ETV Bharat / politics

রাহুলবাবা, আপনার নানি এলেও সিএএ হঠাতে দেব না: শাহ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Shah slams Rahul-Mamata: সিএএ-র বিরোধিতা করার জন্য রাহুল গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
উলুবেড়িয়ায় অমিত শাহ (ছবি: বিজেপি ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 6:02 PM IST

Updated : May 14, 2024, 6:57 PM IST

উলুবেড়িয়া, 14 মে: মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধি যতই বিরোধিতা করুন, কোনও অবস্থাতেই দেশ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনকে বাতিল করতে দেব না ৷ উলুবেড়িয়ার সভা থেকে এমনই হুংকার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ প্রসঙ্গে সনিয়া-পুত্রকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, "রাহুলবাবা বলে, সিএএকে রিপিল করে দেব ৷ আপনি কেন, আপনার নানি এলেও সিএএকে হঠাতে দেব না ৷" আর ভোটব্যাংকের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে বিরোধিতা করছেন বলেও তোপ দাগেন শাহ ৷

মঙ্গলবার উলুবেড়িয়ার সভার শুরু থেকেই সিএএ নিয়ে সরব হন অমিত শাহ ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ছাড় দিয়ে রেখেছেন, রোহিঙ্গাদের ছাড় দিয়ে রেখেছেন ৷ বাংলাকে মমতাদিদি অনুপ্রবেশকারীদের স্থান বানিয়ে রেখেছেন ৷ মমতাদিদি কেন অনুপ্রবেশকারীদের আটকাবেন ? ওরাই তো তাঁর ভোটব্যাংক ৷ তাই তিনি অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য শরণার্থীদের নাগরিকত্ব আটকাতে সিএএ-র বিরুদ্ধে মিছিল বের করেন ৷ মমতাদিদি যতই বিরোধিতা করুন, প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার কাজ করবেন নরেন্দ্র মোদি ৷"

মমতার পাশাপাশি সিএএ-র বিরোধিতা করার জন্য এ দিন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও একহাত নেন অমিত শাহ ৷ তাঁর কথায়, "রাহুলবাবা বলেন, সিএএকে রিপিল করে দেব ৷ রাহুলবাবা, আপনি কেন, আপনার নানি এলেও সিএএকে হঠাতে দেব না ৷" মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধি কেউই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না বলেও এ দিন কটাক্ষ করেন শাহ ৷ উলুবেড়িয়ার আগে বনগাঁতেও তিনি সিএএ নিয়ে সরব হয়েছিলেন ৷

সিএএ ছাড়াও এ দিন উলুবেড়িয়ায় কাটমানি, বালি চুরি, সন্দেশখালি-সহ বিভিন্ন বিষয়ে শাসকদলকে তুলোধোনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৷ শাহ বলেন, "দামোদর নদীতে ট্রাক ট্রাক বালি চুরি করছে ভাইপো ও তার গুন্ডারা ৷ এটা আটকাতে পারে বিজেপি ৷ ইসলামপুরে খালের ধারে নিজেদের দোকান বানিয়েছে ভাইপো ৷ তার ফলে কৃষকরা জল পাচ্ছেন না ৷ জিতলে পুরো খাল খালি করার কাজ করবেন অরুণ (বিজেপি প্রার্থী অরুণউদয় পালচৌধুরী) ৷ উলুবেড়িয়ার জরি শিল্পে আগে 20 লাখ লোক করতেন ৷ কাটমানির জন্য সব বন্ধ হয়েছে ৷ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্টে জরি গ্রামকে পুনরুজ্জীবিত করার কাজ বিজেপি করবে ৷"

এ দিনের সভায় সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে অমিত শাহ বলেন, "মহিলা মুখ্যমন্ত্রীর নাকের নীচ দিয়ে সন্দেশখালিতে মায়েদের উপর অত্যাচার হয় ৷ হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিলে তবে তাঁদের দলের নেতা জেলে গেল ৷ কথা দিচ্ছি, সন্দেশখালিতে যারা অন্যায় করেছে তাদের বেছে বেছে জেলে ঢোকাব ৷"

বনগাঁর পর উলুবেড়িয়াতেও শাহ দাবি করেছেন যে, প্রথম চার দফার নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফেলেছে এনডিএ ৷ তিনি বলেন, "প্রথম চার দফায় 270 পার হয়ে গিয়েছে ৷ সংখ্যাগরিষ্ঠতা এসে গিয়েছে ৷ এ বার পঞ্চম দফায় 400 পার করাই লক্ষ্য ৷" তাঁর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না, বরং এই প্রকল্পে 100 টাকা করে বেশি পাবেন মহিলারা ৷

আরও পড়ুন:

  1. বঙ্গে তিরিশের বেশি আসন জিতলে বাড়ি-বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবেন শান্তনু, বনগাঁয় শাহী প্রতিশ্রুতি
  2. মাণ্ডিতে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থী কঙ্গনার
  3. 'কুরুক্ষেত্র' ব‍্যারাকপুর ! পার্থ-অর্জুনের 'মহাভারতে' কুর্সি পাবেন কে ? ফ্যাক্টর হতে পারে বামেরা

