ETV Bharat / politics

'19 লক্ষ ইভিএমের কোনও হদিশ নেই', কারচুপির অভিযোগে সরব মমতা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 5:21 PM IST

Updated : May 4, 2024, 6:18 PM IST

Mamata Banerjee: তৃতীয় দফা ভোটের আগেই ইভিএম লোপাটের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ রেখে ইভিএমে কারচুপি হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায় (ইটিভি ভারত)

কলকাতা, 4 মে: তৃতীয় দফা ভোটের আগে স্ট্রংরুম থেকে ইভিএম লোপাটের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ রেখে ইভিএমে কারচুপি হচ্ছে বলেও এই মর্মে দলীয় প্রার্থীদের সজাগ এবং সতর্ক থাকতেও বললেন তৃণমূল সুপ্রিমো ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, স্ট্রংরুম থেকে ইভিএম বদল করা হচ্ছে ৷

ইতিমধ্যেই দুই দফার ভোট হয়ে গিয়েছে ৷ আগামী 7 তারিখ তৃতীয় দফার ভোট ৷ তার আগে দেশজুড়ে যে ভোট হয়েছে তার ইভিএমগুলি ইতিমধ্যেই স্ট্রংরুমে রাখা হয়েছে ৷ এবার সেই স্ট্রংরুম থেকে ইভিএম লোপাটের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ শনিবার রানাঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগের সুরে বলেন, "দেশে 19 লক্ষ ইভিএম মেশিনের কোনও হদিশ নেই! লক্ষ্য রাখুন প্রার্থীরা ৷" এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, "গতকাল তামিলনাড়ুতে স্ট্রংরুমের সিসিটিভি 15 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ৷ ইভিএম স্ট্রংরুম থেকে বদল করা হচ্ছে ৷"

পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে মমতা আরও বলেন, "কিছু কিছু বিজ্ঞাপনে বিষ আছে সেগুলো পান করতে নেই ৷ 100 ইউনিটে তিন মাসের পয়সা নেয় না আমাদের সরকার ৷ আর বিজেপি সরকারের বিনা পয়সার গ্যাস কেউ পায়নি ৷ সবটাই মোদির গ্যাস বেলুন ৷ মোদি বলেছিল 15 লক্ষ টাকা দেবে ৷ দিয়েছে ? 10 বছর ধরে শুধু মিথ্যা কথা বলে প্রতারণা করে ভোট নিয়ে যাবে ?"

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, "কত আচ্ছে দিন আসছে ? যারা দিনের পর দিন মাথায় ইট বইল, কাজ করল তাদের এক টাকাও দিল না ৷ নোটবন্দি করেও কালো টাকা ফেরত এল না ৷ দেশে শুধু একটাই দল থাকবে একজনই নেতা থাকবে ৷ বাকি সবাইকে জেলে ঢুকিয়ে দাও ৷ এরা বাঙালি বিদ্বেষী, বাংলাকে পছন্দ করে না ৷" সন্দেশখালি নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সন্দেশখালি দেখাচ্ছিল ৷ সন্দেশখালির কলসি ফুটো হয়ে গিয়েছে ৷ সিপিএমের হার্মাদরা সব বিজেপিতে ঢুকেছে ৷"

আরও পড়ুন

'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার

সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা

কলকাতা, 4 মে: তৃতীয় দফা ভোটের আগে স্ট্রংরুম থেকে ইভিএম লোপাটের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ রেখে ইভিএমে কারচুপি হচ্ছে বলেও এই মর্মে দলীয় প্রার্থীদের সজাগ এবং সতর্ক থাকতেও বললেন তৃণমূল সুপ্রিমো ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, স্ট্রংরুম থেকে ইভিএম বদল করা হচ্ছে ৷

ইতিমধ্যেই দুই দফার ভোট হয়ে গিয়েছে ৷ আগামী 7 তারিখ তৃতীয় দফার ভোট ৷ তার আগে দেশজুড়ে যে ভোট হয়েছে তার ইভিএমগুলি ইতিমধ্যেই স্ট্রংরুমে রাখা হয়েছে ৷ এবার সেই স্ট্রংরুম থেকে ইভিএম লোপাটের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ শনিবার রানাঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগের সুরে বলেন, "দেশে 19 লক্ষ ইভিএম মেশিনের কোনও হদিশ নেই! লক্ষ্য রাখুন প্রার্থীরা ৷" এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, "গতকাল তামিলনাড়ুতে স্ট্রংরুমের সিসিটিভি 15 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ৷ ইভিএম স্ট্রংরুম থেকে বদল করা হচ্ছে ৷"

পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে মমতা আরও বলেন, "কিছু কিছু বিজ্ঞাপনে বিষ আছে সেগুলো পান করতে নেই ৷ 100 ইউনিটে তিন মাসের পয়সা নেয় না আমাদের সরকার ৷ আর বিজেপি সরকারের বিনা পয়সার গ্যাস কেউ পায়নি ৷ সবটাই মোদির গ্যাস বেলুন ৷ মোদি বলেছিল 15 লক্ষ টাকা দেবে ৷ দিয়েছে ? 10 বছর ধরে শুধু মিথ্যা কথা বলে প্রতারণা করে ভোট নিয়ে যাবে ?"

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, "কত আচ্ছে দিন আসছে ? যারা দিনের পর দিন মাথায় ইট বইল, কাজ করল তাদের এক টাকাও দিল না ৷ নোটবন্দি করেও কালো টাকা ফেরত এল না ৷ দেশে শুধু একটাই দল থাকবে একজনই নেতা থাকবে ৷ বাকি সবাইকে জেলে ঢুকিয়ে দাও ৷ এরা বাঙালি বিদ্বেষী, বাংলাকে পছন্দ করে না ৷" সন্দেশখালি নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সন্দেশখালি দেখাচ্ছিল ৷ সন্দেশখালির কলসি ফুটো হয়ে গিয়েছে ৷ সিপিএমের হার্মাদরা সব বিজেপিতে ঢুকেছে ৷"

আরও পড়ুন

'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার

সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা

Last Updated : May 4, 2024, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.