ETV Bharat / politics

জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোট দিতে পারবেন না জেলবন্দি পার্থ-জ্যোতিপ্রিয়রা - তৃণমূল কংগ্রেস

Trinamool Congress: তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী-সহ চারজন বিধায়ক এখন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জেলবন্দি ৷ এই চারজন আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন না ৷ জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাঁরা ভোটে অংশ নিতে পারবেন না বলে জানা গিয়েছে ৷

Trinamool Congress
Trinamool Congress
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 5:39 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি দেশের 15টি রাজ্যে রাজ্যসভার 56টি আসনে ভোট ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গে পাঁচটি আসন রয়েছে ৷ সেই আসনগুলির ভোটে কি অংশগ্রহণ করতে পারবেন তৃণমূল কংগ্রেসের চার জেলবন্দি বিধায়ক (এঁদের মধ্যে দু’জন মন্ত্রী) ? সোমবার ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, 1951 সালে পাশ হওয়া জনপ্রতিনিধিত্ব আইনের 62 নম্বর ধারা অনুযায়ী ওই চারজন বিধায়ক ভোট দিতে পারবেন না ৷ কারণ, সংশ্লিষ্ট আইনের 62 নম্বর ধারা অনুযায়ী জেলবন্দি কোনও অভিযুক্ত বা দোষী ভোট দিতে পারেন না ৷ ফলে ওই চারজন রাজ্যসভার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না ৷

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের চারজন হেভিওয়েট তৃণমূল নেতা জেলবন্দি ৷ তাঁদের মধ্য়ে একজন পার্থ চট্টোপাধ্য়ায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একাধিক দায়িত্ব সামলানো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন ৷ অন্যদিকে মাস কয়েক আগে রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হয়ে জেলবন্দি হয়ে রয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাছাড়া শিক্ষা দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়ার কারণে জেলে রয়েছেন তৃণমূলের দুই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মানিক ভট্টাচার্য ৷

এই চারজনই আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন না ৷ যদিও তাতে ভোটে কিছু হেরফের হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ কারণ, অঙ্কের হিসেবে এবার যে পাঁচ আসন খালি হতে চলেছে, তার মধ্যে চারটিতে তৃণমূলের জয় পাকা ৷ পঞ্চম আসনটি যাবে বিজেপির ঝুলিতে৷ ফলে শাসক দল চারজন প্রার্থী ও বিজেপি একজন প্রার্থী দিলে, সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন ৷ সেক্ষেত্রে ওই চারজনের ভোটে অংশ নেওয়ার কোনও প্রয়োজন পড়বেই না ৷

আরও পড়ুন:

  1. বাংলার 5-সহ রাজ্যসভার 56 আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে, ঘোষণা কমিশনের
  2. এসএসকেএম থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরানো হল জ্যোতিপ্রিয়কে, শীঘ্রই শুরু জিজ্ঞাসাবাদ!
  3. এক বছর হয়ে গেল, আমাকে জোর করে আটকে রেখেছে: পার্থ

কলকাতা, 30 জানুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি দেশের 15টি রাজ্যে রাজ্যসভার 56টি আসনে ভোট ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গে পাঁচটি আসন রয়েছে ৷ সেই আসনগুলির ভোটে কি অংশগ্রহণ করতে পারবেন তৃণমূল কংগ্রেসের চার জেলবন্দি বিধায়ক (এঁদের মধ্যে দু’জন মন্ত্রী) ? সোমবার ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, 1951 সালে পাশ হওয়া জনপ্রতিনিধিত্ব আইনের 62 নম্বর ধারা অনুযায়ী ওই চারজন বিধায়ক ভোট দিতে পারবেন না ৷ কারণ, সংশ্লিষ্ট আইনের 62 নম্বর ধারা অনুযায়ী জেলবন্দি কোনও অভিযুক্ত বা দোষী ভোট দিতে পারেন না ৷ ফলে ওই চারজন রাজ্যসভার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না ৷

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের চারজন হেভিওয়েট তৃণমূল নেতা জেলবন্দি ৷ তাঁদের মধ্য়ে একজন পার্থ চট্টোপাধ্য়ায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একাধিক দায়িত্ব সামলানো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন ৷ অন্যদিকে মাস কয়েক আগে রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হয়ে জেলবন্দি হয়ে রয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাছাড়া শিক্ষা দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়ার কারণে জেলে রয়েছেন তৃণমূলের দুই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মানিক ভট্টাচার্য ৷

এই চারজনই আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন না ৷ যদিও তাতে ভোটে কিছু হেরফের হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ কারণ, অঙ্কের হিসেবে এবার যে পাঁচ আসন খালি হতে চলেছে, তার মধ্যে চারটিতে তৃণমূলের জয় পাকা ৷ পঞ্চম আসনটি যাবে বিজেপির ঝুলিতে৷ ফলে শাসক দল চারজন প্রার্থী ও বিজেপি একজন প্রার্থী দিলে, সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন ৷ সেক্ষেত্রে ওই চারজনের ভোটে অংশ নেওয়ার কোনও প্রয়োজন পড়বেই না ৷

আরও পড়ুন:

  1. বাংলার 5-সহ রাজ্যসভার 56 আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে, ঘোষণা কমিশনের
  2. এসএসকেএম থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরানো হল জ্যোতিপ্রিয়কে, শীঘ্রই শুরু জিজ্ঞাসাবাদ!
  3. এক বছর হয়ে গেল, আমাকে জোর করে আটকে রেখেছে: পার্থ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.