ETV Bharat / politics

নির্বাচনের দিন তৃণমূলের সন্ত্রাসের আশঙ্কা অধীরের - Adhir Chowdhury - ADHIR CHOWDHURY

Adhir Chowdhury: আগামিকাল, মঙ্গলবার জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট ৷ ভোটের সময় ওই দুই এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে পারে বলে সোমবার আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তবে তিনি নির্বাচন কমিশেনর আস্থা রেখেছেন ৷ কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের সন্ত্রাস তৈরির চেষ্টা আটকে দেবে বলে তাঁর আশা ৷

Adhir Chowdhury
অধীররঞ্জন চৌধুরী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 5:25 PM IST

Updated : May 6, 2024, 5:38 PM IST

নির্বাচনের দিন তৃণমূলের সন্ত্রাসের আশঙ্কা অধীরের (ইটিভি ভারত)

বহরমপুর, 6 মে: ভোটের দিন তৃণমূল অশান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে । জঙ্গিপুর ও মুর্শিদাবাদে নির্বাচনের আগের দিন সাংবাদিক বৈঠক থেকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সোমবার সাংবাদিক বৈঠক থেকে অধীর বলেন, ‘‘ভোটের দিন বুথ লুঠ করা এবার সম্ভব হবে না । তাই এবার তারা (তৃণমূল কংগ্রেস) সন্ত্রাসের নয়া কৌশল নিয়েছে । ভোটের আগে ভয় ভীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে । কিন্তু কিছুই করতে পারবে না । কারণ তৃণমূলের উপর মানুষ ক্রোধ, ক্ষোভ বাড়ছে ।’’ অধীরের অভিযোগ, ‘‘সন্ত্রাস, অশান্তির পিছনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মদত, আদেশ ও নির্দেশ রয়েছে ।’’

গত কয়েকদিনে মুর্শিদাবাদের ডোমকল, লালগোলা, নবগ্রাম, রেজিনগর, বেলডাঙায় কয়েকশো বোমা উদ্ধার করেছে পুলিশ । দুই কেন্দ্রের ভোটারদের অভিযোগ, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট হচ্ছে । সন্ত্রাসের বাতাবরণে ভোট হবে ।

মুর্শিদাবাদের দুই কেন্দ্রে 950টি বুথ ক্রিটিক্যাল হিসাবে ঘোষণা করা হয়েছে । দুই কেন্দ্রে মোট 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তার মধ্যে জঙ্গিপুর কেন্দ্রে থাকছে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । মুর্শিদাবাদ কেন্দ্রে 114 কোম্পানি ।

এদিকে দিকে দিকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে । অধীর চৌধুরী বলেন, ‘‘বোমা থাকলেও ওরা কিছু করতে পারবে না । ওদের মুরোদ আমার জানা আছে । পুলিশ বললে তবে বোমা ফাটাতে পারবে । বোমা গরমে নিজেই ফাটছে । মরছে তৃণমূলের লোক । এবার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে । তৃণমূল ভোটের দিন কোনও সন্ত্রাস করতে পারবে না ।’’

অধীর চৌধুরীর অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় প্রচারে যাচ্ছেন, সেই জেলার সন্ধ্যায় পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে বৈঠক করছেন । সন্ত্রাসের সব পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আদেশে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে । সন্ত্রাসের বাতাবরণ করেই ভোট করতে চাইছে তৃণমূল । কিন্তু ভোটের দিন কোনও ভোটকেন্দ্র লুট করতে পারবে না । কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই ভোট হবে । প্রথম দিন থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে এসেছি ।’’

আরও পড়ুন:

  1. "লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী
  2. অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের
  3. খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ

নির্বাচনের দিন তৃণমূলের সন্ত্রাসের আশঙ্কা অধীরের (ইটিভি ভারত)

বহরমপুর, 6 মে: ভোটের দিন তৃণমূল অশান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে । জঙ্গিপুর ও মুর্শিদাবাদে নির্বাচনের আগের দিন সাংবাদিক বৈঠক থেকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সোমবার সাংবাদিক বৈঠক থেকে অধীর বলেন, ‘‘ভোটের দিন বুথ লুঠ করা এবার সম্ভব হবে না । তাই এবার তারা (তৃণমূল কংগ্রেস) সন্ত্রাসের নয়া কৌশল নিয়েছে । ভোটের আগে ভয় ভীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে । কিন্তু কিছুই করতে পারবে না । কারণ তৃণমূলের উপর মানুষ ক্রোধ, ক্ষোভ বাড়ছে ।’’ অধীরের অভিযোগ, ‘‘সন্ত্রাস, অশান্তির পিছনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মদত, আদেশ ও নির্দেশ রয়েছে ।’’

গত কয়েকদিনে মুর্শিদাবাদের ডোমকল, লালগোলা, নবগ্রাম, রেজিনগর, বেলডাঙায় কয়েকশো বোমা উদ্ধার করেছে পুলিশ । দুই কেন্দ্রের ভোটারদের অভিযোগ, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট হচ্ছে । সন্ত্রাসের বাতাবরণে ভোট হবে ।

মুর্শিদাবাদের দুই কেন্দ্রে 950টি বুথ ক্রিটিক্যাল হিসাবে ঘোষণা করা হয়েছে । দুই কেন্দ্রে মোট 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তার মধ্যে জঙ্গিপুর কেন্দ্রে থাকছে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । মুর্শিদাবাদ কেন্দ্রে 114 কোম্পানি ।

এদিকে দিকে দিকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে । অধীর চৌধুরী বলেন, ‘‘বোমা থাকলেও ওরা কিছু করতে পারবে না । ওদের মুরোদ আমার জানা আছে । পুলিশ বললে তবে বোমা ফাটাতে পারবে । বোমা গরমে নিজেই ফাটছে । মরছে তৃণমূলের লোক । এবার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে । তৃণমূল ভোটের দিন কোনও সন্ত্রাস করতে পারবে না ।’’

অধীর চৌধুরীর অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় প্রচারে যাচ্ছেন, সেই জেলার সন্ধ্যায় পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে বৈঠক করছেন । সন্ত্রাসের সব পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আদেশে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে । সন্ত্রাসের বাতাবরণ করেই ভোট করতে চাইছে তৃণমূল । কিন্তু ভোটের দিন কোনও ভোটকেন্দ্র লুট করতে পারবে না । কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই ভোট হবে । প্রথম দিন থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে এসেছি ।’’

আরও পড়ুন:

  1. "লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী
  2. অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের
  3. খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ
Last Updated : May 6, 2024, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.