ETV Bharat / politics

সংরক্ষণের সীমা বৃদ্ধি, 30 লক্ষ চাকরি ! ইস্তাহারে আর কী প্রতিশ্রুতি কংগ্রেসের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Congress Manifesto 2024: শুক্রবার লোরসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস ৷ সংরক্ষণের 50 শতাংশের সীমা বৃদ্ধি ও 30 লক্ষ শূন্যপদে চাকরি ছাড়া ইস্তেহারে আর কী কী প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 12:32 PM IST

Updated : Apr 5, 2024, 2:40 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল: শিক্ষানবিশের অর্থাৎ অ্যাপ্রেনটিসশিপের অধিকার, এমএসপির জন্য একটি আইনি গ্যারান্টি এবং এসসি, এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণের 50 শতাংশের সীমা বাড়ানোর জন্য একটি সাংবিধানিক সংশোধনী পাশ করা - কেন্দ্রে ক্ষমতায় এলে এই কাজগুলি করার প্রতিশ্রুতি দিল কংগ্রেস ৷ শুক্রবার তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে তারা এ কথা জানিয়েছে ৷

'ন্যায় পত্র' শীর্ষক ইস্তাহারটি এআইসিসি সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন দুই প্রধান সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির উপস্থিতিতে প্রকাশ করা হয় ৷ ইস্তাহারটিতে পাঁচটি 'বিচারের স্তম্ভ' এবং তাদের অধীনে 25টি গ্যারান্টির উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ বিরোধী দল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে অনুমোদিত পদে প্রায় 30 লক্ষ শূন্যপদ পূরণেরও প্রতিশ্রুতি দিয়েছে ।

ইস্তাহারে কংগ্রেস আরও বলেছে যে, তারা ক্ষমতায় এলে বৈষম্য ছাড়াই সমস্ত বর্ণ, সম্প্রদায়ের জন্য অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য (ইডব্লিউএস) চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে 10 শতাংশ সংরক্ষণ চালু করবে । সর্বজনীন স্বাস্থ্যসেবার জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন বিমার রাজস্থান মডেলও গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷

কংগ্রেস 19 এপ্রিল থেকে শুরু হওয়া সাধারণ নির্বাচনে ক্ষমতায় এলে এসসি, এসটি এবং ওবিসি-র জন্য সংরক্ষণের 50 শতাংশের সীমা বাড়াতে একটি সাংবিধানিক সংশোধনী পাশ করবে বলে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে তাদের ইস্তাহারে । কংগ্রেস আরও বলেছে যে, তারা দেশব্যাপী আর্থ-সামাজিক এবং জাতিশুমারি পরিচালনা করবে । জনগণকে ধর্ম, ভাষা, বর্ণের বাইরে দেখার জন্য এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিচক্ষণতার সঙ্গে তাদেরই বেছে নিতে তারা আহ্বান জানিয়েছে নাগরিকদের কাছে ৷ কংগ্রেসের কথায়, সাধারণ নির্বাচন গত এক দশক ধরে প্রমাণিত শাসনের শৈলীকে আমূল পরিবর্তন করার একটি সুযোগ দেয় । প্রতিটি ডিপ্লোমা ধারক বা 25 বছরের কম বয়সি স্নাতকদের এক বছরের অ্যাপ্রেনটিসশিপ প্রদানের জন্য একটি নতুন 'শিক্ষার অধিকার আইন' এর নিশ্চয়তাও দিয়েছে কংগ্রেস ।

এছাড়াও তারা বলেছে যে, স্বামীনাথনের সুপারিশ অনুসারে সরকার কর্তৃক প্রতি বছর ঘোষিত ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি)-র আইনি গ্যারান্টি দেওয়া হবে । এই দল ইস্তাহারে বলেছে, "আমরা অবিলম্বে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব ।" একটি শহুরে কর্মসংস্থান কর্মসূচি চালু করার কথাও লিখেছে কংগ্রেস, যা শহুরে দরিদ্রদের পুনর্গঠনে, শহুরে পরিকাঠামোর পুনর্নবীকরণে কাজের নিশ্চয়তা দেবে । ইস্তাহারে বলা হয়েছে, তারা অগ্নিপথ কর্মসূচি বাতিল করবে এবং সম্পূর্ণ অনুমোদিত শক্তি অর্জনের জন্য সশস্ত্র বাহিনীকে স্বাভাবিক নিয়োগ পুনরায় শুরু করার নির্দেশ দেবে । (পিটিআই)

আরও পড়ুন:

  1. 1 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনে বিজেপি
  2. 'ফাঁকা চেয়ার, লোক নেই', মাঠ খালি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী; কড়া ধমক জেলা সভাপতিকে
  3. মোদি অমানবিক, জলপাইগুড়ির ঝড় নিয়ে মন্তব্য না-করায় প্রধানমন্ত্রীকে তির তৃণমূলের

নয়াদিল্লি, 5 এপ্রিল: শিক্ষানবিশের অর্থাৎ অ্যাপ্রেনটিসশিপের অধিকার, এমএসপির জন্য একটি আইনি গ্যারান্টি এবং এসসি, এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণের 50 শতাংশের সীমা বাড়ানোর জন্য একটি সাংবিধানিক সংশোধনী পাশ করা - কেন্দ্রে ক্ষমতায় এলে এই কাজগুলি করার প্রতিশ্রুতি দিল কংগ্রেস ৷ শুক্রবার তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে তারা এ কথা জানিয়েছে ৷

'ন্যায় পত্র' শীর্ষক ইস্তাহারটি এআইসিসি সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন দুই প্রধান সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির উপস্থিতিতে প্রকাশ করা হয় ৷ ইস্তাহারটিতে পাঁচটি 'বিচারের স্তম্ভ' এবং তাদের অধীনে 25টি গ্যারান্টির উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ বিরোধী দল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে অনুমোদিত পদে প্রায় 30 লক্ষ শূন্যপদ পূরণেরও প্রতিশ্রুতি দিয়েছে ।

ইস্তাহারে কংগ্রেস আরও বলেছে যে, তারা ক্ষমতায় এলে বৈষম্য ছাড়াই সমস্ত বর্ণ, সম্প্রদায়ের জন্য অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য (ইডব্লিউএস) চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে 10 শতাংশ সংরক্ষণ চালু করবে । সর্বজনীন স্বাস্থ্যসেবার জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন বিমার রাজস্থান মডেলও গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷

কংগ্রেস 19 এপ্রিল থেকে শুরু হওয়া সাধারণ নির্বাচনে ক্ষমতায় এলে এসসি, এসটি এবং ওবিসি-র জন্য সংরক্ষণের 50 শতাংশের সীমা বাড়াতে একটি সাংবিধানিক সংশোধনী পাশ করবে বলে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে তাদের ইস্তাহারে । কংগ্রেস আরও বলেছে যে, তারা দেশব্যাপী আর্থ-সামাজিক এবং জাতিশুমারি পরিচালনা করবে । জনগণকে ধর্ম, ভাষা, বর্ণের বাইরে দেখার জন্য এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিচক্ষণতার সঙ্গে তাদেরই বেছে নিতে তারা আহ্বান জানিয়েছে নাগরিকদের কাছে ৷ কংগ্রেসের কথায়, সাধারণ নির্বাচন গত এক দশক ধরে প্রমাণিত শাসনের শৈলীকে আমূল পরিবর্তন করার একটি সুযোগ দেয় । প্রতিটি ডিপ্লোমা ধারক বা 25 বছরের কম বয়সি স্নাতকদের এক বছরের অ্যাপ্রেনটিসশিপ প্রদানের জন্য একটি নতুন 'শিক্ষার অধিকার আইন' এর নিশ্চয়তাও দিয়েছে কংগ্রেস ।

এছাড়াও তারা বলেছে যে, স্বামীনাথনের সুপারিশ অনুসারে সরকার কর্তৃক প্রতি বছর ঘোষিত ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি)-র আইনি গ্যারান্টি দেওয়া হবে । এই দল ইস্তাহারে বলেছে, "আমরা অবিলম্বে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব ।" একটি শহুরে কর্মসংস্থান কর্মসূচি চালু করার কথাও লিখেছে কংগ্রেস, যা শহুরে দরিদ্রদের পুনর্গঠনে, শহুরে পরিকাঠামোর পুনর্নবীকরণে কাজের নিশ্চয়তা দেবে । ইস্তাহারে বলা হয়েছে, তারা অগ্নিপথ কর্মসূচি বাতিল করবে এবং সম্পূর্ণ অনুমোদিত শক্তি অর্জনের জন্য সশস্ত্র বাহিনীকে স্বাভাবিক নিয়োগ পুনরায় শুরু করার নির্দেশ দেবে । (পিটিআই)

আরও পড়ুন:

  1. 1 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনে বিজেপি
  2. 'ফাঁকা চেয়ার, লোক নেই', মাঠ খালি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী; কড়া ধমক জেলা সভাপতিকে
  3. মোদি অমানবিক, জলপাইগুড়ির ঝড় নিয়ে মন্তব্য না-করায় প্রধানমন্ত্রীকে তির তৃণমূলের
Last Updated : Apr 5, 2024, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.