ETV Bharat / politics

দুর্গাপুরে নির্বাচনী প্রচারে কীর্তি আজাদ, প্রার্থী কি তিনিই? তুঙ্গে জল্পনা - লোকসভা নির্বাচন 2024

Kirti Azad in Durgapur: তৃণমূলের হয়ে প্রচারে দুর্গাপুরে এলেন বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ৷ ফলত বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়া নিয়ে শিল্পাঞ্চলে শুরু হয়েছে জল্পনা ৷

Etv Bharat
দুর্গাপুরে নির্বাচনী প্রচারে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 8:05 AM IST

দুর্গাপুরে নির্বাচনী প্রচারে এসে কীর্তি আজাদের বক্তব্য

দুর্গাপুর, 5 মার্চ: 2022 বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় তাঁকে গুরুদায়িত্ব (ইন-চার্জ) দিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই কীর্তি আজাদ কি আসন্ন লোকসভায় লড়বেন বাংলা থেকে ৷ সম্ভাবনা তেমনই ৷ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই একরকম প্রচার শুরু করে দিয়েছে তৃণমূলের ৷ সোমবার সেই প্রচারের অংশ হিসেবেই দুর্গাপুরে পা বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার ৷ এদিন অণ্ডাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা এবং তিনজন প্রাক্তন কাউন্সিলর-সহ তৃণমূল নেতাকর্মীরা। আর এরপর থেকেই রাজনৈতিকমহলে জল্পনা তীব্র হয়েছে যে, তাহলে বুঝি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার ঘাসফুলের প্রার্থী কীর্তিই ৷

মঙ্গলবার বেলা 11টা নাগাদ দুর্গাপুর স্টিল টাউনশিপের শিবাজি রোডে দুর্গাপুর ক্রিকেট ক্লাবে যাবেন কীর্তি ৷ এই ক্লাবের ক্রিকেট কোচ শিবনাথ রায়-সহ খুদে ক্রিকেট খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করবেন ৷ 1983 সালে ভারত কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বজয়ের স্বাদ পায় । কীর্তি আজাদ ছিলেন সেই বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য। বিহারের ভাগলপুরে জন্ম এই প্রাক্তন ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে 7টি টেস্ট ম্যাচ এবং 25টি একদিনের ম্যাচ খেলেছেন । তাঁর রাজনৈতিক জীবন যদিও শুরু হয়েছিল ভারতীয় জনতা পার্টির হাত ধরে (1999-2019)। কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে মনোমালিন্যের জেরে পরবর্তীতে তিনি জাতীয় কংগ্রেসের শিবিরে যোগ দিয়েছিলেন (2019-2021) ৷

এরপর 'হাত' ছেড়ে 2021 সালের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে নাম লেখান । নির্বাচনী প্রচারে আসার পর থেকেই জল্পনা ছড়িয়েছে যে 65 বছর বয়সি কীর্তি আজাদই কি এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী ? বহুবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার দেখা গিয়েছে কীর্তি আজাদকে। হঠাৎ তিনি দুর্গাপুরে কেন ? নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাক্তন কাউন্সিলর তো বলেই ফেললেন, "কীর্তি আজাদ যদি দুর্গাপুর ও বর্ধমানে রাজনৈতিক মাঠে নেমে পড়েন তাহলে বিজেপির এই আসন মাইনাস শুধু সময়ের অপেক্ষা ।"

যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার আরেকটি কেন্দ্র আসানসোলের প্রার্থী হিসেবে 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার নাম জানিয়ে দিয়েছেন ৷ তবে রাজ্যের বাকি 41টি আসনের প্রার্থী তালিকা আগামী 10 মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা থেকে ঘোষণার সম্ভাবনা রয়েছে ।

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা না-হলেও, এই কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেই সম্ভবত প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির । আসনটিতে জয় ছিনিয়ে নিতে মরিয়া রাজ্যের শাসকদল । প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদই কি তবে এই আসন পদ্মশিবিরের কাছে ছিনিয়ে নেওয়ার জন্য জোড়াফুল শিবিরের অস্ত্র ? আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় শিল্পাঞ্চল ৷

আরও পড়ুন :

