ETV Bharat / politics

খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ

Adhir Ranjan Chowdhury: বিজেপির বিরুদ্ধে এক পুলিশ অফিসারকে খালিস্তানি বলার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে বুধবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর দাবি, এই ইস্যুতে ক্ষমা চাইতে হবে বিজেপিকে ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 1:09 PM IST

Updated : Feb 21, 2024, 3:57 PM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: খালিস্তানি মন্তব্য বিতর্কে বিজেপির সমালোচনায় সরব হলেন অধীররঞ্জন চৌধুরী ৷ বুধবার লোকসভায় কংগ্রেসের দলনেতা এই মন্তব্য়ের নিন্দা করেছেন ৷ বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘‘তারা বাংলার সংস্কৃতি সম্পর্কে সচেতন নয় ৷’’ তাঁর আরও দাবি, এই নিয়ে বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ৷

এই খালিস্তানি মন্তব্য বিতর্কের সূত্রপাত মঙ্গলবার৷ উত্তর 24 পরগনার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতাদের ৷ সেই সময় ঘটনাস্থলে ছিলেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক জসপ্রীত সিং ৷ তিনি অভিযোগ করেন যে তাঁকে উদ্দেশ্য করে ‘খালিস্তানি’ মন্তব্য করা হয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে৷ পুলিশের তরফে এই নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয় ৷ পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধী দলনেতাও ৷

কিন্তু এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ৷ তৃণমূল তো আগেই এই নিয়ে সরব হয়েছিল ৷ এবার তৃণমূলের সুরেই বিজেপিকে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ বুধবার তিনি বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলে সম্বোধন করেছেন এবং তাঁকে অপমান করেছেন । আমি এর নিন্দা জানাই । তাঁরা বাংলার সংস্কৃতি সম্পর্কে সচেতন নন... ৷’’

এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘আমরাও যেতে চেয়েছিলাম সন্দেশখালি এবং আমাদের যেতে দেওয়া হয়নি । এর মানে এই নয় যে কোনও অফিসারকে তাঁর ধর্মের ভিত্তিতে টার্গেট করা উচিত... আইপিএস জসপ্রীত সিং অবশ্যই অপমানিত বোধ করছেন এই ধরনের কটূক্তির পরে... কংগ্রেসও বাংলার পুলিশের সমালোচনা করে ৷ কিন্তু আমরা এমন মন্তব্য করি না ৷ এর জন্য বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত... ৷"

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র ৷ পুলিশ আধিকারিক জসপ্রীত সিং ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মধ্য়ে বচসার ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, "এটা হচ্ছে খালিস্তানি - আপনারা কি বিজেপির নোংরা মুখ ও মনের পরিচয় পেলেন ? এটাই বিজেপির সত্য । কোন ভুল নয় ৷ আসুন আমরা এই ঘৃণাকে উপড়ে ফেলার ডাক দিই এবং শিখ সম্প্রদায়ের পক্ষে দাঁড়াই, যারা ভারতের গর্ব ।’’

এই নিয়ে বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনায় সরব হয়েছেন সদ্য রাজ্যসভার ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী তথা প্রাক্তন সাংবাদিক সাগরিকা ঘোষ ৷ বুধবার সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘শুভেন্দু অধিকারী ও তাঁর দলের একজন পুলিশ অফিসারকে ‘খালিস্তানি’ বলার সাহস কিভাবে হল ? অফিসারটি একজন গর্বিত শিখ এবং একজন গর্বিত ভারতীয় ! বিজেপি ক্রমগত বাংলা ও ভারতকে ভাগ করার চেষ্টা করে যাচ্ছে৷ এটা আটকাতে হবে ৷’’

এই প্রসঙ্গে সিপিএমের বিমান বসু বলেন, ‘‘এটা নিশ্চিতভাবে অন্যায় হয়েছে । অপরাধ হয়েছে । যাঁরা পাগড়ি পরেন, তাঁদের খালিস্তানি বলা অপরাধ । এটা তৈরি হয়েছে কিভাবে ? গত বছর দিল্লি থেকে যাঁরা আসতেন, তাঁদের কী বলা হত ? চাড্ডা, নাড্ডা, ফাড্ডা বলা হত । কি মনে আছে ? কে বলতেন ? মুখ্যমন্ত্রী বলতেন । চাড্ডারা পাঞ্জাবি । এভাবে বললে বাতাসে থেকে যায় । বিকৃতির সীমা পরিসীমা থাকে না । এই বিকৃতির থেকে সমাজ সচেতন হওয়ার দরকার । সমাজ ভাঙবে ।’’

এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘অসভ্যতামি, অসাংবিধানিক৷ কোনোরকম জ্ঞানবুদ্ধির পরিচয় তাঁর মধ্যে নেই ৷ পুরোটা হচ্ছে বিভাজনের রাজনীতি ৷...এ দেশটাকে ছাড়খাড় করে দেবে ৷ শিখ বলেই খালিস্তানি বলে দাগিয়ে দিল ৷ এই অধিকার কে দিয়েছে ? এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷’’

আরও পড়ুন:

