ETV Bharat / politics

ভাঙড়ে সন্ত্রাস করছে তৃণমূল, মিথ্যে মামলা দিয়ে আইএসএফকে রোখা যাবে না: নওশাদ - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 8:13 PM IST

Naushad on Bangar Violence: ভাঙড়ে সন্ত্রাস করছে তৃণমূল কংগ্রেস ৷ মিথ্যে মামলা দিয়ে আইএসএফকে নির্বাচনে রোখা যাবে না ৷ ভোটের মুখে ভাঙড়ে বোমাবাজির ঘটনায় শুক্রবার এ কথা বললেন নওশাদ সিদ্দিকী ৷

ETV BHARAT
নওশাদ সিদ্দিকী (নিজস্ব চিত্র)

ফুরফুরা, 31মে: লোকসভায় সপ্তম তথা শেষ দফা নির্বাচনের আগে থমথমে পরিস্থিতি ভাঙড়ে ৷ গতকাল ভাঙড়ের উত্তর কাশিপুর থানার বানিয়ারা অঞ্চলে একটি বুথে বোমাবাজি চলে । তৃণমূলের অভিযোগ, দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে বোমাবাজি করে আইএসএফ । তাতেই গুরুতর আহত হন 10 জন তৃণমূল কর্মী । যদিও এই ঘটনায় বিধায়ক তথা ভাঙড়ে দলের পর্যবেক্ষক শওকত মোল্লা সরাসরি আঙুল তুলেছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে । তাঁর গ্রেফতারির দাবিতে সরব তিনি । যদিও পালটা শওকত মোল্লাকেই আক্রমণ করে নওশাদ সিদ্দিকীর দাবি, পরাজয়ের ভয়ে মিথ্যা মামলা দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল ।

নওশাদ সিদ্দিকী (নিজস্ব ভিডিয়ো)

নওশাদ সিদ্দিকী শনিবার ফুরফুরা থেকে বলেন, "তৃণমূল দোষ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । উলটে আইএসএফ-এর নামে মিথ্যা দোষারোপ করছে । শুক্রবার ভাঙড়ে বানিয়ারা এলাকায় শওকত মোল্লা সাহেবের বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছিল । তাঁর দল ভাঙড়ে একটা ভোটও পাবে না । সেই ভয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে ওরা ৷ তাই আইএসএফকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে আক্রমণ চালানো হচ্ছে । ওখানে আইএসএফ অনেক বেশি সংঘবদ্ধ হয়েছে । পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচনের আগেও টাকা-পয়সার লোভ ও ভয় দেখানো হয়, মিথ্যা মামলা দেওয়া হয় আইএসএফের নেতা-কর্মী সমর্থকদের উপর ।"

তৃণমূলের বিরুদ্ধে পালটা বোমাবাজির অভিযোগ তোলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর অভিযোগ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষ যাতে ভোট দিতে যেতে না পারে তার পরিকল্পনা চলছে । আইএসএফের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে জানানো সত্বেও তারা কোনও সদর্থক ভূমিকা পালন করেনি বলে অভিযোগ নওশাদের ।

তিনি বলেন, "তৃণমূলের বোমাবাজিতেই আমরা আক্রান্ত ৷ উলটে দোষ ঢাকা দেওয়ার জন্য আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলছে । কলকাতা পুলিশও তার সুনাম ধরে রাখতে পারছে না । তারাও শাসকের দলদাসে পরিণত হয়েছে । ভাঙ্গড় কেন, যাদবপুর লোকসভায় শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা বুথেও জয় পাবে না, তৃণমূলের পরাজয় হবে সব জায়গায় । আমাদের ছেলেরা আইএসএফ করে বলে বিভিন্ন এজেন্টকে গ্রেফতার করা হচ্ছে । পুলিশকে দিয়েও আমাদের আটকাতে পারবে না । আমরা দুর্নীতিমুক্ত, তৃণমূলমুক্ত ভাঙ্গড় করব অঙ্গীকার করছি ।"

ফুরফুরা, 31মে: লোকসভায় সপ্তম তথা শেষ দফা নির্বাচনের আগে থমথমে পরিস্থিতি ভাঙড়ে ৷ গতকাল ভাঙড়ের উত্তর কাশিপুর থানার বানিয়ারা অঞ্চলে একটি বুথে বোমাবাজি চলে । তৃণমূলের অভিযোগ, দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে বোমাবাজি করে আইএসএফ । তাতেই গুরুতর আহত হন 10 জন তৃণমূল কর্মী । যদিও এই ঘটনায় বিধায়ক তথা ভাঙড়ে দলের পর্যবেক্ষক শওকত মোল্লা সরাসরি আঙুল তুলেছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে । তাঁর গ্রেফতারির দাবিতে সরব তিনি । যদিও পালটা শওকত মোল্লাকেই আক্রমণ করে নওশাদ সিদ্দিকীর দাবি, পরাজয়ের ভয়ে মিথ্যা মামলা দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল ।

নওশাদ সিদ্দিকী (নিজস্ব ভিডিয়ো)

নওশাদ সিদ্দিকী শনিবার ফুরফুরা থেকে বলেন, "তৃণমূল দোষ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । উলটে আইএসএফ-এর নামে মিথ্যা দোষারোপ করছে । শুক্রবার ভাঙড়ে বানিয়ারা এলাকায় শওকত মোল্লা সাহেবের বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছিল । তাঁর দল ভাঙড়ে একটা ভোটও পাবে না । সেই ভয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে ওরা ৷ তাই আইএসএফকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে আক্রমণ চালানো হচ্ছে । ওখানে আইএসএফ অনেক বেশি সংঘবদ্ধ হয়েছে । পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচনের আগেও টাকা-পয়সার লোভ ও ভয় দেখানো হয়, মিথ্যা মামলা দেওয়া হয় আইএসএফের নেতা-কর্মী সমর্থকদের উপর ।"

তৃণমূলের বিরুদ্ধে পালটা বোমাবাজির অভিযোগ তোলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর অভিযোগ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষ যাতে ভোট দিতে যেতে না পারে তার পরিকল্পনা চলছে । আইএসএফের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে জানানো সত্বেও তারা কোনও সদর্থক ভূমিকা পালন করেনি বলে অভিযোগ নওশাদের ।

তিনি বলেন, "তৃণমূলের বোমাবাজিতেই আমরা আক্রান্ত ৷ উলটে দোষ ঢাকা দেওয়ার জন্য আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলছে । কলকাতা পুলিশও তার সুনাম ধরে রাখতে পারছে না । তারাও শাসকের দলদাসে পরিণত হয়েছে । ভাঙ্গড় কেন, যাদবপুর লোকসভায় শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা বুথেও জয় পাবে না, তৃণমূলের পরাজয় হবে সব জায়গায় । আমাদের ছেলেরা আইএসএফ করে বলে বিভিন্ন এজেন্টকে গ্রেফতার করা হচ্ছে । পুলিশকে দিয়েও আমাদের আটকাতে পারবে না । আমরা দুর্নীতিমুক্ত, তৃণমূলমুক্ত ভাঙ্গড় করব অঙ্গীকার করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.