  1. রাজ্যে জাতীয় নির্বাচন কমিশন, আগামী দু'দিন ঠাসা কর্মসূচি
  2. 'এটাই বাংলার মায়েদের শক্তি', আসানসোল থেকে পবন সরতেই 'জনগর্জন' তৃণমূলের
  3. রাজনীতিতে ঋতুপর্ণা ? নির্বাচনে দাঁড়ানো নিয়ে অবস্থান স্পষ্ট করলেন টলি-কুইন

দুর্গাপুরে নির্বাচনী প্রচারে এসে কীর্তি আজাদের বক্তব্য

দুর্গাপুর, 5 মার্চ: 2022 বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় তাঁকে গুরুদায়িত্ব (ইন-চার্জ) দিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই কীর্তি আজাদ কি আসন্ন লোকসভায় লড়বেন বাংলা থেকে ৷ সম্ভাবনা তেমনই ৷ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই একরকম প্রচার শুরু করে দিয়েছে তৃণমূলের ৷ সোমবার সেই প্রচারের অংশ হিসেবেই দুর্গাপুরে পা বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার ৷ এদিন অণ্ডাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা এবং তিনজন প্রাক্তন কাউন্সিলর-সহ তৃণমূল নেতাকর্মীরা। আর এরপর থেকেই রাজনৈতিকমহলে জল্পনা তীব্র হয়েছে যে, তাহলে বুঝি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার ঘাসফুলের প্রার্থী কীর্তিই ৷

মঙ্গলবার বেলা 11টা নাগাদ দুর্গাপুর স্টিল টাউনশিপের শিবাজি রোডে দুর্গাপুর ক্রিকেট ক্লাবে যাবেন কীর্তি ৷ এই ক্লাবের ক্রিকেট কোচ শিবনাথ রায়-সহ খুদে ক্রিকেট খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করবেন ৷ 1983 সালে ভারত কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বজয়ের স্বাদ পায় । কীর্তি আজাদ ছিলেন সেই বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য। বিহারের ভাগলপুরে জন্ম এই প্রাক্তন ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে 7টি টেস্ট ম্যাচ এবং 25টি একদিনের ম্যাচ খেলেছেন । তাঁর রাজনৈতিক জীবন যদিও শুরু হয়েছিল ভারতীয় জনতা পার্টির হাত ধরে (1999-2019)। কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে মনোমালিন্যের জেরে পরবর্তীতে তিনি জাতীয় কংগ্রেসের শিবিরে যোগ দিয়েছিলেন (2019-2021) ৷

এরপর 'হাত' ছেড়ে 2021 সালের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে নাম লেখান । নির্বাচনী প্রচারে আসার পর থেকেই জল্পনা ছড়িয়েছে যে 65 বছর বয়সি কীর্তি আজাদই কি এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী ? বহুবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার দেখা গিয়েছে কীর্তি আজাদকে। হঠাৎ তিনি দুর্গাপুরে কেন ? নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাক্তন কাউন্সিলর তো বলেই ফেললেন, "কীর্তি আজাদ যদি দুর্গাপুর ও বর্ধমানে রাজনৈতিক মাঠে নেমে পড়েন তাহলে বিজেপির এই আসন মাইনাস শুধু সময়ের অপেক্ষা ।"

যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার আরেকটি কেন্দ্র আসানসোলের প্রার্থী হিসেবে 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার নাম জানিয়ে দিয়েছেন ৷ তবে রাজ্যের বাকি 41টি আসনের প্রার্থী তালিকা আগামী 10 মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা থেকে ঘোষণার সম্ভাবনা রয়েছে ।

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা না-হলেও, এই কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেই সম্ভবত প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির । আসনটিতে জয় ছিনিয়ে নিতে মরিয়া রাজ্যের শাসকদল । প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদই কি তবে এই আসন পদ্মশিবিরের কাছে ছিনিয়ে নেওয়ার জন্য জোড়াফুল শিবিরের অস্ত্র ? আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় শিল্পাঞ্চল ৷

আরও পড়ুন :

  1. রাজ্যে জাতীয় নির্বাচন কমিশন, আগামী দু'দিন ঠাসা কর্মসূচি
  2. 'এটাই বাংলার মায়েদের শক্তি', আসানসোল থেকে পবন সরতেই 'জনগর্জন' তৃণমূলের
  3. রাজনীতিতে ঋতুপর্ণা ? নির্বাচনে দাঁড়ানো নিয়ে অবস্থান স্পষ্ট করলেন টলি-কুইন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.