ETV Bharat / politics

ভোট ও ইন্ডিয়া জোট নিয়ে মমতাকে কটাক্ষ, বিজে-মূল নিয়েও সরব সেলিম - Lok Sabha Election 2024

MD Salim on Lok Sabha Election: ভোট ও জোট নিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ৷ সন্দেশখালি নিয়ে মমতার মন্তব্যের পালটা কী বললেন তিনি ?

MD Salim Slams Mamata Banerjee
মমতাকে কটাক্ষ করলেন সেলিম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 9:03 PM IST

ভোট ও ইন্ডিয়া জোট নিয়ে মমতাকে কটাক্ষ মহম্মদ সেলিমের (নিজস্ব প্রতিনিধি)

কলকাতা, 14 মে: উত্তরবঙ্গে ভোট শান্তিপূর্ণ হলেও যত দক্ষিণবঙ্গের দিকে আসছে তত ভোটের দিনে চেনা অশান্তির ছবি ফিরছে । ভোট করতে ফের সন্ত্রাসের পথ নিচ্ছে তৃণমূল । পাশাপশি ভোট নিয়ে তৃণমূল ও বিজেপি সাম্প্রদায়িক হানাহানি চাইছে বলেও মঙ্গলবার দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

উত্তরের তিন দফা নির্বাচনে ভোট শান্তিপূর্ণ হলেও, চতুর্থ দফা নির্বাচনে ভোটের আগেই খুন থেকে শুরু করে ভোটের দিন বিভিন্ন জায়গায় বিরোধীদের মারধর, হেনস্থার ঘটনা ঘটায় তৃণমূল । সন্দেশখালিতে সব সিপিএম বিজেপি হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দেন সেলিম । তিনি বলেন, "ওনার মাথার ফিউজ উড়ে গিয়েছে । জমি দখলের কথা বলতে গিয়ে মাইক বন্ধ করে ছিলেন । বিজেপিকে সাজিয়ে উপস্থিত করেছেন । মহিলারা বিক্ষোভে ফেটে পড়েছেন । একটা সন্দেশখালি না, রাজ্যের সব জায়গায় অন্যায় হয়েছে সেটা নিয়ে চুপ কেন ? ডায়মন্ড হারবারের অভিষেক-শুভেন্দু মুক্তাঞ্চল তৈরি করেছে । মোদির সঙ্গে বোঝাপড়ার জেরেই ভাইপোর স্ত্রীর দুটো প্যান কার্ড থাকে । কয়লামাফিয়া মূল অভিযুক্ত জামিন পায় ।"

সম্প্রতি নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশেই ইন্ডিয়া জোট ভালো ফল করবে বলে দাবি করেন । সেই মন্তব্যের পালটা বলতে গিয়ে এদিন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম চূড়ান্ত কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । লোকসভার নির্বাচন ঘোষণার আগে থেকেই কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যে ইন্ডিয়া মঞ্চে না থাকার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন দেশজুড়ে 40টি আসন পাবে না । সম্প্রতি উলটো সুর তাঁর গলায় । বলছেন, ইন্ডিয়া জোটের ভালো ফল হবে ।

এই প্রসঙ্গে সেলিমের বক্তব্য," ইন্ডিয়ার মঞ্চ তৈরির সময় বলেছিলাম । হাওড়া থেকে দূরপাল্লা ট্রেনে অনেকে ওঠে ৷ কিন্তু পুরো পথ না গিয়ে মাঝপথে নেমে যায় । কথা মিলেছে । উনি নিজেই ট্রেন থেকে নেমে গিয়েছেন । উনি ইন্ডিয়া জোট ছেড়ে গিয়েছেন । কংগ্রেস সিপিএমকে আক্রমণ করেছেন । এখন হাওয়া বুঝে পালটি । ইন্ডিয়া মঞ্চের ট্রেন রিজার্ভেশন হয়ে গিয়েছে । এখন আর জায়গা নেই । উনি ট্রেনের ছাদে যাবেন ?"

