কলকাতা, 10 জুন: লোকসভা নির্বাচনে বঙ্গে ফের ধরাশায়ী হতে হয়েছে বাম নেতৃত্বকে ৷ কংগ্রেসের সঙ্গে জোট করেও কোনও লাভ হয়নি দলের ৷ খালি হাতেই ফিরতে হয়েছে তাদের ৷ এই নিয়ে এবার পলিটব্যুরোর প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের বাম নেতৃত্ব ৷ রবিবার দিল্লির একে গোপালন ভবনে বঙ্গের নেতাদের কাছে 2024 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ জানতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যদিও বঙ্গের নেতারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি বলেই সূত্রের খবর ৷ এত জোরদার প্রচার চালানো সত্ত্বেও কেন এমন অবস্থা হল, সেই বিষয়ে রিপোর্ট সংগ্রহ করবে আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা ৷
সূত্রের খবর, মূলত তিনটি ধাপে মতামত সংগ্রহ করবে সিপিএম নেতৃত্ব। যা আগে কখনও বঙ্গ সিপিএমে সম্ভবত হয়নি। প্রাথমিক পর্যায়ে জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে দলের কর্মী-সমর্থক, বুথ এজেন্ট এবং যারা এবারের নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের থেকে রিপোর্ট সংগ্রহ করা হবে। তৃতীয় পর্যায়ে রিপোর্ট নেওয়া হবে দলের গোপন কর্মীদের কাছ থেকে ।
গোটা রাজ্যের রিপোর্ট নেওয়ার পর আগামী 19 এবং 20 জুন, দু'দিন রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হবে পুরো বিষয়টি নিয়ে। তারপরই দলের শীর্ষ নেতৃত্বকে চূড়ান্ত রিপোর্ট পাঠাবে রাজ্য নেতৃত্ব । সূত্রের দাবি, শুধু বঙ্গের ভরাডুবি নয়; বামেদের দখলে থাকা কেরলে সিপিএমের দুর্দশা নিয়েও আলোচনা হয়েছে রবিবারের বৈঠকে।
পলিটব্যুরোর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সার্বিক ভাবে বাম দলগুলির 8 জন সাংসদ (সিপিএমের 4 জন, সিপিআই'য়ের 2 জন, সিপিআই (এমএল)-এর 2 জন) নিয়ে লোকসভায় তাদের উপস্থিতির সামান্য উন্নতি করেছে । তবে পলিটব্যুরো সিপিএমের কর্মক্ষমতা নিয়ে, বিশেষ করে কেরল প্রসঙ্গে হতাশা প্রকাশ করেছে । যদিও বাংলার মতো সে রাজ্যেও দলের ইউনিটগুলির মাধ্যমে পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে ৷ দেশজুড়ে পরিবর্তনের ডাক দিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে নামে বামেরা । অথচ তারপরেও বঙ্গে কিংবা কেরলে ভালো করতে পারেনি বামেরা ৷