নয়াদিল্লি, 6 মার্চ: কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের খসড়া তৈরি করে ফেলল টাস্ক প্যানেল ৷ কংগ্রেস নেতা পি চিদম্বরমের নেতৃত্বাধীন প্যানেল এই খসড়া তৈরি করেছে ৷ আজ সেই খসড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দেবেন চিদম্বরম ৷ নির্বাচনী ইস্তাহারের খসড়া নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আলোচনার পর, তা নথিভুক্ত করা হবে ৷
এ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, "আমরা নির্বাচনী ইস্তাহারের একটা খসড়া তৈরি করে ফেলেছি ৷ এবার এটা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে যাবে ৷ ওয়ার্কিং কমিটির ছাড়পত্র পাওয়ার পর, তা কংগ্রেস দলের নির্বাচনী ইস্তাহার হিসেবে নথিভুক্ত হবে ৷ আমরা এটা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দেব ৷" উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকে কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবে ৷ বিভিন্ন বয়সের মানুষের কাছে পৌঁছে যেতে নির্বাচনী প্রচারের পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে বলে কংগ্রেসের একটি সূত্র সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে ৷
কংগ্রেসের ওই সূত্রের দাবি অনুযায়ী, সব রাজ্যে প্রচারের সামগ্রী ও বিভিন্ন রকম হোর্ডিংয়ের জন্য দলের তরফে দু’টি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে ৷ এমনকি প্রথমবার কংগ্রেস তাদের মিডিয়া স্ট্র্যাটেজির ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসছে ৷ সূত্রের দাবি অনুযায়ী, ভারতীয় জনতা পার্টির সেন্ট্রালাইজড মিডিয়া ক্যাম্পেইনের পালটা, কংগ্রেস স্থানীয় স্তরে একাধিক ছোট ছোট এলাকায় গিয়ে প্রচার চালাবে ৷ এমনকি কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের বা এমএসপি-র আইনি নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়ে হোর্ডিংও লাগাবে ৷
উল্লেখ্য, কৃষকদের 'দিল্লি চলো' অভিযানের শুরুর দিকে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতে ক্ষমতায় এলে, তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দেবে ৷ এমনকি ক্ষমতায় এলে দেশ জুড়ে 'জাতি শুমারি' করার প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ 2024 লোকসভা নির্বাচনের প্রচারে মানুষের কাছে পৌঁছে যেতে এবার বুথস্তরে 1 লক্ষ এজেন্ট নিযুক্ত করেছে হাত শিবির ৷
আরও পড়ুন: