ETV Bharat / politics

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়তে পারতেন, বিষ্ণুপ্রসাদ শর্মাকে তোপ রাজু বিস্তার - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: দার্জিলিংয়ে আবারও সাংসদ রাজু বিস্তাকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ মূলত, রাজুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েই তিনি প্রার্থী হয়েছেন ৷ শনিবার সেই নিয়ে পালটা তোপ দেগেছেন রাজু বিস্তা ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 2:27 PM IST

Updated : Mar 30, 2024, 3:47 PM IST

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়তে পারতেন, বিষ্ণুপ্রসাদ শর্মাকে তোপ রাজু বিস্তার

দার্জিলিং, 30 মার্চ: এবার বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তা । এতদিন ধরে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে । কিন্তু শনিবার বিধায়কের তরফে দার্জিলিং লোকসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার খবর পেতেই তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি ।

রাজু বিস্তা বলেন, "বিষ্ণুপ্রসাদ শর্মার সাংসদ হওয়ার খুব ইচ্ছে ছিল । সেটা পরিষ্কার । ভালো হতো যদি তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মনোনয়ন দিতেন ।" শনিবারই দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি । আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওই আক্রমণ শানান রাজু ।

ভূমিপুত্র ইস্যুতে রাজু বিস্তাকে বহিরাগত আখ্যা দিয়ে তাঁরই বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । ইতিমধ্যে সমর্থন আদায়ে মোর্চা নেতা বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি । তার মনোনয়নের পর থেকেই তাঁকে মীরজাফর বা বিশ্বাসঘাতক বলে তাঁর পদত্যাগের দাবি করেছিলেন দলেরই একাংশ । এবার সেই একই কথা বললেন রাজু বিস্তাও ।

রাজু বিস্তা বলেন, "বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন তিনি প্রধানমন্ত্রী বা দলের বিরুদ্ধে নন । তিনি জনগণের পক্ষে । যদি তাই হতো তাহলে ওঁর বিধায়ক পদ থেকে পদত্যাগ করে লড়াই করা উচিত ছিল । ওঁর সাংসদ হওয়ার ইচ্ছে ছিল । কিন্তু দল নাম না দেওয়ায় তিনি অসন্তুষ্ট হয়েছেন ৷ তাঁকে লড়াইয়ে স্বাগত জানাই ।"

এছাড়াও এদিন রাজু বিস্তা জানান, গতবারের থেকে বেশি ভোটে তিনি জয়ী হবেন । 4 এপ্রিল তিনি চৌরাস্তা থেকে দলীয় কর্মী সমর্থক ও জোট শরিকদের নিয়ে মিছিল করে মনোনয়ন দেবেন ।

আরও পড়ুন:

  1. পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা
  2. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান
  3. বিষ্ণুপ্রসাদ 'মীরজাফর'! রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় পদত্যাগের দাবি বিজেপি'র

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়তে পারতেন, বিষ্ণুপ্রসাদ শর্মাকে তোপ রাজু বিস্তার

দার্জিলিং, 30 মার্চ: এবার বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তা । এতদিন ধরে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে । কিন্তু শনিবার বিধায়কের তরফে দার্জিলিং লোকসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার খবর পেতেই তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি ।

রাজু বিস্তা বলেন, "বিষ্ণুপ্রসাদ শর্মার সাংসদ হওয়ার খুব ইচ্ছে ছিল । সেটা পরিষ্কার । ভালো হতো যদি তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মনোনয়ন দিতেন ।" শনিবারই দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি । আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওই আক্রমণ শানান রাজু ।

ভূমিপুত্র ইস্যুতে রাজু বিস্তাকে বহিরাগত আখ্যা দিয়ে তাঁরই বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । ইতিমধ্যে সমর্থন আদায়ে মোর্চা নেতা বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি । তার মনোনয়নের পর থেকেই তাঁকে মীরজাফর বা বিশ্বাসঘাতক বলে তাঁর পদত্যাগের দাবি করেছিলেন দলেরই একাংশ । এবার সেই একই কথা বললেন রাজু বিস্তাও ।

রাজু বিস্তা বলেন, "বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন তিনি প্রধানমন্ত্রী বা দলের বিরুদ্ধে নন । তিনি জনগণের পক্ষে । যদি তাই হতো তাহলে ওঁর বিধায়ক পদ থেকে পদত্যাগ করে লড়াই করা উচিত ছিল । ওঁর সাংসদ হওয়ার ইচ্ছে ছিল । কিন্তু দল নাম না দেওয়ায় তিনি অসন্তুষ্ট হয়েছেন ৷ তাঁকে লড়াইয়ে স্বাগত জানাই ।"

এছাড়াও এদিন রাজু বিস্তা জানান, গতবারের থেকে বেশি ভোটে তিনি জয়ী হবেন । 4 এপ্রিল তিনি চৌরাস্তা থেকে দলীয় কর্মী সমর্থক ও জোট শরিকদের নিয়ে মিছিল করে মনোনয়ন দেবেন ।

আরও পড়ুন:

  1. পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা
  2. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান
  3. বিষ্ণুপ্রসাদ 'মীরজাফর'! রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় পদত্যাগের দাবি বিজেপি'র
Last Updated : Mar 30, 2024, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.