ETV Bharat / politics

ক্ষমতায় এলে শাসক নেতাদের শায়েস্তা করতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি স্বপন মজুমদারের - Lok Sabha Election 2024

Swapan Majumder Controversial Comments: তৃণমূলের বাহুবলী নেতাদের উপর বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ ক্ষমতায় এলে তা প্রয়োগ করারও ইঙ্গিত দিলেন বিজেপি বিধায়ক ৷

স্বপন মজুমদার, Swapan Majumder
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 10:04 PM IST

বুলডোজার চালানোর হুঁশিয়ারি স্বপন মজুমদারের

বারাসত, 9 এপ্রিল: ভোটের মুখে আবারও বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের ! এবার শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলের মতো শাসক নেতাদের 'শায়েস্তা' করতে বাংলায় 'বুলডোজার' চালানোর হুঁশিয়ারি দিলেন তিনি ।বললেন, "যাঁরা বেআইনি কাজ করেছে । অন‍্যায়ভাবে গরিব মানুষের টাকা মেরে অট্টালিকা বানিয়েছে । নিজের ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি দখল করে লুঠতরাজ চালিয়েছে । তাঁদের জন্য 'বুলডোজার' তো দরকার রয়েছে । আমরা কখনওই সাধারণ মানুষের উপর 'বুলডোজার' চালাব না । তবে যে সমস্ত তৃণমূল নেতারা নিজেদেরকে শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল ভাবছেন, তাঁদের উপর 'বুলডোজার' চলবে ৷"

মঙ্গলবার বিকেলে বারাসতের কাজিপাড়ায় নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক করতে আসেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । তারই ফাঁকে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন গেরুয়া শিবিরের এই নেতা । সেখানে তাঁকে প্রশ্ন করা হয় বিজেপি এরাজ্যে ক্ষমতায় হলে যোগী রাজ‍্যের মতো বাংলাতেও কী বুলডোজার চলবে ? সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই শাসকদলের উদ্দেশ্যে 'বুলডোজার' চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বারাসতের পদ্মপ্রার্থী । শুধু হুঁশিয়ারিই নয় ! ক্ষমতায় এলে তা বাস্তবায়িত করারও ইঙ্গিত দিয়েছেন বিজেপি বিধায়ক তথা প্রার্থী স্বপন মজুমদার ।

সেই 'বুলডোজার'-এর তালিকায় তৃণমূল নেতা, মন্ত্রীরা কী আছে ? এর উত্তরে প্রার্থী বলেন,"সে যে-ই হোক । অন‍্যায় যিনি করেছেন তাঁকে 'বুলডোজার' আওতায় আসতে হবে । তাছাড়া তৃণমূলে 'চোর' ছাড়া ভালো কোনও লোক আছে নাকি !মন্ত্রিসভার অর্ধেক সদস্যই তো দুর্নীতির দায়ে এখন জেলখানায় । বাকি সদস্যদেরও চুরির দায়ে জেলে যেতে হবে ।" বুলডোজার তালিকা কী তৈরি আছে ? সেই প্রশ্নের জবাবে স্বপন বলেন,"ক্ষমতায় এলে সব হয়ে যাবে ! আমাদের তৈরি করতে হবে না । জনসাধারণই শাসকদলের অন‍্যায়ের তালিকা তুলে ধরবে । শুধু অপেক্ষা করুন ।"

আরও পড়ুন :

  1. মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থী স্বপনের বিরুদ্ধে এফআইআর
  2. স্বপন মজুমদারকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি, এবার মুখ খুললেন গতবারের প্রার্থীও
  3. ঘরেও চাপে স্বপন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর

বুলডোজার চালানোর হুঁশিয়ারি স্বপন মজুমদারের

বারাসত, 9 এপ্রিল: ভোটের মুখে আবারও বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের ! এবার শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলের মতো শাসক নেতাদের 'শায়েস্তা' করতে বাংলায় 'বুলডোজার' চালানোর হুঁশিয়ারি দিলেন তিনি ।বললেন, "যাঁরা বেআইনি কাজ করেছে । অন‍্যায়ভাবে গরিব মানুষের টাকা মেরে অট্টালিকা বানিয়েছে । নিজের ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি দখল করে লুঠতরাজ চালিয়েছে । তাঁদের জন্য 'বুলডোজার' তো দরকার রয়েছে । আমরা কখনওই সাধারণ মানুষের উপর 'বুলডোজার' চালাব না । তবে যে সমস্ত তৃণমূল নেতারা নিজেদেরকে শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল ভাবছেন, তাঁদের উপর 'বুলডোজার' চলবে ৷"

মঙ্গলবার বিকেলে বারাসতের কাজিপাড়ায় নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক করতে আসেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । তারই ফাঁকে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন গেরুয়া শিবিরের এই নেতা । সেখানে তাঁকে প্রশ্ন করা হয় বিজেপি এরাজ্যে ক্ষমতায় হলে যোগী রাজ‍্যের মতো বাংলাতেও কী বুলডোজার চলবে ? সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই শাসকদলের উদ্দেশ্যে 'বুলডোজার' চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বারাসতের পদ্মপ্রার্থী । শুধু হুঁশিয়ারিই নয় ! ক্ষমতায় এলে তা বাস্তবায়িত করারও ইঙ্গিত দিয়েছেন বিজেপি বিধায়ক তথা প্রার্থী স্বপন মজুমদার ।

সেই 'বুলডোজার'-এর তালিকায় তৃণমূল নেতা, মন্ত্রীরা কী আছে ? এর উত্তরে প্রার্থী বলেন,"সে যে-ই হোক । অন‍্যায় যিনি করেছেন তাঁকে 'বুলডোজার' আওতায় আসতে হবে । তাছাড়া তৃণমূলে 'চোর' ছাড়া ভালো কোনও লোক আছে নাকি !মন্ত্রিসভার অর্ধেক সদস্যই তো দুর্নীতির দায়ে এখন জেলখানায় । বাকি সদস্যদেরও চুরির দায়ে জেলে যেতে হবে ।" বুলডোজার তালিকা কী তৈরি আছে ? সেই প্রশ্নের জবাবে স্বপন বলেন,"ক্ষমতায় এলে সব হয়ে যাবে ! আমাদের তৈরি করতে হবে না । জনসাধারণই শাসকদলের অন‍্যায়ের তালিকা তুলে ধরবে । শুধু অপেক্ষা করুন ।"

আরও পড়ুন :

  1. মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থী স্বপনের বিরুদ্ধে এফআইআর
  2. স্বপন মজুমদারকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি, এবার মুখ খুললেন গতবারের প্রার্থীও
  3. ঘরেও চাপে স্বপন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.