দার্জিলিং, 30 মার্চ: গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে শনিবার দেখা করলেন দার্জিলিংয়ের সাংসদ ও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এ দিন সকালের দিকে দিল্লি থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান রাজু বিস্তা ৷ তার পর সেখান থেকে পাহাড়ে আসেন তিনি ৷ দার্জিলিংয়ে এসেই তিনি সোজা চলে যান সিংমারিতে মোর্চার কার্যালয়ে ৷ বিকেল পাঁচটা নাগাদ তিনি সেখানে দেখা করেন বিমল গুরুংয়ের সঙ্গে ৷ তার পর তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে ৷ আশা করছি তিনি এনডিএ-র সঙ্গে আবার আসবেন ৷’’
সিংমারিতে মোর্চার কার্যালয়ে মিনিট 20 ছিলেন রাজু বিস্তা ৷ সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোর্চা সুপ্রিমোর তরফে ৷ সেখানে রোশন গিরি ও আশা গুরুংও উপস্থিত ছিলেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন, "আমি এখানে বিমল দাজুর সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ আমাদের দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক ৷ আমরা ভাইয়ের মতো ৷ আজ আমরা তাঁর চেম্বারে ইতিবাচক কথা বলেছি ৷’’ রাজু বিস্তার সঙ্গে দেখা করার পরই মোর্চার কোর কমিটির সঙ্গে বৈঠক করেন বিমল গুরুং ৷ সেকথা সংবাদমাধ্যমকে জানান রাজু ৷
রাজু এ দিনের বৈঠক নিয়ে আরও বলেন, ‘‘আমি বিশ্বাস করি যে বিমল দাজু আবারও এনডিএ জোটে যোগ দেবেন এবং তিনি যখন এনডিএ-তে যোগ দেবেন, আমাদের গতবারের নির্বাচনের রেকর্ড ভেঙে যাবে । আর আমি হাই প্রোফাইল-টাকার জন্য নয়, গোর্খা জনগণের জন্য সাংসদ হয়েছি ৷ মোদিজি যেমন বলেছেন, তেমনই এবার গোর্খাদের স্বপ্ন অবশ্যই সফল হবে ।’’
কিন্তু মোর্চা কি আবার এনডিএ-তে ফিরবে ? এই প্রশ্নের ইতিবাচক উত্তর অবশ্য গুরুংয়ের পক্ষ থেকে পাওয়া যায়নি ৷ তিনি বলেন, ‘‘আমরা আগামী 3 এপ্রিল মনোনয়ন জমা দেব ৷ আর যাঁরাই আমার কাছে আসেন, আমি প্রত্যেককেই আশীর্বাদ করি ৷ রাজু বিস্তাকেও সেভাবে আশীর্বাদ করেছি ৷ আমাদের দুই দলের অ্যাজেন্ডা আলাদা ৷’’
বিজেপিকে গুরুং সমর্থন করবে কি না, সেই বিষয়ে যেমন ধোঁয়াশা রয়েছে ৷ তেমনই গুরুং নিজে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয় ৷ শনিবার এই নিয়েও গুরুং কোনও উত্তর দেননি ৷
আরও পড়ুন: