ETV Bharat / politics

রাহুলের ন্যায় যাত্রার জন্য অর্থ সংগ্রহ অভিযানে কংগ্রেস, দাতাদের উপহার দেওয়ারও প্রতিশ্রুতি - কংগ্রেস

Donate for Nyay: মণিপুর থেকে মহারাষ্ট্র ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেই যাত্রায় জন্য অর্থ সংগ্রহ অভিযানে নামল কংগ্রেস, নাম - ডোনেট ফর ন্যায় ৷ টাকা দিলে রাহুলের সই করা উপহার দেওয়া হবে বলে শনিবার জানানো হয়েছে কংগ্রেসের তরফে ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By PTI

Published : Jan 27, 2024, 7:05 PM IST

নয়াদিল্লি, 27 এপ্রিল: রাহুল গান্ধির ভারত জোড়ো ন্য়ায় যাত্রার জন্য অর্থসংগ্রহ অভিযানে নামল কংগ্রেস ৷ শনিবার এই নিয়ে ঘোষণা করা হয় কংগ্রেসের তরফে ৷ এই অর্থ সংগ্রহ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ডোনেট ফর ন্যায়’ ৷ যাঁরা টাকা দিয়ে সাহায্য করবেন, তাঁদের রাহুল গান্ধির সই করা বিশেষ মার্চেন্ডাইজ দেওয়া হবে বলে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই কর্মসূচির ঘোষণা করেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন ৷ তাঁরা জানান, এর আগে ‘ডোনেট ফর দেশ’ বলে যে অর্থ সংগ্রহ অভিযান করা হয়েছিল, সেই অভিযানে সেভাবে সাফল্য আসেনি ৷ তবে এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে ৷ তাই নতুন এই অর্থ সংগ্রহ অভিযান শুরু করা হল ৷

অজয় মাকেন জানিয়েছেন, যাঁরা 670 বা তাঁর বেশি টাকা দেবেন, তাঁদের রাহুল গান্ধির সই করা একটি টি-শার্ট দেওয়া হবে ৷ আর যাঁরা 67 হাজার টাকা বা তার বেশি টাকা দান করবেন, তাঁদের একটি ‘ন্যায় কিট’ দেওয়া হবে ৷ সেই কিটে একটি-শার্ট, একটি ব্যাগ, একটি ব্যান্ড, একটি ব্যাজ ও একটি স্টিকার থাকবে ৷ আর যাঁরা দান করবেন, তাঁদের সকলকেই রাহুল গান্ধির লেখা একটি চিঠি দেওয়া হবে ৷

কংগ্রেসের তরফে আরও জানানো হয়েছে যে গত 18 ডিসেম্বর শুরু হওয়া ‘ডোনেট ফর দেশ’ অভিযানে 20 কোটি টাকা এসেছে ৷ আর এ দিন ‘ডোনেট ফর ন্যায়’ অভিযান শুরুর দু’ঘণ্টার মধ্যেই 2 কোটি দলের তহবিলে চলে এসেছে ৷ এদিন জানতে চাওয়া হয় যে আগের অর্থ সংগ্রহ অভিযানে আশার চেয়ে কম অর্থ কেন এল ? উত্তরে অজয় মাকেন বলেন, "আমরা আমাদের কর্মীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না । কেউ যদি মনে করে যে আমরা এই ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনের জন্য আমাদের সমস্ত অর্থ সংগ্রহ করব, তবে তিনি ভুল ৷ এবং এমন কিছু আমরা চাইনি ।"

উল্লেখ্য, বিজেপি ও আপ এর আগে এমন অর্থ সংগ্রহ অভিযান করেছিল ৷ কিন্তু কেউই 1 কোটি টাকাও সাহায্য পাইনি ৷ সেক্ষেত্রে কংগ্রেস অনেক এগিয়ে আছে ৷ এই অর্থ সংগ্রহ অভিযান নিয়ে অজয় মাকেন আরও বলেন, "অর্থ দান করা 3 লক্ষ কংগ্রেস কর্মীর প্রচেষ্টাকে ছোট করা যাবে না । অর্থ পাওয়ার বিষয় নয়, আসলে কর্মীদের অনুপ্রাণিত করাই লক্ষ্য । ভারত জোড়ো ন্যায় যাত্রা দেশের একটি অংশ দিয়ে যাবে । অন্যান্য অংশের দলীয় কর্মীরা 67 টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারবে ।’’ একই সঙ্গে তিনি জানান, কংগ্রেস একটি রাজনৈতিক দল৷ শুধু অর্থ জোগাড় করা কংগ্রেসের কাজ নয় ৷

রাহুল গান্ধি এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন মণিপুর থেকে ৷ শেষ হবে মহারাষ্ট্রে৷ এখন যাত্রা এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে ৷ সাধারণতন্ত্র দিবসের জন্য দু’দিনের বিরতি রয়েছে ৷ রবিবার জলপাইগুড়ি থেকে আবার যাত্রা শুরু করবেন তিনি ৷ 29 জানুয়ারি তাঁর বিহারে প্রবেশ করার কথা ৷ এর পর 31 জানুয়ারি তিনি আবার মালদায় এই যাত্রা নিয়ে প্রবেশ করবেন ৷ এবার তিনি 6700 কিমি পথ অতিক্রম করবেন এই ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে ৷

আরও পড়ুন:

  1. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস
  2. মণিপুরে আবার শান্তি ও সৌহার্দ্য ফেরাতে চাই: ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল
  3. রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার স্লোগান-লোগো প্রকাশ কংগ্রেসের

নয়াদিল্লি, 27 এপ্রিল: রাহুল গান্ধির ভারত জোড়ো ন্য়ায় যাত্রার জন্য অর্থসংগ্রহ অভিযানে নামল কংগ্রেস ৷ শনিবার এই নিয়ে ঘোষণা করা হয় কংগ্রেসের তরফে ৷ এই অর্থ সংগ্রহ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ডোনেট ফর ন্যায়’ ৷ যাঁরা টাকা দিয়ে সাহায্য করবেন, তাঁদের রাহুল গান্ধির সই করা বিশেষ মার্চেন্ডাইজ দেওয়া হবে বলে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই কর্মসূচির ঘোষণা করেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন ৷ তাঁরা জানান, এর আগে ‘ডোনেট ফর দেশ’ বলে যে অর্থ সংগ্রহ অভিযান করা হয়েছিল, সেই অভিযানে সেভাবে সাফল্য আসেনি ৷ তবে এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে ৷ তাই নতুন এই অর্থ সংগ্রহ অভিযান শুরু করা হল ৷

অজয় মাকেন জানিয়েছেন, যাঁরা 670 বা তাঁর বেশি টাকা দেবেন, তাঁদের রাহুল গান্ধির সই করা একটি টি-শার্ট দেওয়া হবে ৷ আর যাঁরা 67 হাজার টাকা বা তার বেশি টাকা দান করবেন, তাঁদের একটি ‘ন্যায় কিট’ দেওয়া হবে ৷ সেই কিটে একটি-শার্ট, একটি ব্যাগ, একটি ব্যান্ড, একটি ব্যাজ ও একটি স্টিকার থাকবে ৷ আর যাঁরা দান করবেন, তাঁদের সকলকেই রাহুল গান্ধির লেখা একটি চিঠি দেওয়া হবে ৷

কংগ্রেসের তরফে আরও জানানো হয়েছে যে গত 18 ডিসেম্বর শুরু হওয়া ‘ডোনেট ফর দেশ’ অভিযানে 20 কোটি টাকা এসেছে ৷ আর এ দিন ‘ডোনেট ফর ন্যায়’ অভিযান শুরুর দু’ঘণ্টার মধ্যেই 2 কোটি দলের তহবিলে চলে এসেছে ৷ এদিন জানতে চাওয়া হয় যে আগের অর্থ সংগ্রহ অভিযানে আশার চেয়ে কম অর্থ কেন এল ? উত্তরে অজয় মাকেন বলেন, "আমরা আমাদের কর্মীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না । কেউ যদি মনে করে যে আমরা এই ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনের জন্য আমাদের সমস্ত অর্থ সংগ্রহ করব, তবে তিনি ভুল ৷ এবং এমন কিছু আমরা চাইনি ।"

উল্লেখ্য, বিজেপি ও আপ এর আগে এমন অর্থ সংগ্রহ অভিযান করেছিল ৷ কিন্তু কেউই 1 কোটি টাকাও সাহায্য পাইনি ৷ সেক্ষেত্রে কংগ্রেস অনেক এগিয়ে আছে ৷ এই অর্থ সংগ্রহ অভিযান নিয়ে অজয় মাকেন আরও বলেন, "অর্থ দান করা 3 লক্ষ কংগ্রেস কর্মীর প্রচেষ্টাকে ছোট করা যাবে না । অর্থ পাওয়ার বিষয় নয়, আসলে কর্মীদের অনুপ্রাণিত করাই লক্ষ্য । ভারত জোড়ো ন্যায় যাত্রা দেশের একটি অংশ দিয়ে যাবে । অন্যান্য অংশের দলীয় কর্মীরা 67 টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারবে ।’’ একই সঙ্গে তিনি জানান, কংগ্রেস একটি রাজনৈতিক দল৷ শুধু অর্থ জোগাড় করা কংগ্রেসের কাজ নয় ৷

রাহুল গান্ধি এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন মণিপুর থেকে ৷ শেষ হবে মহারাষ্ট্রে৷ এখন যাত্রা এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে ৷ সাধারণতন্ত্র দিবসের জন্য দু’দিনের বিরতি রয়েছে ৷ রবিবার জলপাইগুড়ি থেকে আবার যাত্রা শুরু করবেন তিনি ৷ 29 জানুয়ারি তাঁর বিহারে প্রবেশ করার কথা ৷ এর পর 31 জানুয়ারি তিনি আবার মালদায় এই যাত্রা নিয়ে প্রবেশ করবেন ৷ এবার তিনি 6700 কিমি পথ অতিক্রম করবেন এই ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে ৷

আরও পড়ুন:

  1. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস
  2. মণিপুরে আবার শান্তি ও সৌহার্দ্য ফেরাতে চাই: ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল
  3. রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার স্লোগান-লোগো প্রকাশ কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.