উলুবেড়িয়া, 14 মে: মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধি যতই বিরোধিতা করুন, কোনও অবস্থাতেই দেশ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনকে বাতিল করতে দেব না ৷ উলুবেড়িয়ার সভা থেকে এমনই হুংকার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ প্রসঙ্গে সনিয়া-পুত্রকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, "রাহুলবাবা বলে, সিএএকে রিপিল করে দেব ৷ আপনি কেন, আপনার নানি এলেও সিএএকে হঠাতে দেব না ৷" আর ভোটব্যাংকের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে বিরোধিতা করছেন বলেও তোপ দাগেন শাহ ৷

মঙ্গলবার উলুবেড়িয়ার সভার শুরু থেকেই সিএএ নিয়ে সরব হন অমিত শাহ ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ছাড় দিয়ে রেখেছেন, রোহিঙ্গাদের ছাড় দিয়ে রেখেছেন ৷ বাংলাকে মমতাদিদি অনুপ্রবেশকারীদের স্থান বানিয়ে রেখেছেন ৷ মমতাদিদি কেন অনুপ্রবেশকারীদের আটকাবেন ? ওরাই তো তাঁর ভোটব্যাংক ৷ তাই তিনি অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য শরণার্থীদের নাগরিকত্ব আটকাতে সিএএ-র বিরুদ্ধে মিছিল বের করেন ৷ মমতাদিদি যতই বিরোধিতা করুন, প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার কাজ করবেন নরেন্দ্র মোদি ৷"

মমতার পাশাপাশি সিএএ-র বিরোধিতা করার জন্য এ দিন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও একহাত নেন অমিত শাহ ৷ তাঁর কথায়, "রাহুলবাবা বলেন, সিএএকে রিপিল করে দেব ৷ রাহুলবাবা, আপনি কেন, আপনার নানি এলেও সিএএকে হঠাতে দেব না ৷" মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধি কেউই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না বলেও এ দিন কটাক্ষ করেন শাহ ৷ উলুবেড়িয়ার আগে বনগাঁতেও তিনি সিএএ নিয়ে সরব হয়েছিলেন ৷

সিএএ ছাড়াও এ দিন উলুবেড়িয়ায় কাটমানি, বালি চুরি, সন্দেশখালি-সহ বিভিন্ন বিষয়ে শাসকদলকে তুলোধোনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৷ শাহ বলেন, "দামোদর নদীতে ট্রাক ট্রাক বালি চুরি করছে ভাইপো ও তার গুন্ডারা ৷ এটা আটকাতে পারে বিজেপি ৷ ইসলামপুরে খালের ধারে নিজেদের দোকান বানিয়েছে ভাইপো ৷ তার ফলে কৃষকরা জল পাচ্ছেন না ৷ জিতলে পুরো খাল খালি করার কাজ করবেন অরুণ (বিজেপি প্রার্থী অরুণউদয় পালচৌধুরী) ৷ উলুবেড়িয়ার জরি শিল্পে আগে 20 লাখ লোক করতেন ৷ কাটমানির জন্য সব বন্ধ হয়েছে ৷ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্টে জরি গ্রামকে পুনরুজ্জীবিত করার কাজ বিজেপি করবে ৷"

এ দিনের সভায় সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে অমিত শাহ বলেন, "মহিলা মুখ্যমন্ত্রীর নাকের নীচ দিয়ে সন্দেশখালিতে মায়েদের উপর অত্যাচার হয় ৷ হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিলে তবে তাঁদের দলের নেতা জেলে গেল ৷ কথা দিচ্ছি, সন্দেশখালিতে যারা অন্যায় করেছে তাদের বেছে বেছে জেলে ঢোকাব ৷"

বনগাঁর পর উলুবেড়িয়াতেও শাহ দাবি করেছেন যে, প্রথম চার দফার নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফেলেছে এনডিএ ৷ তিনি বলেন, "প্রথম চার দফায় 270 পার হয়ে গিয়েছে ৷ সংখ্যাগরিষ্ঠতা এসে গিয়েছে ৷ এ বার পঞ্চম দফায় 400 পার করাই লক্ষ্য ৷" তাঁর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না, বরং এই প্রকল্পে 100 টাকা করে বেশি পাবেন মহিলারা ৷

আরও পড়ুন:

  1. বঙ্গে তিরিশের বেশি আসন জিতলে বাড়ি-বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবেন শান্তনু, বনগাঁয় শাহী প্রতিশ্রুতি
  2. মাণ্ডিতে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থী কঙ্গনার
  3. 'কুরুক্ষেত্র' ব‍্যারাকপুর ! পার্থ-অর্জুনের 'মহাভারতে' কুর্সি পাবেন কে ? ফ্যাক্টর হতে পারে বামেরা
Last Updated : May 14, 2024, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.