ্রেসের জুন মালিয়ার মতো অগ্নিমিত্রাও বিধায়ক ৷ বিজেপি প্রার্থী আগেই মনোনয়ন জমা দিয়েছেন ৷ তিনিও মেদিনীপুরে জয়ের বিষয়ে দুশো শতাংশ আশাবাদী ৷
ফলে মেদিনীপুরের ভোটাররা শেষপর্যন্ত জুন না অগ্নিমিত্রা, কার আশা পূরণ করবেন, সেই উত্তর জানতে হলে অপেক্ষা করতেই হবে আগামী চার জুন লোকসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশ হওয়া পর্যন্ত ৷
আরও পড়ুন: