বসিরহাট, 1 মার্চ: ফের আদালতে মুখ পুড়ল পুলিশের । সন্দেশখালি-কাণ্ডে ধৃত আরও এক বিরোধী নেত্রীর জামিন মঞ্জুর করল আদালত । গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন আইএসএফের রাজ্য নেত্রী জুবি সাহা । শুক্রবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বসিরহাট আদালতের বিচারক । সূত্রের খবর, 2 হাজার টাকার রেজিস্টার বন্ডে জামিন পেয়েছেন এই আইএসএফ নেত্রী । মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 16 এপ্রিল । বিচারক নির্দেশ দিয়েছেন যে, সেদিন সশরীরে হাজির থাকতে হবে জামিনে মুক্তি পাওয়া জুবি সাহাকে ।
এর আগে, সন্দেশখালি-কাণ্ডে বিরোধী দলের দুই নেতা-নেত্রী জামিন পেয়েছিলেন বসিরহাট মহকুমা আদালত থেকে । এঁরা হলেন বিজেপি নেতা বিকাশ সিংহ ও আইএসএফের মিনাখাঁ বিধানসভার সদস্য আয়েশা বিবি । দু'জনকেই সন্দেশখালির অশান্তিতে উস্কানি এবং প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল । এর মধ্যে বিকাশ সিংহ গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেয়েছিলেন বসিরহাট মহকুমা আদালত থেকে । কিন্তু, জামিন পেতেই আদালত চত্বর থেকে ফের এই বিজেপি নেতাকে অন্য একটি মামলায় গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ । এই নিয়ে তখন পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে বিজেপি কর্মী-সমর্থকদের । এরপর বেশ কিছুদিন জেল হেফাজতে থাকার পর সম্প্রতি আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে । একইভাবে জামিন মঞ্জুর হয়েছে আইএসএফ নেত্রী আয়েশা বিবিরও ।
এ দিকে, কলকাতা হাইকোর্ট জামিনে মুক্তি দিয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও । তাঁকেও পুলিশ সন্দেশখালির অশান্তিতে গ্রেফতার করেছিল । এ বার আদালত থেকে জামিনে মুক্তি পেলেন সন্দেশখালি-কাণ্ডে ধৃত আইএসএফের আরও এক নেত্রী ।
আদালত সূত্রে খবর, এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টে নিরাপদ সর্দারের জামিন মামলার প্রসঙ্গ টেনে এনে আইএসএফ নেত্রী জুবি সাহার জামিনের পক্ষে জোরালো সওয়াল করেন ধৃতের আইনজীবী । তুলে ধরেন আয়েশা বিবির জামিন পাওয়ার বিষয়টিও । পালটা পুলিশের যুক্তি মেনে সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করলেও তা শেষ পর্যন্ত আর ধোপে টেকেনি । দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক আইএসএফের রাজ্য নেত্রী জুবি সাহার জামিন মঞ্জুর করেন । তাঁর জামিন হওয়ায় আবারও আদালতে জোর ধাক্কা খেতে হল প্রশাসনকে । সন্দেশখালি আবহের মধ্যে যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।
প্রসঙ্গত,সন্দেশখালি-কাণ্ডে আইএসএফের রাজ্য নেত্রী জুবি সাহাকে শুক্রবার ভোরে পুলিশ গ্রেফতার করে নিউটাউনের একটি আবাসন থেকে । যেটি আইএসএফের আরেক নেত্রী নাতাশা খানের । সেখানেই থাকতেন জুবি সাহা । পুলিশের দাবি, সন্দেশখালির অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে জুবি সাহার বিরুদ্ধে । সে কারণেই তাঁকে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন: