ETV Bharat / politics

দার্জিলিংয়ে পৌঁছেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক রাজু বিস্তার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: 2019 সালে দার্জিলিং থেকে জয়ী হন বিজেপির রাজু বিস্তা ৷ 2024 সালে ওই কেন্দ্রে তিনিই আবার প্রার্থী ৷ শনিবার দার্জিলিংয়ে পৌঁছে তিনি সরাসরি চলে যান গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে ৷ বিমলকে আবার এনডিএ-তে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 8:47 PM IST

দার্জিলিংয়ে পৌঁছেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক রাজু বিস্তার

দার্জিলিং, 30 মার্চ: গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে শনিবার দেখা করলেন দার্জিলিংয়ের সাংসদ ও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এ দিন সকালের দিকে দিল্লি থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান রাজু বিস্তা ৷ তার পর সেখান থেকে পাহাড়ে আসেন তিনি ৷ দার্জিলিংয়ে এসেই তিনি সোজা চলে যান সিংমারিতে মোর্চার কার্যালয়ে ৷ বিকেল পাঁচটা নাগাদ তিনি সেখানে দেখা করেন বিমল গুরুংয়ের সঙ্গে ৷ তার পর তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে ৷ আশা করছি তিনি এনডিএ-র সঙ্গে আবার আসবেন ৷’’

সিংমারিতে মোর্চার কার্যালয়ে মিনিট 20 ছিলেন রাজু বিস্তা ৷ সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোর্চা সুপ্রিমোর তরফে ৷ সেখানে রোশন গিরি ও আশা গুরুংও উপস্থিত ছিলেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন, "আমি এখানে বিমল দাজুর সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ আমাদের দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক ৷ আমরা ভাইয়ের মতো ৷ আজ আমরা তাঁর চেম্বারে ইতিবাচক কথা বলেছি ৷’’ রাজু বিস্তার সঙ্গে দেখা করার পরই মোর্চার কোর কমিটির সঙ্গে বৈঠক করেন বিমল গুরুং ৷ সেকথা সংবাদমাধ্যমকে জানান রাজু ৷

রাজু এ দিনের বৈঠক নিয়ে আরও বলেন, ‘‘আমি বিশ্বাস করি যে বিমল দাজু আবারও এনডিএ জোটে যোগ দেবেন এবং তিনি যখন এনডিএ-তে যোগ দেবেন, আমাদের গতবারের নির্বাচনের রেকর্ড ভেঙে যাবে । আর আমি হাই প্রোফাইল-টাকার জন্য নয়, গোর্খা জনগণের জন্য সাংসদ হয়েছি ৷ মোদিজি যেমন বলেছেন, তেমনই এবার গোর্খাদের স্বপ্ন অবশ্যই সফল হবে ।’’

কিন্তু মোর্চা কি আবার এনডিএ-তে ফিরবে ? এই প্রশ্নের ইতিবাচক উত্তর অবশ্য গুরুংয়ের পক্ষ থেকে পাওয়া যায়নি ৷ তিনি বলেন, ‘‘আমরা আগামী 3 এপ্রিল মনোনয়ন জমা দেব ৷ আর যাঁরাই আমার কাছে আসেন, আমি প্রত্যেককেই আশীর্বাদ করি ৷ রাজু বিস্তাকেও সেভাবে আশীর্বাদ করেছি ৷ আমাদের দুই দলের অ্যাজেন্ডা আলাদা ৷’’

বিজেপিকে গুরুং সমর্থন করবে কি না, সেই বিষয়ে যেমন ধোঁয়াশা রয়েছে ৷ তেমনই গুরুং নিজে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয় ৷ শনিবার এই নিয়েও গুরুং কোনও উত্তর দেননি ৷

আরও পড়ুন:

  1. পাহাড়ে বিজেপির রাজু বনাম পদ্মের বিষ্ণু, নির্দল হিসেবে মনোনয়ন দাখিল বিধায়কের
  2. আমিই আসল ভূমিপুত্র, শিলিগুড়ি পৌঁছে মন্তব্য দ্বিতীয়বার প্রার্থী হওয়া রাজু বিস্তার
  3. বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়তে পারতেন, বিষ্ণুপ্রসাদ শর্মাকে তোপ রাজু বিস্তার

দার্জিলিংয়ে পৌঁছেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক রাজু বিস্তার

দার্জিলিং, 30 মার্চ: গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে শনিবার দেখা করলেন দার্জিলিংয়ের সাংসদ ও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এ দিন সকালের দিকে দিল্লি থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান রাজু বিস্তা ৷ তার পর সেখান থেকে পাহাড়ে আসেন তিনি ৷ দার্জিলিংয়ে এসেই তিনি সোজা চলে যান সিংমারিতে মোর্চার কার্যালয়ে ৷ বিকেল পাঁচটা নাগাদ তিনি সেখানে দেখা করেন বিমল গুরুংয়ের সঙ্গে ৷ তার পর তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে ৷ আশা করছি তিনি এনডিএ-র সঙ্গে আবার আসবেন ৷’’

সিংমারিতে মোর্চার কার্যালয়ে মিনিট 20 ছিলেন রাজু বিস্তা ৷ সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোর্চা সুপ্রিমোর তরফে ৷ সেখানে রোশন গিরি ও আশা গুরুংও উপস্থিত ছিলেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন, "আমি এখানে বিমল দাজুর সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ আমাদের দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক ৷ আমরা ভাইয়ের মতো ৷ আজ আমরা তাঁর চেম্বারে ইতিবাচক কথা বলেছি ৷’’ রাজু বিস্তার সঙ্গে দেখা করার পরই মোর্চার কোর কমিটির সঙ্গে বৈঠক করেন বিমল গুরুং ৷ সেকথা সংবাদমাধ্যমকে জানান রাজু ৷

রাজু এ দিনের বৈঠক নিয়ে আরও বলেন, ‘‘আমি বিশ্বাস করি যে বিমল দাজু আবারও এনডিএ জোটে যোগ দেবেন এবং তিনি যখন এনডিএ-তে যোগ দেবেন, আমাদের গতবারের নির্বাচনের রেকর্ড ভেঙে যাবে । আর আমি হাই প্রোফাইল-টাকার জন্য নয়, গোর্খা জনগণের জন্য সাংসদ হয়েছি ৷ মোদিজি যেমন বলেছেন, তেমনই এবার গোর্খাদের স্বপ্ন অবশ্যই সফল হবে ।’’

কিন্তু মোর্চা কি আবার এনডিএ-তে ফিরবে ? এই প্রশ্নের ইতিবাচক উত্তর অবশ্য গুরুংয়ের পক্ষ থেকে পাওয়া যায়নি ৷ তিনি বলেন, ‘‘আমরা আগামী 3 এপ্রিল মনোনয়ন জমা দেব ৷ আর যাঁরাই আমার কাছে আসেন, আমি প্রত্যেককেই আশীর্বাদ করি ৷ রাজু বিস্তাকেও সেভাবে আশীর্বাদ করেছি ৷ আমাদের দুই দলের অ্যাজেন্ডা আলাদা ৷’’

বিজেপিকে গুরুং সমর্থন করবে কি না, সেই বিষয়ে যেমন ধোঁয়াশা রয়েছে ৷ তেমনই গুরুং নিজে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয় ৷ শনিবার এই নিয়েও গুরুং কোনও উত্তর দেননি ৷

আরও পড়ুন:

  1. পাহাড়ে বিজেপির রাজু বনাম পদ্মের বিষ্ণু, নির্দল হিসেবে মনোনয়ন দাখিল বিধায়কের
  2. আমিই আসল ভূমিপুত্র, শিলিগুড়ি পৌঁছে মন্তব্য দ্বিতীয়বার প্রার্থী হওয়া রাজু বিস্তার
  3. বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়তে পারতেন, বিষ্ণুপ্রসাদ শর্মাকে তোপ রাজু বিস্তার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.