ETV Bharat / politics

মোদিকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে লালুপ্রসাদের বিরুদ্ধে এফআইআর - Lok Sabha Election 2024

FIR Against Lalu Prasad Yadav: মাতৃবিয়োগের পর মাথা ন্যাড়া না করায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু নন বলে মন্তব্য করেছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অবমাননাকর, এই অভিযোগে লালুর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির যুব মোর্চা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 10:53 AM IST

পটনা, 4 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু নন ৷ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিহারের বিজেপি যুব মোর্চা ৷ লালু প্রসাদের নামে পটনার গান্ধি ময়দান থানায় বিজেপির যুব সংগঠনের মুখপাত্র কৃষ্ণ সিং এই অভিযোগ দায়ের করেছেন ৷ সেখানে বলা হয়েছে, লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রীর নামে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ সেই সঙ্গে রাম মন্দির নিয়ে দেশবাসী ভাবাবেগে আঘাত করার অভিযোগে তেজস্বী যাদবের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে ৷

এ নিয়ে কৃষ্ণ সিং দাবি করেছেন, "আরজেডি-র জন বিশ্বাস সমাবেশ থেকে লালুপ্রসাদ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু নন ৷ কারণ তিনি তাঁর মায়ের মৃত্যুর পর চুল, দাড়ি কামাননি ৷ এগুলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ৷ পাশাপাশি, ভারতের 140 কোটি মানুষের ভাবাবেগকে আঘাত করেছেন তেজস্বী যাদব ৷ তিনি রাম মন্দির ও উচ্চবর্ণের হিন্দুদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন ৷ তাই তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে ৷"

রবিবার পটনার গান্ধি ময়দানে 'ইন্ডিয়া' জোটের সভা থেকে ঠিক কী বলেছিলেন লালু প্রসাদ যাদব ? তাঁর দাবি ছিল, "মোদিজী হিন্দুত্ব নিয়ে বরাই করেন ৷ কিন্তু আমি মনে করি, উনি তো নিজেই হিন্দু নন ৷ হিন্দুরা মৃতের আত্মার শান্তি কামনায় চুল ও দাড়ি কেটে ফেলেন ৷ উনি যদি হিন্দু হতেন, তাহলে ওনার মায়ের মৃত্যুর পর মাথা ন্যাড়া করেননি কেন ? ওনাকে এর জবাব দিতে হবে ৷" এমনকি নরেন্দ্র মোদি হিন্দুদের মূল্যবোধের বিরুদ্ধাচারণ করেছেন বলেও অভিযোগ করেন লালু প্রসাদ যাদব ৷ 2022 সালের ডিসেম্বর মাসে 99 বছর বয়সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি প্রয়াত হন ৷

উল্লেখ্য, গতকাল পটনায় 'ইন্ডিয়া' জোটের প্রচারের প্রথম জনসভার আয়োজন করা হয় ৷ যার উদ্যোক্তা ছিল আরজেডি ৷ যেখান থেকে উত্তরপ্রদেশ ও বিহারের 120টি লোকসভা আসনকে পাখির চোখ করার কথা বলতে শোনা যায় বিরোধী শিবিরকে ৷ দাবি করা হয়, 120টি আসন দিল্লির মসনদ থেকে মোদি ও তাঁর সরকারকে ছুঁড়ে ফেলে দেবে ৷

আরও পড়ুন:

  1. জোটকে অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জের মাঝেই প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের
  2. উত্তরপ্রদেশ-বিহার মিলে 120 আসনে বিজেপিকে মানুষ পরাজিত করবে, বার্তা অখিলেশের

পটনা, 4 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু নন ৷ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিহারের বিজেপি যুব মোর্চা ৷ লালু প্রসাদের নামে পটনার গান্ধি ময়দান থানায় বিজেপির যুব সংগঠনের মুখপাত্র কৃষ্ণ সিং এই অভিযোগ দায়ের করেছেন ৷ সেখানে বলা হয়েছে, লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রীর নামে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ সেই সঙ্গে রাম মন্দির নিয়ে দেশবাসী ভাবাবেগে আঘাত করার অভিযোগে তেজস্বী যাদবের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে ৷

এ নিয়ে কৃষ্ণ সিং দাবি করেছেন, "আরজেডি-র জন বিশ্বাস সমাবেশ থেকে লালুপ্রসাদ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু নন ৷ কারণ তিনি তাঁর মায়ের মৃত্যুর পর চুল, দাড়ি কামাননি ৷ এগুলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ৷ পাশাপাশি, ভারতের 140 কোটি মানুষের ভাবাবেগকে আঘাত করেছেন তেজস্বী যাদব ৷ তিনি রাম মন্দির ও উচ্চবর্ণের হিন্দুদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন ৷ তাই তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে ৷"

রবিবার পটনার গান্ধি ময়দানে 'ইন্ডিয়া' জোটের সভা থেকে ঠিক কী বলেছিলেন লালু প্রসাদ যাদব ? তাঁর দাবি ছিল, "মোদিজী হিন্দুত্ব নিয়ে বরাই করেন ৷ কিন্তু আমি মনে করি, উনি তো নিজেই হিন্দু নন ৷ হিন্দুরা মৃতের আত্মার শান্তি কামনায় চুল ও দাড়ি কেটে ফেলেন ৷ উনি যদি হিন্দু হতেন, তাহলে ওনার মায়ের মৃত্যুর পর মাথা ন্যাড়া করেননি কেন ? ওনাকে এর জবাব দিতে হবে ৷" এমনকি নরেন্দ্র মোদি হিন্দুদের মূল্যবোধের বিরুদ্ধাচারণ করেছেন বলেও অভিযোগ করেন লালু প্রসাদ যাদব ৷ 2022 সালের ডিসেম্বর মাসে 99 বছর বয়সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি প্রয়াত হন ৷

উল্লেখ্য, গতকাল পটনায় 'ইন্ডিয়া' জোটের প্রচারের প্রথম জনসভার আয়োজন করা হয় ৷ যার উদ্যোক্তা ছিল আরজেডি ৷ যেখান থেকে উত্তরপ্রদেশ ও বিহারের 120টি লোকসভা আসনকে পাখির চোখ করার কথা বলতে শোনা যায় বিরোধী শিবিরকে ৷ দাবি করা হয়, 120টি আসন দিল্লির মসনদ থেকে মোদি ও তাঁর সরকারকে ছুঁড়ে ফেলে দেবে ৷

আরও পড়ুন:

  1. জোটকে অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জের মাঝেই প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের
  2. উত্তরপ্রদেশ-বিহার মিলে 120 আসনে বিজেপিকে মানুষ পরাজিত করবে, বার্তা অখিলেশের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.