ETV Bharat / politics

অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার ! তৃণমূলের পোষ্ট ঘিরে তুলকালাম - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: কয়লা মাফিয়ার অমিত শাহকে অভ্যর্থনা জানানো নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূলের ৷ শুক্রবার রাতে অন্ডাল বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজেপি নেতা তথা কয়লা মাফিয়া জয়দেব খাঁ অভ্যর্থনা জানিয়েছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা অশোক রুদ্র ৷

ETV BHARAT
অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহর পাশে জয়দেব খাঁ (ছবিতে চিহ্নিত) ৷ (ছবি- অশোক রুদ্রর ফেসবুক)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 8:22 PM IST

Updated : May 12, 2024, 7:04 AM IST

আসানসোল, 11 মে: শুক্রবার রানীগঞ্জে রোড-শো ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সেই রোড-শো শেষে অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, জয়দেব খাঁ নামে কয়লা মাফিয়া ৷ এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে তৃণমূল নেতা অশোক রুদ্র ৷ যদিও বিজেপি নেতৃত্বের দাবি, জয়দেব খাঁ বিজেপি কর্মী ৷ 2019 সালে বিজেপিতে আসার পরেই তাঁর নামে কয়লা চুরির মিথ্যে অভিযোগ তুলেছে তৃণমূল ৷

আগামী 13 মে আসানসোল লোকসভার নির্বাচন ৷ আর এই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির সঙ্গে কয়লা মাফিয়ার যোগাযোগের অভিযোগ তোলা হল ৷ তা-ও আবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগসূত্র তুলে ধরে ৷ তৃণমূল নেতা অশোক রুদ্রর অভিযোগ অমিত শাহকে অন্ডাল এয়ারপোর্টে বিদায় জানাতে গিয়েছিল এক কয়লা মাফিয়া ৷ আর তাঁর নাম জয়দেব খাঁ ৷ তৃণমূলের এমন অভিযোগে ভোটের আগে হৈচৈ পড়েছে জেলার রাজনীতিতে ৷ অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিজেপির পক্ষ থেকে 16 জন বিদায় জানাতে গিয়েছিলেন ৷ সেই তালিকা অনুযায়ী 5 নম্বরে নাম ছিল জয়দেব খাঁর ৷ সেই তালিকা ও জয়দেব খাঁ-এর ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছে তৃণমূল ৷

শাসকদলের রাজ্যনেতা অশোক রুদ্র দাবি করেছেন, "কয়লা মাফিয়া জয়দেব খাঁ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন ৷ বিজেপিতে গেলে সবাই যে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যায়, এই ঘটনা তারই প্রমাণ ৷ যেখানে কয়লাকাণ্ড নিয়ে ইডি, সিবিআই তদন্ত করছে ৷ সেখানে কয়লা মাফিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় সম্ভাষণ জানাচ্ছে ৷ এই চিত্র আমাদের কাছে দুর্ভাগ্যজনক ! আসানসোল, দুর্গাপুরের সমস্ত মানুষই জানেন, জয়দেব খাঁ একজন কুখ্যাত কয়লা মাফিয়া ৷ তাঁকেই গেল দেখা গেল অমিত শাহের সঙ্গে ৷"

তবে, তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব ৷ বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের পালটা বক্তব্য, "জয়দেব খাঁ 2019 সালে বিজেপিতে যোগ দেন ৷ এর আগে তাঁর সম্পর্কে কয়লাপাচার নিয়ে কোনও অভিযোগ ছিল না ৷ বিজেপিতে যোগদানের পরেই তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে ৷ এটাই তো এ রাজ্যের নীতি ৷ বিজেপি করলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় ৷ জয়দেব খাঁ কয়লা মাফিয়া নন, তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী ৷"

আরও পড়ুন:

  1. বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
  2. অনুব্রত মণ্ডল এখন জেলে ভয় পাবেন না, বীরভূমে শাহী অভয়বাণী
  3. মুসলিমদের সংরক্ষণ এসসি-এসটি-ওবিসিদের দেবে বিজেপি, দাবি অমিত শাহের

আসানসোল, 11 মে: শুক্রবার রানীগঞ্জে রোড-শো ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সেই রোড-শো শেষে অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, জয়দেব খাঁ নামে কয়লা মাফিয়া ৷ এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে তৃণমূল নেতা অশোক রুদ্র ৷ যদিও বিজেপি নেতৃত্বের দাবি, জয়দেব খাঁ বিজেপি কর্মী ৷ 2019 সালে বিজেপিতে আসার পরেই তাঁর নামে কয়লা চুরির মিথ্যে অভিযোগ তুলেছে তৃণমূল ৷

আগামী 13 মে আসানসোল লোকসভার নির্বাচন ৷ আর এই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির সঙ্গে কয়লা মাফিয়ার যোগাযোগের অভিযোগ তোলা হল ৷ তা-ও আবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগসূত্র তুলে ধরে ৷ তৃণমূল নেতা অশোক রুদ্রর অভিযোগ অমিত শাহকে অন্ডাল এয়ারপোর্টে বিদায় জানাতে গিয়েছিল এক কয়লা মাফিয়া ৷ আর তাঁর নাম জয়দেব খাঁ ৷ তৃণমূলের এমন অভিযোগে ভোটের আগে হৈচৈ পড়েছে জেলার রাজনীতিতে ৷ অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিজেপির পক্ষ থেকে 16 জন বিদায় জানাতে গিয়েছিলেন ৷ সেই তালিকা অনুযায়ী 5 নম্বরে নাম ছিল জয়দেব খাঁর ৷ সেই তালিকা ও জয়দেব খাঁ-এর ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছে তৃণমূল ৷

শাসকদলের রাজ্যনেতা অশোক রুদ্র দাবি করেছেন, "কয়লা মাফিয়া জয়দেব খাঁ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন ৷ বিজেপিতে গেলে সবাই যে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যায়, এই ঘটনা তারই প্রমাণ ৷ যেখানে কয়লাকাণ্ড নিয়ে ইডি, সিবিআই তদন্ত করছে ৷ সেখানে কয়লা মাফিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় সম্ভাষণ জানাচ্ছে ৷ এই চিত্র আমাদের কাছে দুর্ভাগ্যজনক ! আসানসোল, দুর্গাপুরের সমস্ত মানুষই জানেন, জয়দেব খাঁ একজন কুখ্যাত কয়লা মাফিয়া ৷ তাঁকেই গেল দেখা গেল অমিত শাহের সঙ্গে ৷"

তবে, তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব ৷ বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের পালটা বক্তব্য, "জয়দেব খাঁ 2019 সালে বিজেপিতে যোগ দেন ৷ এর আগে তাঁর সম্পর্কে কয়লাপাচার নিয়ে কোনও অভিযোগ ছিল না ৷ বিজেপিতে যোগদানের পরেই তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে ৷ এটাই তো এ রাজ্যের নীতি ৷ বিজেপি করলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় ৷ জয়দেব খাঁ কয়লা মাফিয়া নন, তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী ৷"

আরও পড়ুন:

  1. বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
  2. অনুব্রত মণ্ডল এখন জেলে ভয় পাবেন না, বীরভূমে শাহী অভয়বাণী
  3. মুসলিমদের সংরক্ষণ এসসি-এসটি-ওবিসিদের দেবে বিজেপি, দাবি অমিত শাহের
Last Updated : May 12, 2024, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.