গাজিয়াবাদ, 17 এপ্রিল: 2004 সাল থেকে উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা আসনে লড়ছেন রাহুল গান্ধি ৷ চারবারের লড়াইয়ে শুধু হেরেছেন শেষবার 2019 সালে ৷ এবারও তিনি ওই কেন্দ্রে প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে ৷ বুধবার রাহুল গান্ধির বক্তব্যে সেই জল্পনা আরও বাড়ল ৷ তাঁর বক্তব্য, এই নিয়ে কংগ্রেসের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই তিনি মেনে নেবেন ৷
এ দিন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে এক সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ওয়েনাড়ের পাশাপাশি আমেঠিতেও কি লড়াই করবেন ? উত্তরে রাহুল বলেন, "আমেঠিতে, দল সিদ্ধান্ত নেবে । আমি যে নির্দেশ পাব, আমি তা মেনে চলব । আমাদের দলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় ৷"
উল্লেখ্য, রাহুল গান্ধি নির্বাচনী ময়দানে প্রথমবার নামেন 2004 সালে ৷ আমেঠি থেকে প্রার্থী হন তিনি ৷ সেখান থেকেই জিতে প্রথম সাংসদ হন ৷ 2009 ও 2014 সালে ওই কেন্দ্রে তাঁর জয়ের ধারা অব্যাহত ছিল ৷ 2019 সালে তিনি দু’টি কেন্দ্রে লড়াই করেন ৷ একটি কেরালার ওয়েনাড় ও দ্বিতীয়টি আমেঠি ৷ ওয়েনাড়ে জিতলেও আমেঠিতে তিনি বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান ৷
এবারও তিনি ওয়েনাড়ে প্রার্থী হয়েছেন ৷ সেখানে ভোট দ্বিতীয় দফায়, আগামী 26 এপ্রিল ৷ অন্যদিকে আমেঠিতে ভোট আগামী 20 মে ৷ ওই কেন্দ্রে এবারও বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি ৷ তবে কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, রাহুল ওয়েনাড়ের পাশাপাশি আমেঠিতেও লড়তে পারেন ৷ সেই কারণে নাম ঘোষণা করা হয়নি ৷ ওয়েনাড়ের ভোট শেষ হলেই রাহুলের নাম আমেঠির নাম ঘোষণা করা হবে বলে জল্পনা ৷ সেই জল্পনা কিছুটা হলেও জিইয়ে রইল বুধবার রাহুল গান্ধির বক্তব্যে ৷
উত্তরপ্রদেশে আমেঠি ও রায়বরেলিকে বরাবর কংগ্রেসের গড় হিসেবে মনে করা হয় ৷ 2019 সালে সেই মিথ কিছুটা হলেও ভাঙে আমেঠিতে রাহুল হেরে যাওয়ায় ৷ তবে সোনিয়া গান্ধি 2019 সালেও রায়বরেলি থেকে জিতেছিলেন ৷ এবার তিনি ওই আসনে প্রার্থী হচ্ছেন না ৷ কারণ, তিনি ইতিমধ্য়েই রাজস্থান থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় গিয়েছেন ৷ ফলে ওই কেন্দ্রে কংগ্রেস এবার কাকে প্রার্থী করবে, সেই নিয়েও জল্পনা চলছে ৷ শোনা যাচ্ছে, রায়বরেলিতে এবার প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ সত্যিই কি তাই ? নাকি 25 বছর পর ওই কেন্দ্রে গান্ধি পরিবারের বাইরের কেউ সাংসদ হবেন ? সেই উত্তরের অপেক্ষায় সকলেই রয়েছে ৷
(পিটিআই ইনপুট-সহ)
আরও পড়ুন: