কলকাতা, 26 জানুয়ারি: এ রাজ্যে ইন্ডিয়া জোটের ধাক্কা খাওয়ার পেছনে অধীর রয়েছেন অধীর চৌধুরী ! গতকাল তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনকে বিদেশি বলে নিশানা করার পরেই, এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতিকেই বাংলায় 'ইন্ডিয়া' জোট না হওয়ার জন্য দায়ী করেছিলেন ডেরেক ৷ আর সে কারণেই তাঁকে 'বিদেশি' তকমা দেন অধীর ৷ এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাজ্যের শাসকদল ৷ তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, "কোনও সুস্থ, স্বাভাবিক মানুষ এ ধরনের কথা বলতে পারে না ৷"
এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "ডেরেক ও'ব্রায়েন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ৷ তাঁর সম্বন্ধে অধীর চৌধুরীর এই ধরনের মন্তব্য অত্যন্ত সমালোচনার যোগ্য ৷ যারা লেখাপড়া জানেন না ,তারা হয়তো এই ধরনের মন্তব্য করতে পারেন ৷ এ ধরনের বক্তব্যের পর ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় ৷ উনি যে পদে আছেন, সে পদের অপব্যবহার করছেন তিনি ৷ ওনার মন্তব্য থেকেই প্রমাণিত রাজ্যে আজ জোটের এই অবস্থার জন্য দায়ী তিনিই ৷"
-
#WATCH | West Bengal Congress president and MP Adhir Ranjan Chowdhury says, "Derek O’Brien is a foreigner, he knows a lot of things. Ask him..." pic.twitter.com/c79Ta0SNHv
— ANI (@ANI) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | West Bengal Congress president and MP Adhir Ranjan Chowdhury says, "Derek O’Brien is a foreigner, he knows a lot of things. Ask him..." pic.twitter.com/c79Ta0SNHv
— ANI (@ANI) January 25, 2024#WATCH | West Bengal Congress president and MP Adhir Ranjan Chowdhury says, "Derek O’Brien is a foreigner, he knows a lot of things. Ask him..." pic.twitter.com/c79Ta0SNHv
— ANI (@ANI) January 25, 2024
অধীর চৌধুরীর এ ধরনের বক্তব্যকে বিজেপির হয়ে কাজ করার সমান বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তার দাবি, "অধীর চৌধুরী আসলে সর্ষের মধ্যে ভূত ৷ তিনি বিজেপি এজেন্ট, বিজেপির দালাল এবং বিজেপির হয়ে কাজ করছেন ৷ তাঁকে তাঁর লোকসভা কেন্দ্রে বিজেপি সাহায্য করবে, এই প্রতিশ্রুতি দিয়েছে ৷ ফলে অধীর চৌধুরী এখন পাগলের মতো বিজেপির হয়ে কথা বলছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করছেন ৷"
এমনকি রাজ্যে বাকি দুই বিরোধী দল সিপিআইএম ও আইএসএফের সঙ্গেও অধীরের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন কুণাল ৷ তাঁর কথায়, "সিপিএম এবং আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে, আলাদা ভোটে লড়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে তাদের অক্সিজেন দেওয়ার কাজ করছেন ৷" তিনি আরও বলেন, "অধীর চৌধুরীর মুখোশ খুলে গিয়েছে ৷ প্রকৃত কংগ্রেস কর্মীরা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয় ৷ অধীর চৌধুরী যেভাবে সিপিআইএমের কাছে আত্মসমর্পণ করেছেন, তা কোনও প্রকৃত কংগ্রেস কর্মী মেনে নিতে পারেন না ৷"
উল্লেখ্য, দু’দিন আগে দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন অধীর চৌধুরীকে নিশানা করেন ৷ পশ্চিমবঙ্গে 'ইন্ডিয়া' জোট সফল না হওয়ার জন্য শুধুমাত্র অধীর চৌধুরীকে দায়ী করেছেন তিনি ৷ ডেরেকের বলেছিলেন, "রাজ্যে 'ইন্ডিয়া' জোট না হওয়ার পিছনে যদি তিনটি কারণ থাকে ৷ তাহলে তিনটি কারণই হলেন অধীর, অধীর আর অধীর ৷ যেভাবে তিনি শুরু থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় মিথ্যে বলে জনমানসে ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করছেন, তা অত্যন্ত নিন্দনীয় ৷ তাঁর কারণেই রাজ্যে জোট বড় ধাক্কা খেয়েছে ৷"
আরও পড়ুন: