ETV Bharat / politics

ওয়েনাড় থেকেই লড়বেন রাহুল গান্ধি, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার

Congress First List For Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ ৷ ওয়েনাড় থেকে লড়বেন রাহুল গান্ধি ৷ 39 জনের প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার ৷

Congress
Congress
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 8:24 PM IST

Updated : Mar 9, 2024, 6:18 AM IST

নয়াদিল্লি, 8 মার্চ: কংগ্রেস শুক্রবার লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ৷ প্রথম তালিকায় 39 জনের নাম রয়েছে ৷ সেই তালিকা অনুযায়ী, কেরালার ওয়েনাড় থেকেই লড়বেন রাহুল গান্ধি ৷ প্রথম তালিকায় নাম নেই রাহুলের বোন তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করে কংগ্রেস ৷ সেখানে উপস্থিত ছিলেন তিন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, অজয় মাকেন ও পবন খেরা ৷ বেণুগোপাল জানান, তালিকায় নাম থানা প্রার্থীদের মধ্যে 15 জন জেনারেল ক্যাটগরির ৷ তফসিলি জাতি, উপজাতি, ওবিসি ও সংখ্যালঘু প্রার্থীর সংখ্য়া 24 জন৷ 39 জনের মধ্যে 12 জন প্রার্থীর বয়স 50-এর কম ৷

তালিকায় উল্লেখযোগ্য নামগুলি হল - ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (রাজনান্দগাঁও), ডিকে সুরেশ (বেঙ্গালুরু গ্রামীণ), শশী থারুর (তিরুঅনন্তপুরম) এবং কেসি বেণুগোপাল (আলাপুঝা)। নাম ঘোষণার পর বেণুগোপাল বলেন, "আমরা নির্বাচনী মোডে আছি । একদিকে, রাহুল গান্ধি ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন, যা গুজরাতে রয়েছে । সেই কর্মসূচি 17 মার্চ মুম্বইতে একটি সমাবেশে শেষ হবে । কংগ্রেস সভাপতি (মল্লিকার্জুন খাড়গে) ইন্ডিয়া জোটের সব নেতাদের ওই সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন ৷"

উল্লেখ্য, 2004 সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন রাহুল গান্ধি ৷ তাঁর পরিবারের গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রথমবার তিনি ভোটে লড়েন ৷ 2009 ও 2014 সালে তিনি ওই কেন্দ্র থেকেই জিতেছিলেন ৷ 2019 সালে বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেঠিতে হারেন রাহুল ৷ তবে সেবার ওয়েনাড় থেকে জিতে সংসদে এসেছিলেন তিনি ৷ এবারও সেই একই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷

উত্তরপ্রদেশের রায়বরেলিকেও গান্ধিদের গড় বলা হয় ৷ সেখানকার সাংসদ ছিলেন সোনিয়া গান্ধি ৷ তিনি এবার লোকসভা নির্বাচনে লড়ছেন না ৷ রাজস্থান থেকে তিনি রাজ্যসভায় গিয়েছেন ৷ ফলে ওই কেন্দ্রে জল্পনায় ছিল প্রিয়াঙ্কা গান্ধি বঢরার নাম ৷ যদিও তাঁর নাম এদিনের তালিকায় নেই ৷ উত্তরপ্রদেশের কোনও আসনের প্রার্থীর নাম এদিন ঘোষণা করেনি কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গেরও কোনও আসনের প্রার্থীর নাম এ দিন কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়নি ৷

আরও পড়ুন:

  1. 'কংগ্রেস ক্ষমতায় এলে রোজগার বিপ্লব', যুবদের জন্য 5 গ্যারান্টি ঘোষণা খাড়গের
  2. কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে, দাবি পবন খেরার
  3. কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের খসড়া প্রস্তুত, চূড়ান্ত সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির

নয়াদিল্লি, 8 মার্চ: কংগ্রেস শুক্রবার লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ৷ প্রথম তালিকায় 39 জনের নাম রয়েছে ৷ সেই তালিকা অনুযায়ী, কেরালার ওয়েনাড় থেকেই লড়বেন রাহুল গান্ধি ৷ প্রথম তালিকায় নাম নেই রাহুলের বোন তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করে কংগ্রেস ৷ সেখানে উপস্থিত ছিলেন তিন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, অজয় মাকেন ও পবন খেরা ৷ বেণুগোপাল জানান, তালিকায় নাম থানা প্রার্থীদের মধ্যে 15 জন জেনারেল ক্যাটগরির ৷ তফসিলি জাতি, উপজাতি, ওবিসি ও সংখ্যালঘু প্রার্থীর সংখ্য়া 24 জন৷ 39 জনের মধ্যে 12 জন প্রার্থীর বয়স 50-এর কম ৷

তালিকায় উল্লেখযোগ্য নামগুলি হল - ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (রাজনান্দগাঁও), ডিকে সুরেশ (বেঙ্গালুরু গ্রামীণ), শশী থারুর (তিরুঅনন্তপুরম) এবং কেসি বেণুগোপাল (আলাপুঝা)। নাম ঘোষণার পর বেণুগোপাল বলেন, "আমরা নির্বাচনী মোডে আছি । একদিকে, রাহুল গান্ধি ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন, যা গুজরাতে রয়েছে । সেই কর্মসূচি 17 মার্চ মুম্বইতে একটি সমাবেশে শেষ হবে । কংগ্রেস সভাপতি (মল্লিকার্জুন খাড়গে) ইন্ডিয়া জোটের সব নেতাদের ওই সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন ৷"

উল্লেখ্য, 2004 সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন রাহুল গান্ধি ৷ তাঁর পরিবারের গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রথমবার তিনি ভোটে লড়েন ৷ 2009 ও 2014 সালে তিনি ওই কেন্দ্র থেকেই জিতেছিলেন ৷ 2019 সালে বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেঠিতে হারেন রাহুল ৷ তবে সেবার ওয়েনাড় থেকে জিতে সংসদে এসেছিলেন তিনি ৷ এবারও সেই একই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷

উত্তরপ্রদেশের রায়বরেলিকেও গান্ধিদের গড় বলা হয় ৷ সেখানকার সাংসদ ছিলেন সোনিয়া গান্ধি ৷ তিনি এবার লোকসভা নির্বাচনে লড়ছেন না ৷ রাজস্থান থেকে তিনি রাজ্যসভায় গিয়েছেন ৷ ফলে ওই কেন্দ্রে জল্পনায় ছিল প্রিয়াঙ্কা গান্ধি বঢরার নাম ৷ যদিও তাঁর নাম এদিনের তালিকায় নেই ৷ উত্তরপ্রদেশের কোনও আসনের প্রার্থীর নাম এদিন ঘোষণা করেনি কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গেরও কোনও আসনের প্রার্থীর নাম এ দিন কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়নি ৷

আরও পড়ুন:

  1. 'কংগ্রেস ক্ষমতায় এলে রোজগার বিপ্লব', যুবদের জন্য 5 গ্যারান্টি ঘোষণা খাড়গের
  2. কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে, দাবি পবন খেরার
  3. কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের খসড়া প্রস্তুত, চূড়ান্ত সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির
Last Updated : Mar 9, 2024, 6:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.