ETV Bharat / politics

রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি, কটাক্ষ দিলীপ ঘোষের - দিলীপ ঘোষ

Dilip Ghosh: রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি বলে মঙ্গলবার সকালে খড়গপুরে বসে কটাক্ষ করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর এই মন্তব্য ঘিরে হইচই পড়েছে ৷ কাকে উদ্দেশ্য করে এই কথা বললেন দিলীপ, সেই ব্যাখ্যা অবশ্য মেলেনি ৷

Dilip Ghosh
Dilip Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 5:04 PM IST

রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি, কটাক্ষ দিলীপ ঘোষের

খড়গপুর, 23 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি ৷ মঙ্গলবার সকালে রেলশহর খড়গপুরে বসে এমনই মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর এই মন্তব্য ঘিরে হইচই পড়েছে রাজনৈতিক মহলে ৷ প্রশ্ন উঠেছে, কাকে উদ্দেশ্যে করে তিনি এই কথা বললেন ? উত্তর অবশ্য অধরা ৷ কারণ, ঠিক কাকে নিশানা করে একথা বলা হল, সেই ব্যাখ্যা অবশ্য দেননি বিজেপির এই নেতা ৷

উল্লেখ্য, মঙ্গলবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণে বের হয়ে চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তাঁকে সাংবাদিকরা রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে প্রশ্ন করেন ৷ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি ও কলকাতায় সংহতি মিছিল করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷

উত্তরে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘প্রথম কথা হল পুরো দেশ রামের সঙ্গে আছে ৷ পুরো সমাজ রামের সঙ্গে ছিল ৷ আর তৃণমূল কংগ্রেসে নিজেদের কয়েকজন লোককে নিয়ে মিছিল করেছে ৷ বাংলা থেকেও হাজার হাজার লোক গিয়েছেন (অযোধ্যায়) ৷ যাওয়ার জন্য প্রস্তুতও রয়েছেন ৷ রাম-লক্ষ্মণ দেখতে গেলেন, ভালু গেল, জটায়ু গেলেন, পাখি গেল, কুকুর-বিড়ালও যাচ্ছে ৷ শুধু সূর্পনখা আর কালনেমি যেতে পারল না ৷’’

তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে৷ প্রশ্ন উঠেছে, যেহেতু মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি এই বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ্য করেই করেছেন বঙ্গ বিজেপির এই হেভিওয়েট নেতা ? তবে এই নিয়ে কোনও ব্যাখ্য়া মেলেনি ৷ আর এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি ৷

তবে দিলীপ ঘোষ এ দিন তৃণমূলের সংহতি মিছিলের সমালোচনা করতে গিয়ে রামের বিরোধিতার প্রসঙ্গ টেনেছেন ৷ অভিযোগ করেছেন তৃণমূল রামের বিরোধিতা করছে বলে ৷ কিন্তু এই বিরোধিতার ফল আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভুগতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷

দিলীপ ঘোষ বলেন, ‘‘এবার ভোট রামের নামে হবে ৷ ভোট হবে কাজ দেখে ৷ যারা মানুষের থেকে লুট করেছে, দেশের সম্পত্তিকে লুটেছে, রামরাজ্যে এমন লোকেদের কোনও জায়গা নেই ৷ পুরো দেশে সবাই রামের সঙ্গে আছেন ৷ শুধু বাংলায় যারা দুর্নীতির টাকা নিচ্ছে, তারাই রামের বিরুদ্ধে ৷ 2024 সালের এর সব হিসেব হবে, দেখতে পাবেন ৷’’

একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন যে তৃণমূলের বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছে ৷ দিলীপ ঘোষের কথায়, ‘‘গ্রামে-গ্রামে স্কুলে শিশুরা আসেনি, হাসপাতালে রোগী আসেনি, আইআইটির পড়ুয়ারা নিরামিষ খেয়ে উৎসব পালন করেছে ৷ আর এরা বুঝতে পারছে না ৷ এরা বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েছে, তাই রামের বিরোধিতা করছে ৷’’

আরও পড়ুন:

  1. হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. রাম উৎসবের মাইক খুলতে এলে পুলিশের প্যান্ট খুলে নিন, নিদান দিলীপের
  3. রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে আসানসোল থেকে অযোধ্যায় পাড়ি করসেবক অভয়ের

রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি, কটাক্ষ দিলীপ ঘোষের

খড়গপুর, 23 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি ৷ মঙ্গলবার সকালে রেলশহর খড়গপুরে বসে এমনই মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর এই মন্তব্য ঘিরে হইচই পড়েছে রাজনৈতিক মহলে ৷ প্রশ্ন উঠেছে, কাকে উদ্দেশ্যে করে তিনি এই কথা বললেন ? উত্তর অবশ্য অধরা ৷ কারণ, ঠিক কাকে নিশানা করে একথা বলা হল, সেই ব্যাখ্যা অবশ্য দেননি বিজেপির এই নেতা ৷

উল্লেখ্য, মঙ্গলবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণে বের হয়ে চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তাঁকে সাংবাদিকরা রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে প্রশ্ন করেন ৷ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি ও কলকাতায় সংহতি মিছিল করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷

উত্তরে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘প্রথম কথা হল পুরো দেশ রামের সঙ্গে আছে ৷ পুরো সমাজ রামের সঙ্গে ছিল ৷ আর তৃণমূল কংগ্রেসে নিজেদের কয়েকজন লোককে নিয়ে মিছিল করেছে ৷ বাংলা থেকেও হাজার হাজার লোক গিয়েছেন (অযোধ্যায়) ৷ যাওয়ার জন্য প্রস্তুতও রয়েছেন ৷ রাম-লক্ষ্মণ দেখতে গেলেন, ভালু গেল, জটায়ু গেলেন, পাখি গেল, কুকুর-বিড়ালও যাচ্ছে ৷ শুধু সূর্পনখা আর কালনেমি যেতে পারল না ৷’’

তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে৷ প্রশ্ন উঠেছে, যেহেতু মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি এই বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ্য করেই করেছেন বঙ্গ বিজেপির এই হেভিওয়েট নেতা ? তবে এই নিয়ে কোনও ব্যাখ্য়া মেলেনি ৷ আর এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি ৷

তবে দিলীপ ঘোষ এ দিন তৃণমূলের সংহতি মিছিলের সমালোচনা করতে গিয়ে রামের বিরোধিতার প্রসঙ্গ টেনেছেন ৷ অভিযোগ করেছেন তৃণমূল রামের বিরোধিতা করছে বলে ৷ কিন্তু এই বিরোধিতার ফল আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভুগতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷

দিলীপ ঘোষ বলেন, ‘‘এবার ভোট রামের নামে হবে ৷ ভোট হবে কাজ দেখে ৷ যারা মানুষের থেকে লুট করেছে, দেশের সম্পত্তিকে লুটেছে, রামরাজ্যে এমন লোকেদের কোনও জায়গা নেই ৷ পুরো দেশে সবাই রামের সঙ্গে আছেন ৷ শুধু বাংলায় যারা দুর্নীতির টাকা নিচ্ছে, তারাই রামের বিরুদ্ধে ৷ 2024 সালের এর সব হিসেব হবে, দেখতে পাবেন ৷’’

একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন যে তৃণমূলের বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছে ৷ দিলীপ ঘোষের কথায়, ‘‘গ্রামে-গ্রামে স্কুলে শিশুরা আসেনি, হাসপাতালে রোগী আসেনি, আইআইটির পড়ুয়ারা নিরামিষ খেয়ে উৎসব পালন করেছে ৷ আর এরা বুঝতে পারছে না ৷ এরা বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েছে, তাই রামের বিরোধিতা করছে ৷’’

আরও পড়ুন:

  1. হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. রাম উৎসবের মাইক খুলতে এলে পুলিশের প্যান্ট খুলে নিন, নিদান দিলীপের
  3. রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে আসানসোল থেকে অযোধ্যায় পাড়ি করসেবক অভয়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.