আরও পড়ুন :

  1. বুথে ঢুকে ভুয়ো তৃণমূল এজেন্টকে বের করে আনলেন সেলিম, গ্রেফতার 1
  2. তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতেই মুর্শিদাবাদে প্রার্থী সেলিম, অভিযোগ মমতার
  3. তিন গুন বেড়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ, ‘ধনী’ হয়েছেন সর্বহারার নেতা সেলিম

ভোট ও ইন্ডিয়া জোট নিয়ে মমতাকে কটাক্ষ মহম্মদ সেলিমের (নিজস্ব প্রতিনিধি)

কলকাতা, 14 মে: উত্তরবঙ্গে ভোট শান্তিপূর্ণ হলেও যত দক্ষিণবঙ্গের দিকে আসছে তত ভোটের দিনে চেনা অশান্তির ছবি ফিরছে । ভোট করতে ফের সন্ত্রাসের পথ নিচ্ছে তৃণমূল । পাশাপশি ভোট নিয়ে তৃণমূল ও বিজেপি সাম্প্রদায়িক হানাহানি চাইছে বলেও মঙ্গলবার দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

উত্তরের তিন দফা নির্বাচনে ভোট শান্তিপূর্ণ হলেও, চতুর্থ দফা নির্বাচনে ভোটের আগেই খুন থেকে শুরু করে ভোটের দিন বিভিন্ন জায়গায় বিরোধীদের মারধর, হেনস্থার ঘটনা ঘটায় তৃণমূল । সন্দেশখালিতে সব সিপিএম বিজেপি হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দেন সেলিম । তিনি বলেন, "ওনার মাথার ফিউজ উড়ে গিয়েছে । জমি দখলের কথা বলতে গিয়ে মাইক বন্ধ করে ছিলেন । বিজেপিকে সাজিয়ে উপস্থিত করেছেন । মহিলারা বিক্ষোভে ফেটে পড়েছেন । একটা সন্দেশখালি না, রাজ্যের সব জায়গায় অন্যায় হয়েছে সেটা নিয়ে চুপ কেন ? ডায়মন্ড হারবারের অভিষেক-শুভেন্দু মুক্তাঞ্চল তৈরি করেছে । মোদির সঙ্গে বোঝাপড়ার জেরেই ভাইপোর স্ত্রীর দুটো প্যান কার্ড থাকে । কয়লামাফিয়া মূল অভিযুক্ত জামিন পায় ।"

সম্প্রতি নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশেই ইন্ডিয়া জোট ভালো ফল করবে বলে দাবি করেন । সেই মন্তব্যের পালটা বলতে গিয়ে এদিন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম চূড়ান্ত কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । লোকসভার নির্বাচন ঘোষণার আগে থেকেই কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যে ইন্ডিয়া মঞ্চে না থাকার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন দেশজুড়ে 40টি আসন পাবে না । সম্প্রতি উলটো সুর তাঁর গলায় । বলছেন, ইন্ডিয়া জোটের ভালো ফল হবে ।

এই প্রসঙ্গে সেলিমের বক্তব্য," ইন্ডিয়ার মঞ্চ তৈরির সময় বলেছিলাম । হাওড়া থেকে দূরপাল্লা ট্রেনে অনেকে ওঠে ৷ কিন্তু পুরো পথ না গিয়ে মাঝপথে নেমে যায় । কথা মিলেছে । উনি নিজেই ট্রেন থেকে নেমে গিয়েছেন । উনি ইন্ডিয়া জোট ছেড়ে গিয়েছেন । কংগ্রেস সিপিএমকে আক্রমণ করেছেন । এখন হাওয়া বুঝে পালটি । ইন্ডিয়া মঞ্চের ট্রেন রিজার্ভেশন হয়ে গিয়েছে । এখন আর জায়গা নেই । উনি ট্রেনের ছাদে যাবেন ?"

আরও পড়ুন :

  1. বুথে ঢুকে ভুয়ো তৃণমূল এজেন্টকে বের করে আনলেন সেলিম, গ্রেফতার 1
  2. তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতেই মুর্শিদাবাদে প্রার্থী সেলিম, অভিযোগ মমতার
  3. তিন গুন বেড়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ, ‘ধনী’ হয়েছেন সর্বহারার নেতা সেলিম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.