ETV Bharat / politics

সিপিএম আগে বিধানসভায় আসুক, কটাক্ষ যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নীর - Saayoni Ghosh - SAAYONI GHOSH

Saayoni Ghosh: যাদবপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন সায়নী ঘোষ ৷ ওই আসনে সিপিএমের প্রার্থী সৃজন ঘোষ ৷ মঙ্গলবার নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনের সমালোচনায় সরব হন সায়নী ৷ 2021 সালে বিধানসভা নির্বাচনে সিপিএমের ফল নিয়ে কটাক্ষ করেন তিনি ৷

Saayoni Ghosh
Saayoni Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 8:03 PM IST

Updated : Apr 16, 2024, 10:25 PM IST

কল্যাণপুর (দক্ষিণ 24 পরগনা), 16 এপ্রিল: নির্বাচনী প্রচারে বেরিয়ে সিপিএম-কে নিশানা করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ৷ মঙ্গলবার তিনি সিপিএমের উদ্দেশ্যে বলেন, ‘‘সিপিএম আগে বিধানসভাতে আসুক ৷ বিরোধী দল হয়ে দেখাক ৷’’

এ দিন সায়নী ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলয় চণ্ডীপুর প্রাথমিক স্কুল থেকে পদযাত্রা শুরু করেন । সেই পদযাত্রা শেষ হয় কল্যাণপুর মুক্তি সংঘের কাছে । তার মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সিপিএম-কে নিশানা করেন ৷

যাদবপুরে সায়নীর অন্যতম প্রতিপক্ষ সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ৷ একজন প্রশ্ন করেন যে সৃজন দাবি করেছেন সায়নী আগামিদিনে বিজেপিতে যোগদান করবেন ৷ এই প্রশ্নের উত্তরে প্রথমে সৃজনকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, ‘‘সৃজন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে । কিছু কিছু কথা বলে খবরে তাঁকে থাকতে হচ্ছে । এটা তাঁর দলের দায়বদ্ধতা ।’’

এর পরই তিনি সৃজনের দল সিপিএম-কে নিশানা করেন ৷ বলেন, ‘‘সিপিএম আগে বিধানসভাতে আসুক ৷ বিরোধী দল হয়ে দেখাক ৷ তারপর দিল্লিতে যাবেন৷ দিল্লি বহু দূর আছে । আমার সম্বন্ধে বাজে কথা বলে চারটি ভোট বেশি জোগাড় করতে পারবেন না ৷ 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কিছুই বলা হয়েছিল ৷ মানুষ তার জবাব দিয়েছে ।’’

উল্লেখ্য, টানা সাড়ে তিনদশক বাংলা শাসন করা সিপিএম 2021 সালের বিধানসভা নির্বাচনে একটিও আসনে জিততে পারেনি ৷ যদিও তার আগেই 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে তাঁদের সাংসদ সংখ্যা ছিল শূন্য ৷ এ দিন সায়নী সেই প্রসঙ্গ টেনেই মহম্মদ সেলিমের দলকে বিঁধেছেন ৷

এ দিন সায়নীর কর্মসূচিতে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পশ্চিমের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, কল্যাণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মণ্ডল-সহ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷

তাঁদের সঙ্গে নিয়েই আইএসএফ-কেও জবাব দেন ৷ ভাঙড়েও তৃণমূলের দিকেই মানুষের সমর্থন থাকবে বলে তিনি দাবি করেন ৷ কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, পয়লা বৈশাখ শওকত মোল্লা নেতৃত্বে বিশাল জনসভা হয়েছিল ভাঙড়ে । সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ জনসভায় অংশগ্রহণ করেছিল । এতেই বোঝা যাচ্ছে সেখানে কে জিতবে । একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর তল্লাশি নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন:

  1. হনুমান চালিসা পাঠ থেকে স্কুটিতে চেপে প্রচার, সায়নীর রোড শো'য়ে জনজোয়ার
  2. পাঁচ বছরে যাদবপুরের মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন মিমি চক্রবর্তী ?
  3. কোনও প্রার্থী নয়, আমার লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: সায়নী

কল্যাণপুর (দক্ষিণ 24 পরগনা), 16 এপ্রিল: নির্বাচনী প্রচারে বেরিয়ে সিপিএম-কে নিশানা করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ৷ মঙ্গলবার তিনি সিপিএমের উদ্দেশ্যে বলেন, ‘‘সিপিএম আগে বিধানসভাতে আসুক ৷ বিরোধী দল হয়ে দেখাক ৷’’

এ দিন সায়নী ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলয় চণ্ডীপুর প্রাথমিক স্কুল থেকে পদযাত্রা শুরু করেন । সেই পদযাত্রা শেষ হয় কল্যাণপুর মুক্তি সংঘের কাছে । তার মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সিপিএম-কে নিশানা করেন ৷

যাদবপুরে সায়নীর অন্যতম প্রতিপক্ষ সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ৷ একজন প্রশ্ন করেন যে সৃজন দাবি করেছেন সায়নী আগামিদিনে বিজেপিতে যোগদান করবেন ৷ এই প্রশ্নের উত্তরে প্রথমে সৃজনকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, ‘‘সৃজন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে । কিছু কিছু কথা বলে খবরে তাঁকে থাকতে হচ্ছে । এটা তাঁর দলের দায়বদ্ধতা ।’’

এর পরই তিনি সৃজনের দল সিপিএম-কে নিশানা করেন ৷ বলেন, ‘‘সিপিএম আগে বিধানসভাতে আসুক ৷ বিরোধী দল হয়ে দেখাক ৷ তারপর দিল্লিতে যাবেন৷ দিল্লি বহু দূর আছে । আমার সম্বন্ধে বাজে কথা বলে চারটি ভোট বেশি জোগাড় করতে পারবেন না ৷ 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কিছুই বলা হয়েছিল ৷ মানুষ তার জবাব দিয়েছে ।’’

উল্লেখ্য, টানা সাড়ে তিনদশক বাংলা শাসন করা সিপিএম 2021 সালের বিধানসভা নির্বাচনে একটিও আসনে জিততে পারেনি ৷ যদিও তার আগেই 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে তাঁদের সাংসদ সংখ্যা ছিল শূন্য ৷ এ দিন সায়নী সেই প্রসঙ্গ টেনেই মহম্মদ সেলিমের দলকে বিঁধেছেন ৷

এ দিন সায়নীর কর্মসূচিতে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পশ্চিমের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, কল্যাণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মণ্ডল-সহ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷

তাঁদের সঙ্গে নিয়েই আইএসএফ-কেও জবাব দেন ৷ ভাঙড়েও তৃণমূলের দিকেই মানুষের সমর্থন থাকবে বলে তিনি দাবি করেন ৷ কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, পয়লা বৈশাখ শওকত মোল্লা নেতৃত্বে বিশাল জনসভা হয়েছিল ভাঙড়ে । সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ জনসভায় অংশগ্রহণ করেছিল । এতেই বোঝা যাচ্ছে সেখানে কে জিতবে । একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর তল্লাশি নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন:

  1. হনুমান চালিসা পাঠ থেকে স্কুটিতে চেপে প্রচার, সায়নীর রোড শো'য়ে জনজোয়ার
  2. পাঁচ বছরে যাদবপুরের মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন মিমি চক্রবর্তী ?
  3. কোনও প্রার্থী নয়, আমার লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: সায়নী
Last Updated : Apr 16, 2024, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.