ETV Bharat / politics

সুন্দর মুখ দেখে ভোট দেবে না মানুষ, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপের - Medinipur Lok Sabha TMC Candidate

TMC Candidates in Lok Sabha Elections 2024: আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের ভোটাররা কাজ দেখে ভোট দেবেন, সুন্দর মুখ দেখে নয় ৷ তৃণমূল প্রার্থী জুন মালিয়া সম্পর্কে এমনই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ তথা সম্ভাব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 2:12 PM IST

জুনকে কটাক্ষ দিলীপের

খড়গপুর, 11 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছেন বিধায়ক জুন মালিয়াকে ৷ যে আসনে বিজেপি-র টিকিটে দ্বিতীয়বার সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ ৷ টিকিট এখনও না-পেলেও তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে নিশানা দাগতে শুরু করেছেন দিলীপ ৷ কটাক্ষ করলেন, মেদিনীপুরের মানুষ সুন্দর মুখ দেখে ভোট দেবেন না ৷ পাশাপাশি বহরমপুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে দিলীপের বক্তব্য, অধীরের রাস্তায় পাথর ফেলে দিয়েছে তৃণমূল ৷

নির্বাচনী নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি ৷ কিন্তু, নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে 42 আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছে ৷ যেখানে মেদিনীপুর লোকসভা থেকে প্রার্থী করা হয়েছে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে ৷ যাঁকে নিয়ে এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ আর এবার জুন লোকসভার লড়াইয়ে ৷

জুন মালিয়াকে তাঁর কটাক্ষ, "এই সুন্দর মুখ দেখে মানুষ ভোট দেবে না ৷ কারণ পুরানো দিনের অভিজ্ঞতা ভালো নয় মেদিনীপুরের মানুষের ৷" এদিন বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে দিলীপ দাবি করেন, "ইউসুফ পাঠানকে যদি তৃণমূলের এতই ক্যান্ডিডেট করার প্রয়োজন ছিল, তাহলে গুজরাত থেকে করা উচিত ছিল ৷ তাতে গুজরাতে তৃণমূলের সিট হত ৷ ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনও মানে হয় না ৷ আমার মনে হয় অধীরের রাস্তায় পাথর ফেলে দিয়েছে তৃণমূল ৷"

কটাক্ষের পাশাপাশি তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷ তবে নির্বাচনী লড়াইয়ের ময়দানে জুনকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না-বলেও সাফ জানিয়ে দেন তিনি ৷ দিলীপের বক্তব্য, "জুন এখানকার প্রার্থী হয়েছেন, শুভেচ্ছা রইল ৷ তবে বিজেপি সারা বছর জুড়েই কাজ করে চলছে ৷ বিশেষ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের রেল শহর খড়গপুরকে ঢালাও সাজিয়েছে ৷ রেলের বিপুল পরিবর্তন করেছে ৷ নতুন নতুন রেললাইন হচ্ছে, ট্রেন চলছে ৷ বেলদাতে এয়ারপোর্ট তৈরি করার কাজ শুরু হয়েছে ৷ কলাইকুন্ডা বিমানবন্দরকে জাতীয় বিমানবন্দর করার যোজনা তৈরি হয়েছে ৷ সার্বিকভাবে বলা যেতে পারে, সারা বছর ধরে উন্নয়নের কাজ চলছে ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, টিকিট না-পেয়েই সিদ্ধান্ত নায়িকার?
  2. মুখ্যমন্ত্রীকে ধন‍্যবাদ, অর্জুনকে প্রার্থী না-করা প্রসঙ্গে প্রতিক্রিয়া শ্যামের
  3. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান

জুনকে কটাক্ষ দিলীপের

খড়গপুর, 11 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছেন বিধায়ক জুন মালিয়াকে ৷ যে আসনে বিজেপি-র টিকিটে দ্বিতীয়বার সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ ৷ টিকিট এখনও না-পেলেও তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে নিশানা দাগতে শুরু করেছেন দিলীপ ৷ কটাক্ষ করলেন, মেদিনীপুরের মানুষ সুন্দর মুখ দেখে ভোট দেবেন না ৷ পাশাপাশি বহরমপুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে দিলীপের বক্তব্য, অধীরের রাস্তায় পাথর ফেলে দিয়েছে তৃণমূল ৷

নির্বাচনী নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি ৷ কিন্তু, নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে 42 আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছে ৷ যেখানে মেদিনীপুর লোকসভা থেকে প্রার্থী করা হয়েছে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে ৷ যাঁকে নিয়ে এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ আর এবার জুন লোকসভার লড়াইয়ে ৷

জুন মালিয়াকে তাঁর কটাক্ষ, "এই সুন্দর মুখ দেখে মানুষ ভোট দেবে না ৷ কারণ পুরানো দিনের অভিজ্ঞতা ভালো নয় মেদিনীপুরের মানুষের ৷" এদিন বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে দিলীপ দাবি করেন, "ইউসুফ পাঠানকে যদি তৃণমূলের এতই ক্যান্ডিডেট করার প্রয়োজন ছিল, তাহলে গুজরাত থেকে করা উচিত ছিল ৷ তাতে গুজরাতে তৃণমূলের সিট হত ৷ ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনও মানে হয় না ৷ আমার মনে হয় অধীরের রাস্তায় পাথর ফেলে দিয়েছে তৃণমূল ৷"

কটাক্ষের পাশাপাশি তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷ তবে নির্বাচনী লড়াইয়ের ময়দানে জুনকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না-বলেও সাফ জানিয়ে দেন তিনি ৷ দিলীপের বক্তব্য, "জুন এখানকার প্রার্থী হয়েছেন, শুভেচ্ছা রইল ৷ তবে বিজেপি সারা বছর জুড়েই কাজ করে চলছে ৷ বিশেষ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের রেল শহর খড়গপুরকে ঢালাও সাজিয়েছে ৷ রেলের বিপুল পরিবর্তন করেছে ৷ নতুন নতুন রেললাইন হচ্ছে, ট্রেন চলছে ৷ বেলদাতে এয়ারপোর্ট তৈরি করার কাজ শুরু হয়েছে ৷ কলাইকুন্ডা বিমানবন্দরকে জাতীয় বিমানবন্দর করার যোজনা তৈরি হয়েছে ৷ সার্বিকভাবে বলা যেতে পারে, সারা বছর ধরে উন্নয়নের কাজ চলছে ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, টিকিট না-পেয়েই সিদ্ধান্ত নায়িকার?
  2. মুখ্যমন্ত্রীকে ধন‍্যবাদ, অর্জুনকে প্রার্থী না-করা প্রসঙ্গে প্রতিক্রিয়া শ্যামের
  3. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.