  1. পাগড়িধারী আইপিএসকে 'খালিস্তানি' মন্তব্যে শুভেন্দুদের বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব থেকে রাহুল গান্ধি
  2. 'শুভেন্দুকে শিখদের কাছে ক্ষমা চাইতে হবে', অগ্নিমিত্রার বাড়ির বাইরে বিক্ষোভ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: খালিস্তানি মন্তব্য বিতর্কে বিজেপির সমালোচনায় সরব হলেন অধীররঞ্জন চৌধুরী ৷ বুধবার লোকসভায় কংগ্রেসের দলনেতা এই মন্তব্য়ের নিন্দা করেছেন ৷ বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘‘তারা বাংলার সংস্কৃতি সম্পর্কে সচেতন নয় ৷’’ তাঁর আরও দাবি, এই নিয়ে বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ৷

এই খালিস্তানি মন্তব্য বিতর্কের সূত্রপাত মঙ্গলবার৷ উত্তর 24 পরগনার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতাদের ৷ সেই সময় ঘটনাস্থলে ছিলেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক জসপ্রীত সিং ৷ তিনি অভিযোগ করেন যে তাঁকে উদ্দেশ্য করে ‘খালিস্তানি’ মন্তব্য করা হয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে৷ পুলিশের তরফে এই নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয় ৷ পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধী দলনেতাও ৷

কিন্তু এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ৷ তৃণমূল তো আগেই এই নিয়ে সরব হয়েছিল ৷ এবার তৃণমূলের সুরেই বিজেপিকে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ বুধবার তিনি বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলে সম্বোধন করেছেন এবং তাঁকে অপমান করেছেন । আমি এর নিন্দা জানাই । তাঁরা বাংলার সংস্কৃতি সম্পর্কে সচেতন নন... ৷’’

এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘আমরাও যেতে চেয়েছিলাম সন্দেশখালি এবং আমাদের যেতে দেওয়া হয়নি । এর মানে এই নয় যে কোনও অফিসারকে তাঁর ধর্মের ভিত্তিতে টার্গেট করা উচিত... আইপিএস জসপ্রীত সিং অবশ্যই অপমানিত বোধ করছেন এই ধরনের কটূক্তির পরে... কংগ্রেসও বাংলার পুলিশের সমালোচনা করে ৷ কিন্তু আমরা এমন মন্তব্য করি না ৷ এর জন্য বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত... ৷"

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র ৷ পুলিশ আধিকারিক জসপ্রীত সিং ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মধ্য়ে বচসার ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, "এটা হচ্ছে খালিস্তানি - আপনারা কি বিজেপির নোংরা মুখ ও মনের পরিচয় পেলেন ? এটাই বিজেপির সত্য । কোন ভুল নয় ৷ আসুন আমরা এই ঘৃণাকে উপড়ে ফেলার ডাক দিই এবং শিখ সম্প্রদায়ের পক্ষে দাঁড়াই, যারা ভারতের গর্ব ।’’

এই নিয়ে বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনায় সরব হয়েছেন সদ্য রাজ্যসভার ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী তথা প্রাক্তন সাংবাদিক সাগরিকা ঘোষ ৷ বুধবার সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘শুভেন্দু অধিকারী ও তাঁর দলের একজন পুলিশ অফিসারকে ‘খালিস্তানি’ বলার সাহস কিভাবে হল ? অফিসারটি একজন গর্বিত শিখ এবং একজন গর্বিত ভারতীয় ! বিজেপি ক্রমগত বাংলা ও ভারতকে ভাগ করার চেষ্টা করে যাচ্ছে৷ এটা আটকাতে হবে ৷’’

এই প্রসঙ্গে সিপিএমের বিমান বসু বলেন, ‘‘এটা নিশ্চিতভাবে অন্যায় হয়েছে । অপরাধ হয়েছে । যাঁরা পাগড়ি পরেন, তাঁদের খালিস্তানি বলা অপরাধ । এটা তৈরি হয়েছে কিভাবে ? গত বছর দিল্লি থেকে যাঁরা আসতেন, তাঁদের কী বলা হত ? চাড্ডা, নাড্ডা, ফাড্ডা বলা হত । কি মনে আছে ? কে বলতেন ? মুখ্যমন্ত্রী বলতেন । চাড্ডারা পাঞ্জাবি । এভাবে বললে বাতাসে থেকে যায় । বিকৃতির সীমা পরিসীমা থাকে না । এই বিকৃতির থেকে সমাজ সচেতন হওয়ার দরকার । সমাজ ভাঙবে ।’’

এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘অসভ্যতামি, অসাংবিধানিক৷ কোনোরকম জ্ঞানবুদ্ধির পরিচয় তাঁর মধ্যে নেই ৷ পুরোটা হচ্ছে বিভাজনের রাজনীতি ৷...এ দেশটাকে ছাড়খাড় করে দেবে ৷ শিখ বলেই খালিস্তানি বলে দাগিয়ে দিল ৷ এই অধিকার কে দিয়েছে ? এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷’’

আরও পড়ুন:

  1. পাগড়িধারী আইপিএসকে 'খালিস্তানি' মন্তব্যে শুভেন্দুদের বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব থেকে রাহুল গান্ধি
  2. 'শুভেন্দুকে শিখদের কাছে ক্ষমা চাইতে হবে', অগ্নিমিত্রার বাড়ির বাইরে বিক্ষোভ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু
Last Updated : Feb 21, 2024, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.