ETV Bharat / politics

'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

CPIM candidate Sukriti Ghosal: প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল ৷ তাঁর দাবি, মানুষের অধিকার রক্ষা করার জন্য তিনি এই লড়াইয়ের ময়দানে নেমেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 1:19 PM IST

দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর

দুর্গাপুর, 29 মার্চ: পদ্ম শিবিরের হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ আর জোড়াফুলের প্রার্থী কীর্তি আজাদকে টেক্কা দিতে হাতে লাল পতাকা নিয়ে পথে নামলেন সিপিআইএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল । দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে বিশিষ্ট শিক্ষাবিদ জানিয়ে দিলেন, মানুষের অধিকার সুরক্ষিত করতেই তাঁর লড়াই ৷

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এ বারের সিপিআইএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল । বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের সঙ্গে জড়িত । গুড ফ্রাইডেতে তিনি দুর্গাপুরে প্রচার শুরু করলেন । সহজ সরল ভাবে তিনি জানিয়ে দিলেন, "রাজনীতিতে পরিচিত মুখ বলে কিছু হয় না । সেই পরিচিত মুখ কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেটাকেই মানুষ বড় করে দেখেন । আমরা গত কয়েক বছর ধরে দেখছি, যুব সম্প্রদায় আবার লাল পতাকা হাতে নিয়ে পথে নেমেছে । সম্প্রতি ইনসাফ যাত্রাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে মানুষ কী চাইছেন । আমরা মানুষের উপর বিশ্বাস রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি ।"

তাঁর কথায়, "ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে আমরা বিশ্বাস করি না । মানুষের অধিকারের প্রশ্নে লোকসভায় লড়াই করাটাই আমাদের কাজ ।"

কেন্দ্রে এবং এ রাজ্যে যে সরকার চলছে তাদের উপর মানুষ আস্থা হারিয়েছে বলেও মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল । দুর্গাপুরের কবিগুরু বাসস্ট্যান্ড থেকে পদযাত্রার মধ্যে দিয়ে দুর্গাপুরে এ দিন প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী । শুক্রবার সারাদিন দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার সারবেন বলে জানান । তাঁর কথায়, মানুষের অধিকার রক্ষার প্রশ্নে লোকসভার ভেতরে যে লড়াই আন্দোলন বামপন্থীরা করেছে, তার কোনও বিকল্প নেই ৷

আরও পড়ুন:

  1. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  2. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
  3. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের

দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর

দুর্গাপুর, 29 মার্চ: পদ্ম শিবিরের হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ আর জোড়াফুলের প্রার্থী কীর্তি আজাদকে টেক্কা দিতে হাতে লাল পতাকা নিয়ে পথে নামলেন সিপিআইএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল । দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে বিশিষ্ট শিক্ষাবিদ জানিয়ে দিলেন, মানুষের অধিকার সুরক্ষিত করতেই তাঁর লড়াই ৷

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এ বারের সিপিআইএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল । বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের সঙ্গে জড়িত । গুড ফ্রাইডেতে তিনি দুর্গাপুরে প্রচার শুরু করলেন । সহজ সরল ভাবে তিনি জানিয়ে দিলেন, "রাজনীতিতে পরিচিত মুখ বলে কিছু হয় না । সেই পরিচিত মুখ কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেটাকেই মানুষ বড় করে দেখেন । আমরা গত কয়েক বছর ধরে দেখছি, যুব সম্প্রদায় আবার লাল পতাকা হাতে নিয়ে পথে নেমেছে । সম্প্রতি ইনসাফ যাত্রাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে মানুষ কী চাইছেন । আমরা মানুষের উপর বিশ্বাস রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি ।"

তাঁর কথায়, "ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে আমরা বিশ্বাস করি না । মানুষের অধিকারের প্রশ্নে লোকসভায় লড়াই করাটাই আমাদের কাজ ।"

কেন্দ্রে এবং এ রাজ্যে যে সরকার চলছে তাদের উপর মানুষ আস্থা হারিয়েছে বলেও মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল । দুর্গাপুরের কবিগুরু বাসস্ট্যান্ড থেকে পদযাত্রার মধ্যে দিয়ে দুর্গাপুরে এ দিন প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী । শুক্রবার সারাদিন দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার সারবেন বলে জানান । তাঁর কথায়, মানুষের অধিকার রক্ষার প্রশ্নে লোকসভার ভেতরে যে লড়াই আন্দোলন বামপন্থীরা করেছে, তার কোনও বিকল্প নেই ৷

আরও পড়ুন:

  1. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  2. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
  3. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.