ঘাটাল, 14 এপ্রিল: লোকসভা নির্বাচনের আবহে বাংলার বর্ষবরণ ৷ তাই নববর্ষের প্রথম দিনে প্রচারেও ষোলআনা বাঙালিয়ানা ৷ খাঁটি বাঙালির সাজে সেজে আজ নিজের কেন্দ্রে প্রচার সারলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা দেব ৷ নতুন বছরে সবার কাছে ভদ্রতা ও সৌজন্যতা রক্ষার আবেদন জানিয়েছেন তিনি ৷
নববর্ষের সকালে লাল পঞ্জাবি পরে নিজের এলাকায় প্রচারে বের হন দেব ৷ যোগ দেন নববর্ষে উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে ৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এই নতুন বছরে সবার কাছে ভদ্রতা ও সৌজন্যতা রক্ষার আবেদন রাখলাম ।"
রবিবার নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাওয়ার আগে ঘাটাল কলেজ মোড় এলাকায় একটি সংস্থার বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন সাংসদ-অভিনেতা ।বাংলা নববর্ষে নিজের লোকসভা কেন্দ্র ও রাজ্যবাসীকে কী বলবেন ? এই প্রশ্নের জবাবে দেব প্রথমেই জানালেন নববর্ষের শুভেচ্ছা ৷ এরপর সংবাদমাধ্যমের কাছে দেব বলেন, "নতুন বছরে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিপ্রিয় ভাবে আমরা যেন থাকি ।"
তীব্র দাবদাহে নির্বাচনের কাজের জন্য নিজের ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা বুথ স্তরে যেভাবে ঘুরে ঘুরে খাটছেন, তাঁদের উদ্দেশে মাথা নিচু করে ধন্যবাদ জ্ঞাপন ও স্যালুট জানান দেব ।
উল্লেখ্য, একদিকে যখন ঘাটালের তৃণমূল প্রার্থী বিভিন্ন বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার চালাচ্ছেন, তখনই তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কেশপুরের আনন্দপুরের থানায় গিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ প্রশাসনকে । অর্থাৎ নববর্ষের প্রথম দিনে ঘাটালে জোরকদমে ভোটের প্রচারে গা ভাসালেন দুই অভিনেতা-প্রার্থী ।
আরও পড়ুন: