ETV Bharat / politics

সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপির, ধুন্ধুমার সুন্দরবনে

BJP Protest against Sandeshkhali incident: সন্দেশখালির ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধল ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মী সমর্থকরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 1:27 PM IST

Updated : Feb 15, 2024, 3:26 PM IST

সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপি

কাকদ্বীপ, 15 ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল সুন্দরবনে ৷ বৃহস্পতিবার পুলিশের সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা ৷

বুধবার সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্কর । তাঁর নেতৃত্বে এ দিন বহু বিজেপি কর্মী সমর্থক সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন । বিক্ষোভকারীদের আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় । তবে সেই ব্যারিকেড ভেঙে প্রচুর বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের দিকে এগিয়ে যেতে থাকেন । তাঁদের বাধা দেয় পুলিশ ৷ এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ।

বিজেপি কর্মী সমর্থকদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের । এরপর মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্করের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । বিক্ষোভকারীদের রাস্তা থেকে টেনে-হিঁচড়ে তুলতে হয় পুলিশকে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ।

এই বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্কর বলেন, "গোটা রাজ্যজুড়ে নৈরাজ্য চলছে । রাজ্যের মা-বোনেদের সম্মানের কোনও দাম নেই । সন্দেশখালির মা-বোনেদের উপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাই । সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা । গতকাল সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাজ্য পুলিশ পরিকল্পিতভাবে হেনস্থা করেছে । আমরা গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে । পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে ৷ এভাবে পুলিশকে দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের আটকে রাখা যাবে না । সাধারণ মানুষ সবই দেখছেন ৷ আগামী লোকসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবেন ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে রাজ্যের রিপোর্টের অপেক্ষায় রাজ্যপাল
  2. সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি
  3. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন

সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপি

কাকদ্বীপ, 15 ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল সুন্দরবনে ৷ বৃহস্পতিবার পুলিশের সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা ৷

বুধবার সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্কর । তাঁর নেতৃত্বে এ দিন বহু বিজেপি কর্মী সমর্থক সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন । বিক্ষোভকারীদের আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় । তবে সেই ব্যারিকেড ভেঙে প্রচুর বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের দিকে এগিয়ে যেতে থাকেন । তাঁদের বাধা দেয় পুলিশ ৷ এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ।

বিজেপি কর্মী সমর্থকদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের । এরপর মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্করের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । বিক্ষোভকারীদের রাস্তা থেকে টেনে-হিঁচড়ে তুলতে হয় পুলিশকে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ।

এই বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্কর বলেন, "গোটা রাজ্যজুড়ে নৈরাজ্য চলছে । রাজ্যের মা-বোনেদের সম্মানের কোনও দাম নেই । সন্দেশখালির মা-বোনেদের উপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাই । সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা । গতকাল সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাজ্য পুলিশ পরিকল্পিতভাবে হেনস্থা করেছে । আমরা গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে । পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে ৷ এভাবে পুলিশকে দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের আটকে রাখা যাবে না । সাধারণ মানুষ সবই দেখছেন ৷ আগামী লোকসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবেন ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে রাজ্যের রিপোর্টের অপেক্ষায় রাজ্যপাল
  2. সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি
  3. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
Last Updated : Feb 15, 2024, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.