কলকাতা, 28 ফেব্রুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ব়্যাডারে এবার আরও এক তৃণমূল নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী ৷ এবার চিট ফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে তলব করা হয় রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে ৷ তাঁকে প্রয়োজনীয় নথি-সহ চলতি সপ্তাহের মধ্য়েই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সূত্র মারফত জানা গিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে যেতে পারবেন না ৷ তাঁর আইনজীবী ইডিকে ইমেলকে এই বিষয়টি জানিয়েছেন ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে 10 বছর আগে এই মামলার তদন্ত শুরু হয় ৷ সেই সময় তদন্ত শুরু করে সিবিআই ৷ যেহেতু এই দুর্নীতির সঙ্গে আর্থিক বিষয়টি জড়িয়েছিল ৷ তাই পরে এই নিয়ে ইডিও তদন্ত শুরু করে ৷
সম্প্রতি এই চিট ফান্ড মামলার তদন্তে মুকুল রায়কে তলব করেছিল ইডি ৷ শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা না দেওয়ায় দিনকয়েক আগে মুকুল রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ এবার নোটিশ পাঠানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাসকে ৷ যদিও এই বিষয়ে অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি । তৃণমূলের তরফে কারও কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷
ইডি সূত্রে খবর, কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তরিত করার জন্য একাধিক রাজ্যের প্রভাবশালীরা যুক্ত রয়েছে এই ঘটনায় । তাই প্রশ্ন উঠছে, সেই সমস্ত প্রভাবশালীদের সম্পর্কে তথ্য জানতেই কি তলব করা হল অরূপ বিশ্বাসকে ? নাকি মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের পর কোনও সূত্র পেয়েই বিদ্যুৎমন্ত্রীকে তলব করা হল ? এই নিয়ে ইডির তরফে অবশ্য কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷
আরও পড়ুন: